স্মার্ট বাংলাদেশের স্মার্ট জনগণের জন্য গ্রাহকের আয় বেশি হলে যাতে করে বেশি অর্থ জমা/সঞ্চয় করতে পারে আবার একই সঙ্গে আয় কমে গেলে কম অর্থ জমা/সঞ্চয়ের সুযোগ পায় অথবা কোন মাসে একেবারেই জমা না করতে পারলেও ব্যাংকে জমাকৃত সঞ্চয় হতে কাঙ্ক্ষিত মুনাফা পেতে গ্রাহকের যাতে কোন অসুবিধানা হয়- এ সকল সুবিধাকে প্রাধান্য দিয়ে জনতা ব্যাংক পিএলসি, ‘জনতা ব্যাংক স্মার্ট একাউন্ট’ শিরোনামে সম্পূর্ণ নতুন আঙ্গিকে একটি বিশেষ সঞ্চয়ী স্কীম চালু করেছে। এ ব্যাংকিং স্কীমের আওতায়- যেকোন দিন প্রাথমিকভাবে মাত্র ২,০০০/- টাকা জমার মাধ্যমে হিসাব খুলে মাসের যেকোন দিন যতবার খুশি ততবার, যতখুশি তত পরিমাণ টাকা জমা করে দিন শেষের স্থিতির ওপর দৈনিকভিত্তিতে মুনাফা পাওয়া যাবে। কোন নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট হারে টাকা জমা করার বাধ্যবাধকতা নেই এবং কোন মাসে একেবারে জমা করা সম্ভব না হলেও হিসাব বন্ধ হওয়া বা মুনাফা প্রাপ্তিতে কোন অসুবিধা হয় না।
জনতা ব্যাংক স্মার্ট এ্যাকাউন্ট যোগ্যতা আঠার বছর বা তদুর্ধ্ব বয়স্ক সুস্থ মস্তিষ্ক সম্পন্ন বাংলাদেশী নাগরিক নিজ নামে হিসাব খুলতে পারবেন। নাবালক সন্তানের নামে পিতা/মাতা বা উভয়ই অথবা অভিভাবকের পরিচালনায় নির্দিষ্ট নিয়ম পরিপালন করে হিসাব খোলা যাবে।
হিসাবের মেয়াদ ৩ বছর, ৫ বছর, ৭ বছর ও ১০ বছর। প্রাথমিক জমা ২০০০/- টাকা, তবে গ্রাহক চাইলে তদুর্ধ্ব যেকোন পরিমাণ টাকা জমা করে হিসাব খুলতে পারবে।
৩ বছরের ক্ষেত্রে ৩ মাস মেয়াদি স্থায়ী আমানতের ওপর ঘোষিত সুদহার অপেক্ষা ০.৫০% বেশি। ৫ বছরের ক্ষেত্রে ৩ মাস মেয়াদি স্থায়ী আমানতের ওপর ঘোষিত সুদহার অপেক্ষা ০.৫৫% বেশি। ৭ বছরের ক্ষেত্রে ৩ মাস মেয়াদি স্থায়ী আমানতের ওপর ঘোষিত সুদহার (ব্যক্তিক) অপেক্ষা ০.৬০% বেশি। ১০ বছরের ক্ষেত্রে ৩ মাস মেয়াদি স্থায়ী আমানতের ওপর ঘোষিত সুদহার অপেক্ষা ০.৬৫% বেশি (পরিবর্তনশীল)।
বিশেষ সুবিধাসমূহ : দৈনিক ভিত্তিতে সুদ হিসাবায়ন। স্থায়ী আমানত হতে অধিক মুনাফা অর্জনের সুযোগ। সংশ্লিষ্ট মেয়াদে যেকোন দিন (কর্মদিবসে) যে কোন পরিমান টাকা জমা দেয়ার সুযোগ৷ মাসের যে কোন তারিখ (কর্মদিবসে) এ স্কিমের আওতায় হিসাব খোলা যাবে । জমাকৃত টাকার বিপরীতে ঋণ গ্রহণের সুযোগ। অন-লাইন ব্যাংকিং এর আওতায় অত্র ব্যাংকের যেকোন শাখা হতে টাকা জমাকরনের সুবিধা । ত্রৈমাসিক ভিত্তিতে বিনা খরচে হিসাব বিবরণী প্রদান। এক বা একাধিক হিসাব খুলতে পারবেন।