বর্তমান সময়ে আধুনিক বিশ্বে এসে ব্যাংক একাউন্ট গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, সেটি সামান্য টাকা জমিয়ে রাখার জন্য বা লেনদেন করার জন্য যে কোনটির জন্যই হতে পারে। যে কোন ব্যাংক তাদের গ্রাহকদের একাউন্টে বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা দিয়ে থাকে, আর তার বিনিময়ে গ্রাহকদের ফি দিতে হয়। ব্যাংক একাউন্টের প্রাথমিকভাবে তিনটি ধরন রয়েছে
১) সেভিং একাউন্ট বা সঞ্চয় হিসাব
২) এসএনডি একাউন্ট
৩) কারেন্ট হিসাব
ইসলামী ব্যাংক সেভিংস একাউন্ট মুনাফা
সেভিং একাউন্টে ছয় মাস পর পর বছরে দুইবার মুনাফা প্রদান করা হয়ে থাকে কিন্তু কারেন্ট একাউন্টে মুনাফা প্রদান করা হয় না। ইসলামী ব্যাংকের সেভিংস একাউন্টে টাকা রাখলে মুনাফা রেট ১.৫০% থেকে ২% এর মধ্যে পেয়ে থাকবেন। যা অন্যান্য ব্যাংক থেকে খুব নগন্য।
ব্যাংক একাউন্টের মুনাফার কথা শুনে অনেক গ্রাহকের মধ্যে প্রশ্ন আসতে পারে, তাহলে ইসলামী ব্যাংক কি মুনাফা প্রদান করে সুদ এর পরিবর্তে ?
এ হিসাবধারী গ্রাহক এবং ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের মধ্যে সম্পাদিত ইসলামী শরীয়াহ ভিত্তিক একটি মুদারাবা চুক্তি। এখানে হিসাবধারী গ্রাহক হচ্ছে “সাহিব আল-মাল” (অর্থের মালিক) এবং ব্যাংক হচ্ছে “মুদারি” (কারবার সংগঠক)। ইসলামী শরীয়াহ বর্ণিত নীতিমালার ভিত্তিতে ব্যাংক এই অর্থ জমাগ্রহণ করে এবং জমাকৃত অর্থ শুধুমাত্র ইসলামী শরীয়াহ্ সম্মতভাবে বিনিয়ােগ করে। ব্যাংক মুদারাবা তহবিল বিনিয়ােগ করে প্রাপ্ত আয়ের কমপক্ষে শতকরা ৬৫ ভাগ মুদারাবা হিসাবধারীদের মধ্যে ওয়েটেজের ভিত্তিতে বন্টন করে। এছাড়া ইসলামী শরীয়াহ্ বর্ণিত মুদারাবা চুক্তির অন্যান্য শর্তাবলী প্রযােজ্য হবে।
হিসাব যারা খুলতে পারবে
শুধুমাত্র সুস্থ মস্তিষ্ক ও প্রাপ্তবয়স্ক কোন ব্যক্তি বা ব্যক্তিবর্গ একক বা যৌথ নামে এ হিসাব খুলতে পারেন। নাবালক/নাবালিকার নামেও তার পিতা/মাতা/আইনগত অভিভাবকগণ এই হিসাব খুলতে পারবেন।
IBBL ATM Fees
ইসলামী ব্যাংকের এটিএম ব্যবহার করে সম্পূর্ণ ফ্রিতে টাকা উত্তোলন করতে পারবেন গ্রাহকগণ, ইসলামিক ব্যাংকের যে কোন ভিসা কার্ড দিয়ে চাইলে গ্রাহকগণ যেকোনো ব্যাংকের এটিএম থেকে টাকা তুলতে পারবেন। সেক্ষেত্রে প্রতিবার সর্বোচ্চ ২০ হাজার টাকা এবং সর্বনিম্ন ৫০০ টাকা উত্তোলন করা যায়। ট্রানজেকশনের ওপর উপর ভিত্তি করে ভ্যাট সহ সর্বোচ্চ ২০ টাকা ও সর্বনিন্ম ২ টাকা চার্জ কর্তন যোগ্য।
Islami Bank Internet Banking
ইসলামী ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং ব্যবহার করা একদম সম্পূর্ণ ফ্রি। ইন্টারনেট ব্যাংকিং ব্যবহার করা যায় দেশ বিদেশে। একাউন্টে কত টাকা রয়েছে সেটাও দেখা যায়, এছাড়াও অনেক সুবিধা রয়েছে।
১) মোবাইল রিচার্জ একদম ফ্রী
২) উইনম্যাক্স রিচার্স, অ্যাকাউন্ট স্টেটমেন্ট, সার্চ FTT মেসেজ, সার্চ FDD প্রেমেন্ট, ট্রানজেকশন সামারি, সার্চ ক্লিয়ারিং ইন্সট্রুমেন্ট স্ট্যাটাস ব্যবহার ফ্রী।
৩) ফান্ড ট্রান্সফার চার্জ
ক) অনলাইনে একই ব্রাঞ্চের এক একাউন্ট হতে অন্য একাউন্টে টাকা ট্রান্সফারের জন্য চার্জ প্রতিবার সর্বোচ্চ ৫ টাকা।
খ) ইসলামী ব্যাংকের একটি ব্রাঞ্চের একাউন্ট থেকে অন্য ব্রাঞ্চের ইসলামিক ব্যাংকের একাউন্টে টাকা ট্রান্সফারের জন্য সর্বোচ্চ চার্জ ১০০ টাকা এবং মিনিমাম চার্জ ৫ টাকা।
গ) ইসলামী ব্যাংকের একাউন্ট থেকে অন্য ব্যাংকের একাউন্টে EFT/NPSB জন্য প্রতিবার বার চার্জ সর্বোচ্চ ১০০ টাকা ও সর্বনিম্ন চার্জ ১০ টাকা।
ঘ) ইসলামী ব্যাংকের একাউন্ট থেকে অন্য ব্যাংকের একাউন্টে RTGS জন্য প্রতিবার বার চার্জ সর্বোচ্চ ১০০ টাকা।
ঙ) ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট থেকে ভিসা/ মাস্টার কার্ড / ইউপি কার্ডে টাকা ট্রান্সফার চার্জ ৩০ টাকা
৪) iCash Remittance ফিচারস ইউজ করে ক্যাশ আউট চার্জ এটিএম থেকে প্রতিবার সর্বনিম্ন চার্জ প্রতি হাজারে ১টাকা ও সর্বোচ্চ ২০ টাকা।
৫) Bill Pay চার্জ বিটিআরসি এর নিয়ম অনুসারে।
৬) Payment With iPaySafe ইসলামিক ব্যাংক একাউন্ট, ইসলামী ব্যাংক কার্ড, এমক্যাশ, সেলফিন প্রতিবার ট্রানজেকশনের জন্য চার্জ ১.৫০% হারে।
ইসলামী ব্যাংক এটিএম কার্ড চার্জ
Classic Card Local Currency ভিসা ক্লাসিক বা সিলভার বা এক্সপ্রেস কার্ডের ক্ষেত্রে বছরে চার্জ ৪৬০ টাকা ভ্যাট সহ। এটিএম থেকে উত্তোলন সীমা দৈনিক ৫০ হাজার টাকা। ই-কমার্স বা e-shopping বা অনলাইন পেমেন্ট সীমা সর্বোচ্চ দৈনিক ১ লক্ষ টাকা
Gold Card Dual Currency ভিসা গোল্ড কার্ডের ক্ষেত্রে বছরে চার্জ ৬৯০ টাকা ভ্যাট সহ। এটিএম থেকে উত্তোলন সীমা দৈনিক ১ লক্ষ টাকা। ই-কমার্স বা e-shopping বা অনলাইন পেমেন্ট সীমা সর্বোচ্চ দৈনিক ২ লক্ষ টাকা
Platinum Card Dual Currency ভিসা প্লাটিনাম কার্ডের ক্ষেত্রে বছরে চার্জ ৯২০ টাকা ভ্যাট সহ। এটিএম থেকে উত্তোলন সীমা দৈনিক ২ লক্ষ টাকা। ই-কমার্স বা e-shopping বা অনলাইন পেমেন্ট সীমা সর্বোচ্চ দৈনিক ৩ লক্ষ টাকা
POS Transaction সকল ধরনের কার্ড থেকে POS এর মাধ্যমে দৈনিক সর্বোচ্চ ৫ লক্ষ টাকা উত্তোলন করা যাবে।
Card Pin Set সব কার্ডে প্রথমবার পিন সেট সম্পূর্ণ ফ্রিতে, কিন্তু পিন ভুলে গেলে কার্ডে নতুন পিন সেট ফি কার্ড ভেদে সর্বনিম্ন ৫০ টাকা ও সর্বোচ্চ ১০০ টাকা চার্জ।
IBBL Check Book Charge
গ্রাহক চেক বইয়ের জন্য নির্ধারিত ফরম এর মাধ্যমে আবেদন করে চেক বই সংগ্রহ করতে পারেন। চেক বই গ্রহণ করার সময় গ্রাহককে চেক বইয়ের পাতা গুণে নিতে হবে। চেক বইয়ের পাতার উপর ভিত্তি করে চেকবুকে চার্জ নির্ধারণ করা হয়। তবে সর্বনিম্ন ১০ টাকার চেকবুক চার্জ ৫০ টাকা।
অনলাইনে ইসলামী ব্যাংকের একাউন্ট খোলা Open Islami Bank Account Online
সিগনেচার পরিবর্তন
হিসাবধারক হিসাব খােলার ফরমে প্রদত্ত স্বাক্ষর অনুযায়ী চেক সহি করবেন। উক্ত স্বাক্ষর পরিবর্তন করতে হলে তা পূর্বাহ্নেই লিখিতভাবে ব্যাংককে অবহিত করতে হবে। ব্যাংকের সাথে যে কোন প্রকার লিখিত যােগাযােগের ক্ষেত্রে নমুনা স্বাক্ষর ব্যবহার করতে হবে।
নমিনী মারা গেলে টাকা উত্তোলন নিয়ম
একক নামে পরিচালিত হিসাবে বিশেষ নির্দেশে যদি নমিনি হিসাবে কোন ব্যক্তিকে মনােনীত করা হয়, তবে ঐ ব্যক্তি হিসাবটি পরিচালনাকারী ব্যক্তির মৃত্যুর পর সংশ্লিষ্ট হিসাবে গচ্ছিত অর্থ যথারীতি সনাক্তকরণ সাপেক্ষে নিয়মানুযায়ী উত্তোলন করতে পারবেন। তবে টাকা উত্তোলনের সাথে সাথে হিসাবটি বন্ধ হয়ে যাবে। নমিনি হিসাব পরিচালনা করতে চাইলে তাকে নিয়মানুযায়ী নতুন হিসাব খুলতে হবে।
হিসাবধারী কর্তৃক তার মৃত্যুর পর জমাকৃত টাকা প্রদানের জন্য নমিনি মনােনীত করা বাঞ্ছনীয়। হিসাবধারকের মৃত্যুর পর সংশ্লিষ্ট হিসাবের জমাকৃত অর্থ উত্তোলনের জন্য নমিনি কর্তৃক তার আবেদন পত্রের সাথে মনােনয়নের স্বপক্ষে প্রমাণস্বরূপ নিম্নলিখিত কাগজপত্র/দলিলাদি দাখিল করতে হবে। এক্ষেত্রে নমিনি কর্তৃক কোর্ট প্রদত্ত উত্তরাধিকার সনদ দাখিল করার প্রয়ােজন নেই।
(ক) হিসাবধারীর মৃত্যু সনদপত্র। প্রবাসে মৃত্যু হলে সনদপত্র সংশ্লিষ্ট দেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাস কর্তৃক প্রতিস্বাক্ষরিত হতে হবে।
(খ) নমিনির পরিচিতির স্বপক্ষে ব্যাংকের দুইজন সম্মানিত গ্রাহক অথবা ব্যাংকের দুইজন কর্মকর্তা অথবা স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/সিটি কর্পোরেশন বা মিউনিসিপ্যালিটির ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত সনদপত্র।
(গ) নমিনির পাসপাের্ট আকারের সত্যায়িত ছবি।
(ঘ) নমিনি কর্তৃক ইন্ডেমনিটি বন্ড প্রদান।
একাউন্ট খোলার জন্য প্রাথমিক ডিপোজিটের পরিমাণ
মুদারাবা সেভিং একাউন্ট বা সঞ্চয় হিসাব
সর্বনিম্ন প্রাথমিক জমা ৫০০ টাকা। প্রদেয় লাভের জন্য মাসের ৬ তারিখ থেকে নােটিশ সাপেক্ষে দৈনিক মাসের ৬ তারিখ থেকে সর্বশেষ তারিখ পর্যন্ত। তবে ৫০০/- টাকার টাকার কম হলে তা লাভ তা লাভ প্রদানের জন্য বিবেচ্য হবে না।
মুদারাবা বিশেষ একাউন্ট বা হিসাব
সর্বনিম্ন প্রাথমিক জমা ২৫,০০০ টাকা। দৈনিক স্হতি তবে ২৫০০০ টাকার কম হলে লাভ প্রদানের জন্য বিবেচ্য হবে না একাউন্টধারী। সাতদিনের নোটিশ লাগবে যে কোন পরিমাণ এর জন্য নগদ উত্তোলনের ক্ষেত্রে।
স্টুডেন্ট মুদারাবা সেভিং একাউন্ট বা সঞ্চয় হিসাব
সর্বনিম্ন প্রাথমিক জমা ১০০ টাকা। মাসের ৬ তারিখ থেকে সর্বশেষ তারিখ পর্যন্ত সর্বনিম্ন স্থিতি তবে ১০০ টাকার কম হলে লাভ প্রদানের জন্য বিবেচ্য হবেন না। ২০০ টাকা বা এর বেশি টাকা উত্তোলন করা হলে ওই মাসে লাভ প্রদান করা হবে না
মুদারাবা ফার্মারস বা বিশেষ সেভিং একাউন্ট বা সঞ্চয় হিসাব
সর্বনিম্ন প্রাথমিক জমা ১০০ টাকা। দৈনিক স্থিতি ১০০ টাকার কম হলে লাভ প্রদানের জন্য বিবেচ্য হবে না।
মুদারাবা বৈদেশিক মুদ্রা জমা
সর্বনিম্ন প্রাথমিক জমা ১০০০ ডলার। ৩০ স্থিতি হতে হবে, মুনাফা নেওয়ার জন্য।
IBBL SMS Alart Charge
এসএমএস অ্যালার্ট চার্জবছরে ১৫০ টাকা, ৬ মাস পরপর ৭৫ টাকা কেটে নিয়ে থাকে ব্যাংক গ্রাহকদের একাউন্ট থেকে
একাউন্ট খোলার জন্য প্রয়ােজনীয় কাগজপত্র
১) আবেদনকারীর সম্প্রতি তােলা ২ (দুই) কপি পাসপাের্ট সাইজের ছবি, জাতীয় পরিচয় পত্র/বৈধ পাসপাের্ট ড্রাইভিং লাইসেন্স/ব্যাংকের নিকট গ্রহণযােগ্য ছবিযুক্ত যে কোন পরিচিতিপত্র বা প্রত্যয়নপত্র।
২) নমিনি বা নমিনিগণের বিস্তারিত বিবরণ ও আবেদনকারী কর্তৃক সত্যায়িত প্রত্যেকের ১ (এক) কপি পাসপাের্ট সাইজের ছবি।
৩) হিসাব ঠিকানার স্বপক্ষে সাম্প্রতিক ইউটিলিটি বিল (গ্যাস, বিদ্যুৎ, ওয়াসা, টেলিফোন) এর অনুলিপি (যদি থাকে)।
৪) হালনাগাদ টি.আই.এন সার্টিফিকেটের অনুলিপি (যদি থাকে)।
৫) আবেদনকারী পর্দানশীন শিক্ষিত মহিলা হলে ব্যাংকের নিকট পরিচিত এমন গ্রাহক কর্তৃক পরিচিতি প্রদান করতে হবে। নিরক্ষর মহিলা আবেদনকারীর ক্ষেত্রে চেহারা উম্মুক্ত ছবি প্রদান করতে হবে এবং প্রত্যেক লেনদেনের সময় চেহারা উম্মুক্ত রাখতে হবে।
৬) নাবালক হিসাবের ক্ষেত্রে আবেদন পত্র হিসাৰ পরিচালনাকারী অভিভাবক কর্তৃক স্বাক্ষরিত হতে হবে।
গ্রাহক প্রবাসী হলে প্রয়ােজনীয় অতিরিক্ত কাগজপত্র
১) বিদেশী নাগরিকের ক্ষেত্রে পাসপাের্ট, বৈধ ভিসা ও ওয়ার্ক পারমিট এর অনুলিপি (বিদেশী পাসপাের্টের ক্ষেত্রে বাংলাদেশের জন্য ভিসা প্রযােজ্য নয়”) পৃষ্ঠাটি সংযুক্ত করতে হবে।
২) চাকুরীর প্রমাণপত্র, উপার্জন সনদপত্র, পে-স্লিপ, চাকুরীর নিয়ােগপত্র যাতে বাৎসরিক বা মাসিক আয় বর্ণিত থাকে বা সর্বশেষ আয়কর রিটার্ন ফরম এর অনুলিপি।
মুদারাবা হিসাবের গুরুত্বপূর্ণ নিয়ম
১) হিসাবের মালিককে চাহিদা মােতাবেক হিসাব বিবরণী প্রদান করা হয়। ৩০ (ত্রিশ) দিনের মধ্যে লিখিত কোন অভিযােগ না পেলে হিসাবের স্থিতি সঠিক আছে বলে ধরে নেয়া হবে।
২) ব্যাংক কর্তৃক ইস্যুকৃত (Cheque/ATM Card/ i-Banking & Online/m-Cash Service/Cellfin এর মাধ্যমে টাকা তােলা/স্থানান্তর করা যায়। তাছাড়া SMS/Online/m-cash Service এর মাধ্যমে
বিভিন্ন তথ্য জানা যায় ।
৩) হিসাবধারক অব্যবহৃত চেক বই ফেরৎ দিয়ে যথাযথভাবে আবেদন করে হিসাব বন্ধকরণ বাবদ নির্ধারিত ফি দিয়ে হিসাব বন্ধ করতে পারবেন।
৪) ব্যাংক কোনরূপ কারণ দর্শানাে ব্যতীত যে কোন হিসাব বন্ধ/স্থগিত করতে পারবে এবং এ জন্য কোন নােটিশ প্রদান করা হয় না।
৫) হিসাবধারকের ঠিকানার কোন পরিবর্তন হলে অবিলম্বে তা ব্যাংককে জানাতে হবে। ব্যাংক সাধারণতঃ ডাক/কুরিয়ার/ই-মেইল/মােবাইল/মােবাইল এসএমএস যােগে হিসাব মালিকের সাথে যােগাযােগ রক্ষা করে। ডাক/কুরিয়ার যােগে প্রেরিত কোন চিঠিপত্র যথাসময়ে বা আদৌ বিলি না হলে ব্যাংক দায়ী থাকবেনা।
৬) ১৯৯১ সালের ব্যাংক কোম্পানী আইন অনুযায়ী ১০ (দশ) বছর ও তদুর্ধ মেয়াদ পর্যন্ত কোন হিসাবে লেনদেন না হলে সংশ্লিষ্ট হিসাবটি অবিকৃত (Unclaimed) হিসাবে গণ্য করে উক্ত হিসাবের
স্থিতি বাংলাদেশ ব্যাংকে স্থানান্তর করা হয়।
৭) কোন জমার উপর গ্রাহকের হিসাব থেকে ব্যাংক যাকাত প্রদান করে না। গ্রাহক নিজ দায়িত্বে যাকাত প্রদান করবেন।
৮) গ্রাহকের হিসাব ব্যাংক সতর্কতার সাথে আকলন/বিকলন করে। ভুলবশত কোন অর্থ আকলিত/ৰিকলিত হলে ব্যাংক তা সংশােধন করতে পারবেন।
৯) যৌথ হিসাবের ক্ষেত্রে যদি একজনের মৃত্যু হয় এবং হিসাবটির পরিচালনা পদ্ধতিতে যে কোন একজন বা জীবিতজন’-এ নির্দেশনা থাকে, তাহলে জীবিতজন সংশ্লিষ্ট হিসাবটি পরিচালনা করার সুযােগ পাবেন এবং জীবিতজন ইচ্ছা করলে সাকসেশন সার্টিফিকেট ছাড়াই উক্ত হিসাবে গচ্ছিত অর্থ উত্তোলন করতে পারবেন।
১০) যৌথ হিসাবের ক্ষেত্রে যদি যৌথ স্বাক্ষরে পরিচালনার নির্দেশনা থাকে অথবা হিসাবটির পরিচালনা পদ্ধতিতে যে কোন একজন’-এ নির্দেশনা থাকে, তাহলে যে কোন একজনের মৃত্যুর সাথে সাথে
সংশ্লিষ্ট হিসাবটিতে লেনদেন বন্ধ হয়ে যাবে। এক্ষেত্রে ওয়ার্ড কাউন্সিলর/ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত ওয়ারিশান সনদের মাধ্যমে আদালতের নির্দেশ ছাড়াই উক্ত হিসাবে গচ্ছিত অর্থ জীবিত ব্যক্তি মৃত ব্যক্তির ওয়ারিশদের সাথে যৌথভাবে আবেদন করা সাপেক্ষে উত্তোলন করতে পারবেন।
১১) মানিলন্ডারিং প্রতিরােধ আইন ২০১২(২০১৫ এর সংশােধনীসহ), সন্ত্রাস বিরােধী আইন ২০০৯ (২০১২-২০১৩ এর সংশােধনীসহ) মানিলন্ডারিং প্রতিরােধ বিধিমালা ২০১৯ ও সন্ত্রাস বিরােধী
বিধিমালা ২০১৩ ও বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (BFIU), বাংলাদেশ ব্যাংক কর্তৃক সময়ে সময়ে জারীকৃত সার্কুলার/নীতিমালা অনুযায়ী গ্রাহক ব্যাংকের চাহিদা মােতাবেক যে কোন তথ্য সরবরাহ করতে বাধ্য থাকবেন। ব্যাংক যে কোন রেগুলেটরী অথরিটির চাহিদা অনুযায়ী তথ্য প্রদান করতে পারবে।
১২) বাংলাদেশ সরকার/জাতিসংঘ/EU/OFAC (The Office of Foreign Assets Control) কর্তৃক নিষিদ্ধ ঘােষিত ব্যক্তি বা প্রতিষ্ঠানের কোন ব্যাংক হিসাব খােলা যাবে না।
১৩) ব্যাংক যে কোন সময় ব্যাংক হিসাব সংক্রান্ত যে কোন নিয়মাবলী পরিবর্তন, পরিবর্ধন, সংশােধন বা বাতিল করতে পারে এবং হিসাবধারী তা মেনে চলতে বাধ্য থাকবেন। হিসাব খােলার সাথে সংশ্লিষ্ট কর্মকর্তার নামযুক্ত সীলসহ স্বাক্ষর
১৪) ব্যাংকের হিসাব পরিচালনা সংশ্লিষ্ট সকল দলিলাদি গ্রাহক নিজ দায়িত্বে সংরক্ষণ করবেন। উক্ত কোন দলিলের মাধ্যমে জালিয়াতি সংগটিত হলে ব্যাংক দায়ী থাকবে না।
১৫) প্রত্যেক হিসাবধারীকে ব্যাংক ভিন্ন ভিন্ন হিসাব নম্বর সরবরাহ করে। হিসাব নম্বর ও হিসাবের শিরােনাম উল্লেখ করে জমাকারীকে যথাযথ ভাবে জমার রশিদ পূরণ করে নগদ টাকা/চেক ইত্যাদি জমা দিয়ে শুধুমাত্র ক্ষমতাপ্রাপ্ত ব্যাংক অফিসারের স্বাক্ষর সম্বলিত যথাযথ রশিদ নিতে হবে। চেক জমা দেয়ার সময় চেকে আড়াআড়ি দাগ কেটে (CROSSING) দিতে হয়। সংগ্রহের জন্য জমাকৃত চেক ফেরত হলে নিয়ম মােতাবেক ব্যাংক খরচের টাকা/কমিশন বাবদ প্রতি চেকের জন্য নির্ধারিত ফি কাটা হয়। চেক পরিশােধ বন্ধ (Stop payment) রাখার নির্দেশ ব্যাংক সতর্কতার সাথে নথিভুক্ত করে। কিন্তু ভুলবশত উক্ত চেকের টাকা পরিশােধিত হলে ব্যাংক দায়ী হবে না।
Related Query
Islami bank account, ইসলামী ব্যাংক একাউন্ট ফরম, islami bank savings account interest rate ,ইসলামী ব্যাংক একাউন্ট সুবিধা, islami bank account balance check, ইসলামী ব্যাংক একাউন্ট চার্জ ফি, islami bank account charges details, ইসলামী ব্যাংক একাউন্ট খুলতে চাই,islami bank saving account ,islami bank sms charge, ইসলামী ব্যাংকের টাকা দেখার নিয়ম, islami bank card charge, ইসলামিক ব্যাংক এজেন্ট ব্যাংকিং একাউন্ট চার্জ, ইসলামিক ব্যাংক একাউন্ট খুলতে কত টাকা লাগে, islami bank account open online, ইসলামী ব্যাংক একাউন্ট খুলতে কি কি লাগে, ibbl ibanking, ইসলামিক ব্যাংক খোলার নিয়ম, master card, bank account খুলতে কি লাগে, ইসলামী ব্যাংক মুদারাবা সেভিংস একাউন্ট সুবিধা,islami bank saving account interest rate, ইসলামী ব্যাংক সেভিংস একাউন্ট, ইসলামী ব্যাংক মুনাফা, ইসলামী ব্যাংক মুদারাবা সেভিংস একাউন্ট, islami bank mudaraba saving account, visa card, saving account fee,bank islami saving account profit rate,islami bank bangladesh ltd savings account,
Good