কারা পাচ্ছে সরকারি অনুদানের ২৫০০ টাকা ?
সরকারি অনুদানের ২৫০০ টাকা শুধুমাত্র দরিদ্র বা দরিদ্র সীমার নিচের থাকা মানুষ বা নিম্নবিত্ত শ্রেণীর মানুষেরা পেয়ে থাকবেন । নিচের Screenshot গুলো দেখুন । যাদের ফোনে এই SMS আসবে তারা টাকা পেয়েছেন । তবে এখানে একটি বিষয় আছে তাও জানাচ্ছি ।
অনুদানের টাকা যদি বিকাশ/রকেট/নগদের ব্যালেন্স চেক করে না পান, তবে SMS পাওয়ার ২৪ ঘন্টা পর আবার ব্যালেন্স চেক করুন, আশা করি এবার ২৫০০ টাকা পেয়ে যাবেন । যদি বিকাশ একাউন্ট খোলা না থাকে, তবে আপনার বাসার আশে পাশে থাকা বিকাশ বা রকেট বা নগদের এজেন্টের দোকানে গিয়ে তাদের কাছ হতে একাউন্ট খুলে দিতে পারেন । এক্ষেত্রে আপনার জাতীয় পরিচয় পত্র নিয়ে গেলে একাউন্ট খুলতে পারবেন ।
শুধুমাত্ৰ নিচের Screenshot এ থাকা নাম্বার থেকে SMS আসলেই টাকা পাবেন বুঝবেন, তাছাড়া অন্য নাম্বার থেকে এই ওপরের মত SMS আসলে বুঝে নিতে হবে এটি ভুয়া বা বিকাশ বা রকেট বা নগদের প্রতারকরা দিয়েছে ।
আমরা আগামি সাপ্তাহ খাবার পাব নাকি জানি না। তাই আমার কিছু আরথিক সহ জগিতার দরকার।