Dutch Bangla Bank ATM Card Charge DBBL ATM Charge 2022 Update
নিজ গ্রাহকদের পকেট থেকে এটিএম বুথে টাকা কাটছে ডাচ বাংলা ব্যাংক। হ্যা ঠিক শুনছেন। ডাচ বাংলা ব্যাংকের পুরো সেভিংস একাউন্ট গুলোর ক্ষেত্রে এমন হচ্ছে। তবে ডাচ বাংলা ব্যাংকের স্টুডেন্ট সেভিংস একাউন্টের এজন্য এ নিয়ম প্রযোজ্য নয়।
গ্রাহকদের না জানিয়ে এটিএম বুথ হতে প্রতি লেনদেনেই ৫ টাকা করে ফি কাটছে। যদিও প্রতি বছর এটিএম কার্ডের বিপরীতে কার্ড চার্জ, এটিএম নেটওয়ার্ক ফি কাটে।
পুরাতন সেভিংস একাউন্টের বিপরীতে ইস্যুকৃত এটিএম কার্ড দিয়ে দৈনিক ১ থেকে ৫ বার টাকা উত্তোলন করা যাবে ফ্রী। আর প্রতিমাসে পুরাতন সেভিংস একাউন্টের বিপরীতে ইস্যুকৃত এটিএম কার্ড দিয়ে ৩ হতে ১০ বার টাকা উত্তোলন করা যাবে ফ্রী।
কিন্তু এর চেয়ে বেশি বার এটিএম কার্ড ব্যবহার করলে অতিরিক্ত করে প্রতিবার ৫ টাকা চার্জ দিতে হবে। বিশেষ করে যে সকল পুরাতন সেভিং অ্যাকাউন্ট ব্রাঞ্চ কোডের পর শুরু হয় 157 এবং 158 দিয়ে।