অনলাইনে জন্ম নিবন্ধন আবেদনে নতুন নিয়ম Jonmo Nibondhon Korar Sorkari Niyom জন্ম নিবন্ধন সনদ রেজিস্ট্রেশনে নতুন আইন

 

এখন যেমন পাসপোর্ট বা জাতীয় পরিচয় পত্র করার ক্ষেত্রে অনেক ভেরিফিকেশন এর মধ্য দিয়ে যেতে হয়, ঠিক তেমনি ভাবে অনলাইনে জন্ম নিবন্ধনের জন্য অনেক ভেরিফিকেশন এর মধ্য দিয়ে যেতে হবে । অনলাইনে জন্ম নিবন্ধন আবেদন করার ক্ষেত্রে নতুন নিয়ম বা নতুন পদ্ধতি মেনে চলতে হবে বিভিন্ন বয়স্ক মানুষদের জন্য ।  অনেকের কাছে এটিকে ভোগান্তি মনে হতে পারে কিন্তু বর্তমানে অনেক রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশের রয়েছে, তারা যাতে বাংলাদেশের নাগরিত্ব অবৈধ পথ অবলম্বন করে গ্রহণ করতে না পারে সেজন্য জন্ম নিবন্ধনের রেজিস্ট্রেশনের ক্ষেত্রে নতুন নিয়ম নিয়ে আসা হয়েছে ।

 

 

 ০ দিন থেকে ৪৫ দিন বয়সী শিশুর জন্ম নিবন্ধন রেজিস্ট্রেশন এর জন্য প্রয়োজনীয় নথি

ক) শিশুর টিকার কার্ড ।

খ) শিশুর পিতা ও মাতার অনলাইন জন্ম সনদ সহ জাতীয় পরিচয় পত্রের নাম্বার ।

গ)  শিশুর অভিভাবকের সচল মোবাইল নাম্বার ।

ঘ)  রেজিস্ট্রেশন ফর্ম এর সাথে রঙিন পাসপোর্ট সাইজের সদ্য তোলা ছবি ।

ঙ)  শিশুর বাসার হোল্ডিং নাম্বার ও চৌকিদারি ট্যাক্সের রশিদের হাল সনদ ।

 

 

৪৫ দিন থেকে ৫ বছর বয়সী শিশুর জন্ম নিবন্ধন রেজিস্ট্রেশন এর জন্য প্রয়োজনীয় নথি

ক) শিশুর টিকার কার্ড অথবা স্বাস্থ্যকর্মীর হতে আনিত  প্রত্যয়ন পত্র

খ) শিশুর পিতা ও মাতার অনলাইন জন্ম সনদ সহ জাতীয় পরিচয় পত্রের নাম্বার ।

গ) শিশুর বাসার হোল্ডিং নাম্বার ও চৌকিদারি ট্যাক্সের রশিদের হাল সনদ ।

ঘ)  প্রয়োজন ভেদে শিশুর স্কুলের হেড মাস্টারের প্রত্যয়নপত্র সহ অন্যান্য প্রয়োজনীয় ডকুমেন্টের কপি ।

ঙ) শিশুর অভিভাবকের সচল মোবাইল নাম্বার ।

চ)  রেজিস্ট্রেশন ফর্ম এর সাথে রঙিন পাসপোর্ট সাইজের সদ্য তোলা ছবি ।

 

 

৫ বছরের বেশি বয়সী শিশুর জন্ম নিবন্ধন রেজিস্ট্রেশন এর জন্য প্রয়োজনীয় নথি

ক) ৫ বছরের বেশি হলে, যদি শিক্ষাগত যোগ্যতা থাকলে সেই ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার সনদপত্র সেটি হতে পারে পিএসসি/এসএসসি/এইচএসসি/জেএসসি ।  যদি শিক্ষাগত যোগ্যতার সনদপত্র না থাকে সে ক্ষেত্রে সরকারি হসপিটালের ডাক্তার বিসিএস স্বাস্থ্য  তাহার নিকট হতে স্বাক্ষর ও সিল সহ প্রত্যয়ন সনদ এবং জন্ম নিবন্ধন রেজিস্ট্রেশন ফর্মে ৭ এর ১ নাম্বার কালামের স্বাক্ষর সহ সিল বাধ্যতামূলক ।

খ) রেজিস্ট্রেশন ফর্ম এর সাথে রঙিন পাসপোর্ট সাইজের সদ্য তোলা ছবি ।

গ)  যে সকল মানুষের জন্ম ২০০১ সালের ১ জানুয়ারি পরবর্তী সময়ে তাদের জন্য পিতা ও মাতার অনলাইন জন্ম সনদ সহ জাতীয় পরিচয় পত্রের নাম্বার বাধ্যতামূলক ।

ঘ)  যেসব মানুষের জন্ম ২০০১ সালের ১ জানুয়ারির পরবর্তী সময়ে তাদের জাতীয় পরিচয় পত্র ও এর নাম্বার বাধ্যতামূলক ।

ঙ) প্রয়োজন ভেদে বাসার হোল্ডিং নাম্বার ও চৌকিদারি ট্যাক্সের রশিদের হাল সনদ ।

চ) যেসব মানুষের জন্ম ২০০১ সালের ১ জানুয়ারির পরবর্তী সময়ে, কিন্তু পিতা ও মাতা মৃত হলে তাদের জন প্রথমে অনলাইনে জন্ম নিবন্ধন সদদ করার পর তাদের জন‍্য অনলাইনে মৃত্যু সনদ নেওয়া বাধ্যতামূলক ।

ছ) যেসব মানুষের জন্ম ২০০১ সালের আগে,  কিন্তু পিতা ও মাতা মৃত হলে তাদের মৃত্যু সনদ বাধ্যতামূলক ।

জ)  রেজিস্ট্রেশন ফরম এর সাথে  ইউনিয়ন পরিষদের পুরুষ বা নারী সদস্যের  স্বাক্ষরকৃত সিল বাধ্যতামূলক । অথবা  সরকারি স্কুলের বা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের স্বাক্ষরকৃত সিল বাধ্যতামূলক ।

ঝ) অভিভাবকের/আবেদনকারীর সচল মোবাইল নাম্বার ।

error: Content is protected !!