সঞ্চয়পত্র কেনার আগে গুরুত্বপূর্ণ নিয়ম সমূহ Sanchypatra Bangladesh Govt

সঞ্চয়পত্র কেনার আগে গুরুত্বপূর্ণ নিয়ম সমূহ Sanchypatra Bangladesh Govt

বর্তমান সময়ে সঞ্চয়পত্র নামে-বেনামে কেনা যায় না, সঞ্চয়পত্র কেনার জন্য বাংলাদেশ সরকারের সঞ্চয় অধিদপ্তর কর্তৃক কিছু নিয়ম দেওয়া হয়েছে যে নিয়ম অনুসরণ করেই সঞ্চয়পত্র কেনার প্রয়োজন হয়ে পড়ে ।

১) সঞ্চয়পত্র ক্রয়ের জন্য অবশ্যই বাংলাদেশী নাগরিক হতে হবে এবং বয়স ১৮ হতে হবে ।

২) সঞ্চয়পত্র ক্রয়ে গ্রাহক এবং নমিনির জাতীয় পরিচয় পত্রের ফটোকপি প্রয়োজন । এখানে জন্ম নিবন্ধন বা পাসপোর্ট বা কোন লাইসেন্স দিয়ে সঞ্চয়পত্র ক্রয় করা যায় না । যদিও বাংলাদেশ সঞ্চয়পত্র প্রতিষ্ঠান পর্যায়ে কেনা যায় এবং তিন মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র শুধুমাত্র যারা অটিস্টিক শিশুদের নিয়ে কাজ করে এমন প্রতিষ্ঠান নির্দিষ্ট সীমা অতিক্রম করেও সঞ্চয়পত্র কিনতে পারে । 

৩) ১ লক্ষ টাকার উপরে সঞ্চয়পত্র ক্রয় করতে গেলে অবশ্যই টিন সার্টিফিকেট এর প্রয়োজন হয় থাকবে, টিন সার্টিফিকেট ব‍্যতীত এক লক্ষ টাকার উপরে সঞ্চয়পত্র ক্রয় করা সম্ভব নয় ।

৪) সঞ্চয়পত্র ক্রয়ে সরাসরি টাকা এখন আর নেওয়া হয়না, সঞ্চয়পত্র ক্রয় করতে গেলে এমআইসিআর যুক্ত চেক এর মাধ্যমে ব্যাংকে কিংবা পোস্ট অফিস বা সঞ্চয় অধিদপ্তরে টাকা জমা প্রদান করতে হয় ।

৫) সঞ্চয়পত্র ক্রয় গ্রাহক এবং নমিনির ২ কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবির প্রয়োজন, এখানে নমিনি একা বা একাধিক মনোনীত করা সম্ভব ।

৬) ইএফটি ফরম পূরুন করতে হয়, যার মাধ্যমে মুনাফার টাকা ব্যাংক একাউন্টে যুক্ত হয় । অনলাইনে সঞ্চয়পত্র কেনার ফরমটি পূরণ করতে হয় যথাযথ নিয়ম অনুসারে । জাতীয় সঞ্চয় অধিদপ্তর কতৃক সঞ্চয়পত্র কেনার ফর্ম পূরণ করতে হয় । 

৭) এখন অনেকেই প্রশ্ন করতে পারেন সঞ্চয়পত্রের বিনিয়োগ করলে সেখান থেকে মুনাফা আপনি কিভাবে পাবেন ?

ইএফটি ট্রান্সফারের মাধ্যমে সঞ্চয়পত্রের বিনিয়োগ করা মাস ভেদে বা বছর ভেদে মুনাফার টাকা ও মেয়াদ শেষে মূল টাকা গ্রাহকের ব্যাংক একাউন্টে জমা হবে এবং সেখান থেকে আপনি চাইলে সে সময় মুনাফা উত্তোলন করতে পারবেন ।

৮) একজনের নামে একটা ন্যাশনাল আইডি কার্ড বা জাতীয় পরিচয় পত্র দিয়ে সর্বোচ্চ ৫০ লক্ষ টাকা এবং যৌথভাবে বা দুইজনের নামে এক কোটি টাকার সঞ্চয়পত্র কেনা যায় দুইটা জাতীয় পরিচয় পত্র দিয়ে । তবে পেনশনের হলে একক নামে ৫০ লাখের পেনশন সঞ্চয়পত্র ও ১ কোটি টাকার অন‍্যান‍্য সঞ্চয়পত্র কেনা যায় ।

সরকারি সঞ্চয়পত্র, সঞ্চয়পত্র ক্রয়ের নিয়ম, সঞ্চয়পত্র কত টাকা লাভ, সঞ্চয়পত্র কিভাবে কিনতে হয়, sanchypatra, itbid24, কত টাকার সঞ্চয়পত্র কেনা যায়, সঞ্চয়পত্র কিনতে কি কি লাগে,

Leave a Comment

error: Content is protected !!