২০১৫ সালের আগে সঞ্চয়পত্রের মুনাফার হার ১৩% বেশি ছিল। আবার ২০২০ সালের ডিসেম্বরে জাতীয় সঞ্চয়পত্রে বিনিয়োগ সীমা কমিয়ে দেওয়া হয়। নতুন নিয়ম অনুযায়ী একক নামে ৫০ লাখ এবং যৌথ নামে ১ কোটি টাকার বেশি সঞ্চয়পত্র কেনা যায় না, পেনশার হলে একক নামে ১ কোটি ও যৌথ নামে দের কোটি টাকা ।
কিন্তু এনবিআর সূত্রে জানা গেছে সঞ্চয়পত্রের মুনাফার হার সরকার বাড়াতে যাচ্ছে, তবে এটি কবে কার্যকর হতে পারে ? আর সঞ্চয়পত্রের মুনাফার হার বাড়লে উৎস কর কি বাড়বে ? সেটা প্রশ্ন থাকে ।
বর্তমানে পরিবার সঞ্চয়পত্র ১১.৫২% মুনাফা, পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্রের ১১.২৮% মুনাফা, তিন মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্রে ১১.০৪% মুনাফা, পেনশনার সঞ্চয়পত্রের মুনাফা ১১.৭৬% মুনাফা । যা প্রস্তাবিত বাজেটে সঞ্চয়পত্রে ভেদে ১২% হতে ১২.৫০% হতে পারে বলে জানা গেছে। আর বাংলাদেশে প্রস্তাবিত বাজেট হয় জুন মাসে, অর্থাৎ জুলাই হতে এটি কার্যকর হতে পারে ।
যারা পুরাতন বা নতুন সঞ্চয়পত্র কিনেছেন বা কিনবেন তাদের জন্য সর্বোচ্চ মুনাফার হার প্রযোজ্য হবে কিনা সেটা বাজেট পাশ হোওয়ার পর ই বোঝা যাবে ।