বিকাশ সেন্ড মানি চার্জ আপডেট Bkash Send Money Charge Update
প্রথমে ইংরেজদের শাসন করেছে, তারপর পাকিস্তানিরা এবং এরপরে বাঙালি নিজেরাই নিজেদেরকে শাসন করছে । কথা বলছি মোবাইল ফিন্যান্সিয়াল প্রতিষ্ঠান বিকাশ কে নিয়ে, বিকাশের এক ঘেয়েমি আমাদেরকে অনেক বেশি ভাবিয়ে তুলেছে । বর্তমান সময়ে আপনি হয়তোবা দেখতে পাচ্ছেন সেন্ড মানি ফ্রিতে করতে পারবেন কিন্তু শর্ত প্রযোজ্য, আপনাকে ফ্রিতে একটা বাঁশ দিয়ে দেয়া হচ্ছে কিন্তু আপনি জানতেও পারছেন না । পরবর্তী সময়ে বিকাশে পাঁচশো টাকা পর্যন্ত ব্যালেন্স ট্রান্সফারে ক্ষেত্রে কোনো প্রকার চার্জ ধরা হতো না কিন্তু বর্তমান সময়ে এক টাকা সেন্ড মানি করেলেও চার্জ দিতে হবে ।
পাঁচটি প্রিয় নাম্বারে কম খরচের সেন্ড মানি করে টাকা পাঠানো যাবে কিন্তু এইখানে রয়েছে শর্ত অর্থাৎ ফ্রিতে বাঁশ দেয়া হচ্ছে । আসুন জেনে নেওয়া যাক, প্রিয় নাম্বারে সেন্ড মানি করার ক্ষেত্রে চার্জ কিরকম এবং প্রিয় নাম্বার ব্যতীত সেন্ড মানি করার ক্ষেত্রে চার্জ কি রকম ?
প্রিয় নাম্বারে সেন্ড মানি করার চার্জ
১) প্রত্যেক মাস এ সর্বোচ্চ ২৫ হাজার টাকা পর্যন্ত ৫টি প্রিয় নাম্বারে Send Money করতে কোনো চার্জ দিতে হবে না, তবে এখানে শর্ত প্রযোজ্য ।
২) চাইলে গ্রাহক প্রতি মাস পর পর প্রিয় নাম্বার চেন্জ করতে পারবে ।
৩) তবে ৫টি নাম্বার মিলে যদি প্রতি মাসে ২৫ হাজার টাকার ওপর Send Money করে, অর্থাৎ ২৫ হাজার ১ টাকা থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত ৫ প্রিয় নাম্বারে লেনদেনের জন্য ৫ টাকা চার্জ প্রযোজ্য ।
৪) তবে ৫টি নাম্বার মিলে যদি প্রতি মাসে ৫০ হাজার টাকার ওপর Send Money করে, অর্থাৎ ৫টি প্রিয় নাম্বার এ মাসিক লেনদেন যদি ৫০ হাজার টাকা এর বেশি হয়, তাহলে প্রতিটি লেনদেন এর জন্য ১০ টাকা চার্জ প্রযোজ্য ।
৫) বিকাশ অ্যাপস ও কোড ডায়াল করে সেন্ড মানি তে উভয় জন্য চার্জ প্রযোজ্য ।
৫টি প্রিয় নাম্বার ব্যতীত সেন্ড মানি করার ক্ষেত্রে চার্জ
১) প্রত্যেক মাসে ৫টি প্রিয় নাম্বার ছাড়া যেকোনো অন্য নাম্বারে ০.০১ টাকা হতে সর্বোচ্চ ২৫ হাজার টাকা পর্যন্ত Send Money এর জন্য ৫ টাকা চার্জ প্রযোজ্য ।
২) প্রত্যেক মাসে ৫টি প্রিয় নাম্বার ছাড়া যেকোনো অন্য নাম্বারে ২৫ হাজার টাকার বেশি, অর্থাৎ ২৫,০০০.০১ বা এর বেশি যেকোনো পরিমাণ Send Money এর জন্য ১০ টাকা চার্জ প্রযোজ্য ।
৩) বিকাশ অ্যাপস ও কোড ডায়াল করে সেন্ড মানি তে উভয় জন্য চার্জ প্রযোজ্য ।
Related : bkash send money charges 2021, cash out, bkash send money, বিকাশ হেল্প লাইন, বিকাশ সেন্ড মানি খরচ, mobile banking, কম খরচে টাকা পাঠানোর উপায়, send money, bkash charge, bkash cashout charge, ক্যাশ আউট, খরচ, bkash offer, bkash, bd