ইসলামী ব্যাংক সেভিং একাউন্ট চার্জ ও ফিচার
আমরা অনেকেই আছি যারা ইসলামী ব্যাংকের মুদারাবা সেভিং একাউন্টে টাকা লেনদেন করে থাকি প্রয়োজনের তাগিদে । আপনার ব্যাংক স্টেটমেন্ট দেখতে পাচ্ছেন , যেখানে কি রকম চার্জ কাটা হয়েছে । সত্যি বলতে সকল একাউন্টের কিছু হিডেন চার্জ আছে । বর্তমান সময়ে ইসলামী ব্যাংক তাদের মুদারাবা সেভিং একাউন্টে ইন্টারনেট ব্যাংকিং, এম এম এস ব্যাংকিং, কার্ড সার্ভিস, iCashRemit এর মত উল্লেখ্য কিছু ফিচার প্রদান করছে ।
SMS Banking চার্জ
এটি একটি একাউন্ট থেকে বছরে দু বার, ছয় মাস পর পর কেটে নেওয়া হয় । প্রতিবার যা সাধারণত ৭৫ টাকা + ১১.২৫ ভ্যাট হয় ।
Account Maintenance Charge
২) একাউন্টে ২৫,০০০ টাকা বেশি কিন্তু ২ লাখ টাকা পর্যন্ত থাকলে ২০০ টাকা + ১৫% ভ্যাট ।
৩) একাউন্টে ২ লাখ টাকার বেশি কিন্তু ১০ লাখ টাকা পর্যন্ত থাকলে ২৫০ টাকা + ১৫% ভ্যাট ।
৪) ১০ লাখ টাকার বেশি থাকলে ৩০০ টাকা + ১৫% ভ্যাট ।
১) একাউন্টে ১০,০০০ টাকার বেশি কিন্তু ২৫,০০০ টাকা পর্যন্ত থাকলে ১০০ টাকা + ১৫% ভ্যাট ।
ইসলামী ব্যাংক হোম লোন আবেদন পদ্ধতি
ইসলামী ব্যাংক লাভ বা মুনাফা
ব্যাংকে টাকা রাখলে মুনাফা পাওয়া যায় এটি সবাই জানে, ইসলামী ব্যাংক তার ব্যাতিক্রম নয় । তবে ইসলামী ব্যাংক ইসলামী শরীয়তের ভিত্তিতে চলে তাই এখানে মুনাফা হিসাবের ক্ষেত্রে কিছুটা ভিন্ন নিয়ম অনুসরণ করা হয় । অন্যান্য ব্যাংকের মুনাফার হার ফিক্সিড থাকলেও ইসলামী ব্যাংকের মুনাফার রেট পরিবর্তনশীল । ইসলামী ব্যাংকের মুদারাবা সেভিং একাউন্টে টাকা রাখলে ৩.৫% মুনাফা পাওয়া যায় যা সাধারণ ভাবে বছরে দুই বার একাউন্টে প্রদান করা হয় ছয় মাস পর পর , মুনাফা দেওয়া হয় গ্রাহকের একাউন্টের স্হিতির ওপর ভিত্তি করে । আর মুনাফার ওপর সরকারি ১৫% ভ্যাট কার্যকর হয়ে থাকে ।
ইসলামী ব্যাংক ব্যবসা ঋণ ক্লিক করুন জানতে
Check Book Charge
একাউন্টের বিপরীতে চেক বই নিয়ে থাকলে যথারীতি চার্জ প্রদান করতে হয় গ্রাহকদের । মুদারাবা সেভিং একাউন্টের বিপরীতে চেক বই নিলে ১০০ টাকার মত চার্জ দিতে হয় চেক বই প্রতি ।
ইসলামী ব্যাংক ঋণ নাকি সুদ মুক্ত ঋণের বিকল্প নিন আপনিও
Card Service Charges
১) নরমাল Visa Card ফি ৪৬০ টাকা । একদিনে এটি দিয়ে সর্বোচ্চ ৫০ হাজার টাকা ATM Booth থেকে তোলা যায় ।
২) ফি ৬৯০ টাকা, এটি ডুয়েল কারেন্সি কার্ড । একদিনে এটি দিয়ে সর্বোচ্চ ২ লাখ টাকা ATM Booth থেকে তোলা যায় ।
৩) Platinum Debit Card ফি ৫৭৫ টাকা + ৯২০ । এটিও ডুয়েল কারেন্সি কার্ড । একদিনে ২০ টি ট্রানজিকশনে ৩ লাখ টাকা ATM Booth থেকে তোলা যায় ।
প্রতিটি কার্ডের এক এক ধরনের সুযোগ সুবিধা রয়েছে, কার্ড নিয়ে পরে কোন পোস্টে বিস্তারিত ভাবে জানাবো ।
অন্য ব্যাংকের বুথ থেকে টাকা তোলার খরচ :
Ibbl Ibanking
যুগের সাথে তাল মিলিয়ে দেশ বিদেশে হতে গ্রাহক চাইলে Internet Banking ফিচার ব্যবহার করতে পারে, যেটা সম্পন্ন ফ্রী । এখান থেকে Mobile Recharge, Bill Pay, Fund Transfer One Bank to Other Bank, Islami Bank to Islami Bank এর যেকোন একাউন্টে টাকা পারাপার করা হয়, এছাড়াও iCashRemit ফিচার ব্যবহার করতে পারেন । ibanking এর পিন ভুলে গেলে পিন রিসেট ফি বা নতুন পিন রিকোভার ফি ৫০ টাকা + ১৫% চার্জ ।
Whatsapp Banking
বর্তমান সময়ে মানুষ Social Media ব্যবহার অনেক বেশি করে থাকে । ব্যাংক গাহকদের সিকিউরিটি ব্যবস্হা মজবুত করে Whatsapp Banking ফিচার উম্মুক্ত করেছে । যেখান হতে গ্রাহক My Banking ফিচারের আওতায় ব্যালেন্স চেক, কাস্টমার কেয়ার, মিনি ব্যালেন্স স্টেটমেন্ট, কার্ড সার্ভিস, এজেন্ট চ্যাট সার্ভিস ( সকাল ১০ হতে সন্ধ্যা ৬ টা পর্যন্ত), Find ATM সার্ভিস ফিচার এই সব ফ্রী তে ব্যবহার করতে পারবেন ।