আপনার বিকাশ একাউন্ট কার নামে খোলা এটি কিভাবে বুঝবেন ? বিকাশ একাউন্টে কার ভোটার আইডি কার্ড বা জাতীয় পরিচয়পত্র দিয়ে খোলা ? এটি অনেকেরই হারহামেশা প্রশ্ন। প্রাথমিকভাবে বিকাশ একাউন্ট কার জাতীয় পরিচয় দিয়ে কার নামে খোলা এটি বিকাশ হতে কখনো অফিশিয়ালি ভাবে জানানো হয় না।
তবে বেশ কিছু শর্টকাট পদ্ধতি রয়েছে আপনার বিকাশ একাউন্টটি কার জাতীয় পরিচয় পত্র দিয়ে কার নামে খোলা এটি জানার জন্য।
তিনটি উপায়ে জানা যায় যেকারো বিকাশ একাউন্টটি কার নামে কার আইডি দিয়ে খোলা রয়েছে। আর সেগুলো হলো
১) ব্র্যাক ব্যাংক ইন্টারনেট ব্যাংকিং
২) ব্যাংক এশিয়া ইন্টারনেট ব্যাংকিং
৩) ইসলামী ব্যাংক সেলফিন ওয়ালেট
সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে ইসলামী ব্যাংকের সেলফিন। কেননা সেলফিন একাউন্ট খুলতে কোন ধরনের টাকা পয়সার প্রয়োজন হয়না, যেমনটা ব্যাংক একাউন্ট খুলতে ব্যাংক ভেদে ৫০০ টাকা থেকে ৫০০০ টাকা প্রয়োজন হয় আবার সেসব একাউন্টে ইন্টারনেট ব্যাংকিং চালু করতে হয়। আর সেলফিন একাউন্ট ঘরে বসে খোলা যায়। যাদের সেলফিন একাউন্ট খোলা নেই তারা কিভাবে এ পদ্ধতি অনুসরণ করবেন সেটাও জানিয়ে দিব।প্রথমেই সেলফিন অ্যাপসটি আপডেট করে নিন গুগল প্লেস্টোর থেকে।
যাদের সেলফিন একাউন্ট আছে তারা সেলফি অ্যাপস এ ঢুকে পাসওয়ার্ড এবং ফোন নাম্বার দিয়ে লগ ইন করুন
লগইন করার পরবর্তী সময়ে ফান্ড ট্রান্সফার অপশনে ক্লিক করে লাস্টের দিকে বিকাশের লগো দেখতে পাবেন সেখানে ক্লিক করুন।
আপনার যে নাম্বারটি সন্দেহ ছিল যে, এই নাম্বারে বিকাশ একাউন্ট কার নামে খোলা রয়েছে বা কার জাতীয় পরিচয়পত্র দিয়ে খোলা রয়েছে সেই বিকাশ নাম্বারটি এখন এখানে লিখে ফেলুন। এর পরবর্তীতে নেক্সট অপশনে ক্লিক করুন
নেক্সট অপশনে ক্লিক করার পরবর্তী সময়ে এইরকম ইন্টারফেস ওপেন হবে। এখানে Reciver Name নামে একটা অপশন দেখতে পাবেন, যেখানে দেয়া রয়েছে বিকাশ একাউন্ট হোল্ডারের নাম অর্থাৎ কার নামে বিকাশ একাউন্ট খোলা আছে বা কার জাতীয় পরিচয় পত্র দিয়ে খোলা রয়েছে।
যাদের ইসলামী ব্যাংকের সেলফিন একাউন্ট খোলা নেই, তারা কিভাবে অনলাইনে ঘরে বসে হাতের মোবাইল দিয়ে সেলফিন একাউন্ট খুলবেন তা জানতে এখানে ক্লিক করুন।
সেলফিন একাউন্টে খুলে নিয়ে উপরে প্রসেস অনুসরণ করে সহজেই আপনি জানতে পারবেন যেকারো নাম্বার দিয়ে বিকাশ একাউন্ট কার নামে কোন জাতীয় পরিচয়পত্র দিয়ে খোলা রয়েছে।
সেলফিন দিয়ে শুধু নাম দেখা যায় এন আই ডি নাম্বার নয়