ডাচ বাংলা ব্যাংক তাদের সেভিং একাউন্ট গুলোতে ব্যাপক পরিবর্তন এনেছে, যদিও ডাচ-বাংলা ব্যাংকের পক্ষ থেকে বলা হচ্ছে তাদের গ্রাহক সেবা উন্নতির জন্য এটি করা হয়েছে । সেই ক্ষেত্রে ডাচ বাংলা ব্যাংকের নরমাল সেভিং ডিপোজিট একাউন্ট এবং ডাচ বাংলা ব্যাংকের ডিপোজিট প্লাস একাউন্টে কি পরিবর্তন আসছে সেটা দেখে নেওয়া যাক ।
ডাচ বাংলা ব্যাংক সর্বাধুনিক প্রযুক্তিসমৃদ্ধ সুবিধা নিয়ে গ্রাহকদেরকে নিরবচ্ছিন্ন ব্যাংকিং সেবা প্রদান করে যাচ্ছে। গ্রাহক সেবার মান বৃদ্ধির উদ্দেশ্যে এই ব্যাংক নিয়মিত তার সিস্টেম আপগ্রেড করার পাশাপাশি ব্যাংকিং প্রডাক্টস এরও আপডেট করে থাকে। এরই ধারাবাহিকতায় আরও উন্নত গ্রাহকসেবা প্রদানের উদ্দেশ্যে, ডাচ্-বাংলা ব্যাংক আপনার বর্তমান সঞ্চয়ী হিসাবটি মে ২০২১ থেকে অধিকতর সুবিধা ও বৈশিষ্ট্য সম্বলিত Savings Deposit Plus হিসাবে রূপান্তর করতে যাচ্ছে, যেখানে আপনার বর্তমান হিসাব নম্বর, এটিএম কার্ড ও চেকবই অপরিবর্তিত থাকবে, কিন্তু ন্যুনতম আমানত ৫,০০০/-টাকা হবে। আপনি Savings Deposit Plus হিসাবের অধিকতর সুবিধা গ্রহণ করতে না চাইলে আগামী ৯০ দিনের মধ্যে অপেক্ষাকৃত কম সুবিধা সম্বলিত Savings Deposit Account Regular হিসাবে রুপান্তরের জন্য আপনার নিকটস্থ শাখায় যােগাযােগ করতে হবে । এক্ষেত্রে নূন্যতম আমানত ৫০০/-টাকাই বহাল থাকবে।
Dutch Bangla Bank Savings Deposit Plus Account Update Charge
১) হিসাব নম্বর, বর্তমান হিসাব নম্বরটি অপরিবর্তিত থাকবে।
২) চেকবই ও এটিএম কার্ড, বিদ্যমান চেকবই ও এটিএম কার্ড অপরিবর্তিত থাকবে
৩) এটিএমে উত্তোলন সীমা, প্রতিদিন সর্বোচ্চ ৮০,০০০.০০ টাকা
৪) এটিএমে উত্তোলন সীমা কার্ড দিয়ে প্রতিদিন সর্বোচ্চ ৮ বার । প্রতিমাসে প্রয়ােজনীয় যেকোন সংখ্যক লেনদেন ।
৫) একাউন্ট খোলার জন্য ৫,০০০ টাকা নূন্যতম আমানত ।
৬) মুনাফার হার সঞ্চয়ী হিসাবে সর্বোচ্চ মুনাফা
৭) চেক বই প্রতি পাতা ৫ টাকা।
Dutch Bangla Bank Savings Deposit Account Regular Update Charge
১) হিসাব নম্বর বর্তমান হিসাব নম্বরটি পরিবর্তিত হবে এবং একটি নতুন নম্বর দেয়া হবে ।
২) চেকবই ও এটিএম কার্ড, বিদ্যমান চেকবই ও এটিএম কার্ড আর কার্যকর থাকবে না। সেক্ষেত্রে
যেকোন শাখা থেকে নতুন এটিএম কার্ড ও চেকবই সংগ্রহ করতে হবে ।
৩) এটিএমে উত্তোলন সীমা, প্রতিদিন সর্বোচ্চ ২০,০০০.০০ টাকা।
৪) এটিএমে উত্তোলন সীমা কার্ড দিয়ে প্রতিমাসে সর্বোচ্চ ৩ বার । প্রতিমাসে ৩ বারের বেশি টাকা উত্তোলন করলে অতিরিক্ত প্রতি উত্তোলনে ৫.০০ টাকা চার্জ কর্তন যোগ্য ।
৫) একাউন্ট খোলার জন্য ৫০০ টাকা নূন্যতম আমানত ।
৬) মুনাফার হারসঞ্চয়ী হিসাবে অপেক্ষাকৃত কম মুনাফা ।
৭) চেক বই প্রতি পাতা ১০ টাকা।
এছাড়াও সেভিং একাউন্ট এর ক্ষেত্রে একাউন্ট মেইনটেইন্স চার্জ, কার্ড এটিএম চার্জ, আবগারি শুল্ক, ওয়ার ট্রান্সফার ফি সবগুলোর পূর্ববর্তী সময়ে যা ছিল তাই থাকবে । শুধুমাত্র সর্বনিম্ন ডিপোজিট এর ক্ষেত্রে এবং উপরোল্লিখিত সার্ভিস এর ক্ষেত্রে পরিবর্তন আনা হয়েছে ।
Dutch bangla bank saving account new update today