বিকাশে কম খরচে ক‍্যাশ আউট করার নিয়ম bKash CashOut Charge ATM Booth Bangla

 

বিকাশ বর্তমান সময়ে সবচেয়ে বেশি জনপ্রিয় মোবাইল ব্যাংকিং ফিনান্সিয়াল সার্ভিস । হাতের আশেপাশেই এখন বিকাশের এজেন্ট রয়েছে তবে সে ক্ষেত্রে ক্যাশআউট করার চার্জ অ্যাপ দিয়ে প্রায় ১৮ টাকা আর অ্যাপ ছাড়া ২০ টাকা প্রায় । তবে চাইলে ১৪ টাকা ৯০ পয়সার মাধ্যমে বিকাশের ক্যাশ আউট করতে পারেন হাতের আশেপাশে থাকা সর্বোচ্চ ৯ টি ব্যাংকের এটিএম থেকে ।

কোন কোন ব্যাংকের এটিএম বুথ থেকে ক্যাশ আউট করা যাবে, দৈনিক বা মাসিক সর্বোচ্চ কতবার ক্যাশব্যাক করার লিমিট রয়েছে, দৈনিক বা মাসিক সর্বোচ্চ কত টাকা ক্যাশ আউট করা যাবে তার সবকিছুই জানিয়ে দেবো। এটিএম বুথের মাধ্যমে প্রতি হাজারে ১৪ টাকা ৯০ পয়সা চার্জ দিয়ে ক্যাশ আউট করা যাবে ।

 

যে সকল ব্যাংকের এটিএম বুথের মাধ্যমে বিকাশের টাকা ক্যাশ আউট করা যাবে

১) Qcash চিহ্নিত ডাক বিভাগের বা পোস্ট অফিসের সকল ATM Booth
২) বেসিক ব্যাংক
৩) ব্র্যাক ব্যাংক
৪) ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক
৫) যমুনা ব্যাংক
৬) আইএফআইসি ব্যাংক
৭) মিডল্যান্ড ব্যাংক
৮) সোশ্যাল ইসলামিক ব্যাংক
৯) শাহজালাল ইসলামী ব্যাংক

 

ATM Booth থেকে প্রতিবার ক্যাশ আউট লিমিট সর্বনিম্ন ও সর্বোচ্চ

১) ব্র্যাক ব্যাংক ২,৫০০ টাকা (এর চেয়ে কম নয়) । তবে সর্বোচ্চ ক‍্যাশ আউট করার লিমিট ১০,০০০ টাকা প্রতিবার ।
২) অন্যান্য পার্টনার ব্যাংক ২,০০০ টাকা (এর চেয়ে কম নয়) । তবে সর্বোচ্চ ক‍্যাশ আউট করার লিমিট প্রতিবার ২৫,০০০ টাকা

 

এটিএম বুথ হতে ক্যাশ আউট করার লিমিট

১) ব্র্যাক ব্যাংকের এটিএম থেকে ক‍্যাশ আউট করার লিমিট দৈনিক সর্বোচ্চ ৫ বার ও মাসে সর্বোচ্চ ২০ বার ।

ATM Booth থেকে ক‍্যাশ আউট করার লিমিট বা সীমা

দৈনিক সর্বোচ্চ ২৫,০০০ টাকা পর্যন্ত ।
মাসিক সর্বোচ্চ ১৫০,০০০ টাকা পর্যন্ত ।

error: Content is protected !!