গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সঞ্চয়বুর্যের অধীনে অনলাইন সঞ্চয়পত্র ক্রয়ের জন্য প্রয়ােজনীয় কাগজপত্র
১) সঞ্চয়পত্র ক্রয়ের আবেদন ফরম (ক্রেতা কর্তৃক পূরণকৃত) আবেদন ফরম PDF ওয়েব সাইট হতে ডাউনলােড করে প্রিন্ট করে নিবেন।
২) ক্রেতার নিজ নামে যেকোন ব্যাংকে সেভিং একাউন্ট নম্বর । আর সে একাউন্টে অবশ্যই ইন্টারনেট ব্যাংকিং চালু থাকতে হবে ।
৩) ব্যাংকের শাখার রাউটিং নম্বর।
৪) ক্রেতার “MICR চেক বহি” এর একটি পাতা ফটোকপিসহ।
৫) ক্রেতার ব্যাংক একাউন্টের স্টেটমেন্ট (রাউটিং নম্বর উল্লেখসহ)।
৬) ক্রেতার টিন সার্টিফিকেটে ফটোকপি (এক লক্ষ টাকার উর্ধ্বে ক্রয়ের ক্ষেত্রে, এক লক্ষ টাকার নিচে হলে লাগবে না)।
৭) ক্রেতা ও নমিনীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ও ভেরিফাই করার জন্য মূল কপি।
৮) ক্রেতা ও নমিনীর ১ কপি করে পাসপাের্ট সাইজের ছবি। (নমিনির ছবি ক্রেতা কর্তৃক সত্যায়িত)
৯) নমিনি অপ্রাপ্তবয়স্ক (নাবালক) হলে নমিনির জন্ম সনদের ফটোকপি ও ১ কপি পাসপাের্ট সাইজের ছবি এবং নমিনির পক্ষে একজন প্রতিনিধির
(ক্রেতা ব্যতীত নিকট আত্মীয়) জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ও ১ কপি পাসপাের্ট সাইজের ছবি।
১০) পেনশনার সঞ্চয়পত্র ক্রয়ের ক্ষেত্রে
(অবসরপ্রাপ্ত সরকারি, আধা-সরকারি,
স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা/ কর্মচারিদের জন্য)
ক) অবসরভাতা প্রদানের আদেশ কপি অথবা পেনশন মঞ্জুরিপত্রের ফটোকপি (পিপিও/ ইপিপিও নম্বর সম্বলিত)।
খ) পেনশনের বইয়ের ফটোকপি।
গ) প্রাপ্ত গ্রাচুয়িটি ও জিপিএফের চূড়ান্ত মঞ্জুরিপত্রের ফটোকপি অথবা নিয়ােগকারী কর্তৃপক্ষ কর্তৃক পূরণকৃত পিএসপি -২ ফরম।
ঘ) অবসর প্রদানের মজুরিপত্রের ফটোকপি।
Related Topics :
অনলাইনে সঞ্চয়পত্র ক্রয়ের নিয়ম, sanchypatra, ব্যাংক থেকে সঞ্চয়পত্র ক্রয়ের নিয়ম, সঞ্চয় পত্র কোথায় পাওয়া যায়, sanchayapatra rules bd, কোন ব্যাংকে সুদ বেশি, সঞ্চয়পত্রের মুনাফার হার, সোনালী ব্যাংক সঞ্চয়পত্র, অনলাইনে সঞ্চয়পত্র কেনার নিয়ম, sanchypotra kinte cai অনলাইনে সঞ্চয়পত্র কেনার পেপার ডকুমেন্ট,sanchayapatra from, sanchayapatra rate,