ইসলামী ব্যাংক হজ্জ সেভিংস একাউন্টে গ্রাহকদের সুদ দেওয়া কি ?
ইসলামী ব্যাংক হজ্জ সেভিংস একাউন্ট হিসাবধারী গ্রাহক এবং ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের মধ্যে সম্পাদিত ইসলামী শরীয়াহ ভিত্তিক একটি মুদারাবা চুক্তি
ক) এখানে হিসাবধারী গ্রাহক হচ্ছে ‘সাহিব আল-মাল’ (অর্থের মালিক) এবং ব্যাংক হচ্ছে “মুদারিব” (কারবার সংগঠক)।
খ) ইসলামী শরীয়াহ বর্ণিত নীতিমালার ভিত্তিতে ব্যাংক এই অর্থ জমগ্রহণ করে এবং জমাকৃত অর্থ শুধুমাত্র ইসলামী শরীয়াহ্ সম্মতভাবে বিনিয়ােগ করে।
গ) ব্যাংক মুদারাবা তহবিল বিনিয়ােগ করে প্রাপ্ত আয়ের কমপক্ষে শতকরা ৬৫ ভাগ মুদারাবা হিসাবধারীদের মধ্যে ওয়েটেজের ভিত্তিতে বন্টন করে।
হজের খরচ মেটানোর জন্য প্রয়োজনীয় হজ সেভিং অ্যাকাউন্টে জমা দিয়ে হজ করতে ইচ্ছুক যে কোনো মুসলমান মাসিক কিস্তিতে সঞ্চয় বাড়ানোর জন্য ১ বছর থেকে ২৫ বছর সময়কালের উপর ভিত্তি করে হজ্জ সেভিংস একাউন্ট বিকল্প পছন্দ বেছে নিতে পারেন।
ইসলামী ব্যাংক হজ্জ সেভিংস একাউন্টে কিস্তি
মেয়াদী হিসাব ন্যূনতম ৫০০ টাকা, ১০০০ টাকা এবং ১০০০ টাকার গুণিতক হিসাবে উর্ধ্বে যে কোন পরিমাণ ১০ লক্ষ টাকা বা তদূর্ধ্ব পরিমাণ টাকায় হিসাব খুলতে হবে।
ইসলামী ব্যাংক হজ্জ সেভিংস একাউন্টে কিস্তি প্রদানের নিয়ম
১)প্রত্যেক আমানতকারীকে প্রতিমাসের পহেলা তারিখ হতে শেষ তারিখের মধ্যে মাসিক কিস্তির অর্থ জমা করতে হবে। মাসের শেষ তারিখ সরকারী ছুটির দিন হলে পূর্ববর্তী কার্যদিবসে কিস্তির অর্থ জমা করতে হবে।
২) গ্রাহক ইচ্ছে করলে কিস্তির টাকা অগ্রীম প্রদান করতে পারেন। জমাকৃত অগ্রীম কিস্তির উপর লাভ প্রদেয় হবে। চেকের মাধ্যমে জমার ক্ষেত্রে টাকা সংশ্লিষ্ট মাসের শেষ তারিখের মধ্যে সংগৃহীত না হলে উক্ত জমাকারীকে ঐ মাসের জমার জন্য খেলাপী হিসাবে গণ্য করা হবে।
ইসলামী ব্যাংক হজ্জ সেভিংস একাউন্টে মাসিক কিস্তি প্রদানে দেরি হলে
এই প্রকল্পের আওতায় আমানতকারী সংশ্লিষ্ট শাখায় সংরক্ষিত তার হিসাব থেকে নিয়মিত কিস্তি প্রদানের জন্য শাখায় স্থায়ী নির্দেশনা (Standing Instruction) প্রদান করতে পারবে। প্রতিটি standing Instruction বাবদ ৫/- টাকা সার্ভিস চার্জ প্রদান করতে হবে।
ইসলামী ব্যাংক হজ্জ সেভিংস একাউন্টের আমানতকারীর মৃত্যু হলে যিনি টাকা পাবে
আমানতকারীর মৃত্যুর পর নিয়মানুযায়ী তার মনােনীত ব্যক্তি সাকশেসন সার্টিফিকেট ছাড়াই গচ্ছিত টাকা গ্রহণ করতে পারবেন। কোন মনােনীত ব্যক্তি না থাকলে আমানতকারীর উত্তরাধিকারীকে সাকশেসন/ওয়ারিশান সার্টিফিকেট মােতাবেক হিসাবের স্থিতি পরিশােধ করা হবে।
ইসলামী ব্যাংক মুদারাবা হজ্জ সেভিংস একাউন্ট এর মেয়াদ কাল
মুনাফার পরিমাণ এর উপর ভিত্তি করে একাউন্টের মেয়াদ দুই ধরনের হয়ে থাকে, ১ বছর থেকে ১০ বছর মেয়াদী ও ১ বছর থেকে সর্বোচ্চ ২৫ বছর মেয়াদী।
ইসলামী ব্যাংক হজ্জ সেভিংস একাউন্টের গুরুত্বপূর্ণ তথ্য
১) নাবালক নাবালিকার নামেও তার পিতামাতা/বৈধ অভিভাবকগণ এ হিসাব খুলতে পারবেন । এ হিসাবের গচ্ছিত টাকা তাকে অথবা মৃত্যুর পর তার মনােনীত জীবিত ব্যক্তিকে প্রদান করা হবে মনােনীত ব্যক্তি নাবালক নাবালিকা হলে এবং নাবালক নাবালিকা থাকা অবস্থায় আমানতকারীর মৃত্যুর পর আমানতের অর্থ কে গ্রহণ করতে পারবেন তদসম্পর্কে তিনি লিখিতভাবে নির্দেশ প্রদান করবেন।
২) পরপর তিনবার কিস্তি খেলাপি হলে হজ্ব সেভিং একাউন্টে সঞ্চয়ী হিসাবের হারে মুনাফা দেওয়া হবে।
৩) কোন বছরে তিনবার এর অধিক কিস্তি খেলাপি হলে অ্যাকাউন্টটি বন্ধ হয়ে যাবে, এক্ষেত্রে গ্রাহক জমাকৃত অর্থ টি ফেরত পাবেন।
৪) হিসাবের মেয়াদ পূর্ণ হওয়ার পর ৩০ দিনের মধ্যে টাকা উত্তোলন না করলে মােট স্থিতি পূর্বে উল্লেখিত মেয়াদের জন্য স্বয়ংক্রিয়ভাবে একই শর্তে নবায়িত হিসাবে গণ্য হবে।
ইসলামী ব্যাংক মুদারাবা হজ্জ সেভিংস একাউন্ট মুনাফার পরিমাণ IBBL Deposit Rate
১ হতে ১০ বছর মেয়াদী অ্যাকাউন্টের জন্য মুনাফার হার ৫.২৫% এ, ১১ হতে ২৫ বছর মেয়াদী অ্যাকাউন্টের জন্য মুনাফার হার ৬%
ইসলামী ব্যাংক হজ্জ সেভিংস একাউন্ট খোলার জন্য প্রয়োজনীয় কাগজপত্র
১) অ্যাকাউন্ট খোলার ফর্ম সম্পূর্ণ করুন
২) অ্যাকাউন্টধারীর ২ কপি পাসপোর্ট সাইজের ছবি পরিচয়কারীর দ্বারা যথাযথভাবে সত্যায়িত
৩) নমিনির ১ কপি ছবি অ্যাকাউন্টহোল্ডার দ্বারা যথাযথভাবে সত্যায়িত
৪) জাতীয় পরিচয়পত্র/পাসপোর্ট/চেয়ারম্যান সার্টিফিকেটের মতো শনাক্তকরণ প্রমাণ
৫) সূচনাকারী স্বাক্ষর
৬) A/C খোলার ফর্ম ডাউনলোড করুন
বিস্তারিত জানতে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড যেকোনাে শাখায় যােগাযোগ করুন
নাম্বার : ০২-৮৩৩১০৯০ অথবা ১৬২৫৯
ওয়েবসাইট : www.islamibankbd.com
RELATED KEYWORD
ইসলামী ব্যাংক একাউন্ট, islami bank hajj scheme, islami bank deposit rate 2022, ইসলামী ব্যাংক একাউন্ট মুনাফার হার, islami bank deposit rate 20222,ibbl, hajj dps, ইসলামী ব্যাংক একাউন্ট সুবিধা, Mudaraba Hajj Savings Account details, ইসলামিক ব্যাংক ডিপিএস তালিকা,হজ্জ স্কীম, islami bank dps talika, ইসলামিক ব্যাংক হজ্জ স্কীম, hajj korte cai, ইসলামী ব্যাংক এফডিআর, Mudaraba Hajj Schem,, হজ্জ করতে চাই, হজ্জ ডিপোজিট, islami bank interest rate,অনলাইনে ইসলামী ব্যাংক একাউন্ট খোলার নিয়ম