কারা পাচ্ছে সরকারি অনুদানের ২৫০০ টাকা ?
সরকারি অনুদানের ২৫০০ টাকা শুধুমাত্র দরিদ্র বা দরিদ্র সীমার নিচের থাকা মানুষ বা নিম্নবিত্ত শ্রেণীর মানুষেরা পেয়ে থাকবেন । নিচের Screenshot গুলো দেখুন । যাদের ফোনে এই SMS আসবে তারা টাকা পেয়েছেন । তবে এখানে একটি বিষয় আছে তাও জানাচ্ছি ।
অনুদানের টাকা যদি বিকাশ/রকেট/নগদের ব্যালেন্স চেক করে না পান, তবে SMS পাওয়ার ২৪ ঘন্টা পর আবার ব্যালেন্স চেক করুন, আশা করি এবার ২৫০০ টাকা পেয়ে যাবেন । যদি বিকাশ একাউন্ট খোলা না থাকে, তবে আপনার বাসার আশে পাশে থাকা বিকাশ বা রকেট বা নগদের এজেন্টের দোকানে গিয়ে তাদের কাছ হতে একাউন্ট খুলে দিতে পারেন । এক্ষেত্রে আপনার জাতীয় পরিচয় পত্র নিয়ে গেলে একাউন্ট খুলতে পারবেন ।
শুধুমাত্ৰ নিচের Screenshot এ থাকা নাম্বার থেকে SMS আসলেই টাকা পাবেন বুঝবেন, তাছাড়া অন্য নাম্বার থেকে এই ওপরের মত SMS আসলে বুঝে নিতে হবে এটি ভুয়া বা বিকাশ বা রকেট বা নগদের প্রতারকরা দিয়েছে ।
আমরা আগামি সাপ্তাহ খাবার পাব নাকি জানি না। তাই আমার কিছু আরথিক সহ জগিতার দরকার।
কাজ করি না
Amar ma ondo r ami bekar amra onek koste ahcci
টাকা খুব প্রয়োজন
টাকার জন্য কষ্ট করি ,স্বামী নাই বাচ্চা বরো করা কষ্ট কিছু টাকা হলে উপকারহতো
টাকা নিয়ে খুব কষ্টে আছি,, রমযানে খাবো তা পারছি না,,ঈদের জন্য কিছু একটা করতে চাই তা পারচি না,,কিছু টাকা হলে উপকার হতো
টাকা চাই সাহায্য
প্রিয় টিম ।,আমার আরথিক সমস্যা হার্ড এর সমস্যার জন্য অনেক টাকা দরকার দয়া করে আমাকে সাহায্যে করেন
আমার টাকার খুব দরকার আব্বা আম্মারে জামা কাপড় কিনে দেওয়ার মত আমার কাছে টাকা নাই যদি টাকাটা দেন খুব উপকার হবে
Doya kore amake tk diye help korun… Takar khub e proyojon
হ্যাঁলো
Ji
আমার টাকা খুবি প্রাজোন আমি কাজ করে খাই,,,