প্রবাসীদের ক্ষতিপূরণ দিতে নতুন আকাশ পথ আইন পাশ Probashi Bangladeshi

প্রবাসীদের ল‍্যাগেজ  হারালে বা বিমান দুর্ঘটনায় মৃত্যু বা আঘাতে ক্ষতিপূরণ কোটি টাকার ওপর 

 

প্রবাসীদের সবচাইতে বেশি হয়রানির শিকার বিমানবন্দর, কখনো ল‍্যাগেজ পাওয়া যায় না আবার অনেক সময় ল‍্যাগেজ হতে পন‍্য হারিয়ে যায় । ১৯৯৯ সালে বাংলাদেশ সরকার আন্তর্জাতিক একটি আইনে সাক্ষর করেছিল, কিন্তু সেই আইনের বাস্তবায়ন পরবর্তীতে দেখা যায় নি । তবে এইবার সরকার প্রবাসীদের কথা ভেবে দেখে আকাশপথ আইন ২০২০ মহান জাতীয় সংসদে পাস করেছে, যেখানে আগের চেয়ে বেশি গুণ অর্থ ক্ষতিপূরণ দেওয়া হবে সহজ মাধ‍্যমে ।

আকাশ পথে ভ্রমণে এক দেশ হতে অন‍্য দেশে যাওয়ার সময় বিমান দুর্ঘটনায় যাত্রী আঘাত প্রাপ্ত বা মৃত্যু হলে ক্ষতিপূরণ দেওয়া হবে ১ কোটি ১৭ লাখ টাকার বেশি ।

যান্ত্রীদের ব‍্যাগ যদি হারিয়ে যায় বা ল‍্যাগেজ থেকে পন‍্য হারিয়ে যায়, সেখানে প্রতি কেজি পন‍্যের জন‍্য ১৩৮১ ডলার দেওয়া হবে (বাংলাদেশী টাকায় যা ১ লাখ১৬ হাজার প্রায়) । বিমান বন্দরে ফ্লাইটের বিলম্ব হলে প্রতিজন পাবে ৫৭৩৪ ডলার (বাংলাদেশী টাকায় যা ৫ লাখ প্রায়) । কার্গো বিমানে মালামাল হারিয়ে গেলে জন প্রতি দেওয়া হবে ২৪ ডলার । 

উপরোক্ত সকল ক্ষতিপূরণের টাকা এয়ারলাইন্স কতৃপক্ষ দিবে, মানে যে বিমানে আপনি টিকেট  কাঠবেন সেই বিমান কৃতপক্ষ । কেননা সব বিমানের ইনসুরেন্স করে থাকে । 

error: Content is protected !!