কে কারা কোন কিনতে পারবে সঞ্চয়পত্র ? আমি কি সঞ্চয়পত্র ক্রয় করতে পারবো ?Sanchayapatra Bangladesh

 

 

কে কারা কোন কিনতে পারবে সঞ্চয়পত্র ? এই প্রশ্ন অনেকেরই হতে পারে বাংলাদেশের প্রেক্ষাপটে এই মুহূর্তে সরকারি ৫ ধরনের সঞ্চয়স্কিম চালু রয়েছে । যেখানে ব্যাংক লাভ দেয় সর্বোচ্চ ৬% হারে, সেখানে সরকারি স্কিম গুলোতে লাভ পাওয়া যায় সর্বোচ্চ ১১.৬৭% হারে ।

বাংলাদেশ সঞ্চয় পত্র : সর্বশেষ সার্কুলার অনুসারে ১৮ বা এর বেশি বয়সের সাধারন মানুষ বাংলাদেশ সঞ্চয়পত্র ব্যাংক কিংবা জাতীয় সঞ্চয় ব্যুরো বা ডাকঘর থেকে কিনতে পারবে । কিন্তু একজন সাধারণ ব্যবসায়ী কিংবা ধনী ব্যবসায়ী এ সঞ্চয়পত্র কিনতে গেলে অবশ্যই জাতীয় সঞ্চয় ব্যুরো থেকে কিনতে হবে ।

তিন মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র :
বাংলাদেশী নাগরিক ১৮ বা এর বেশি বয়সের মানুষ এ সঞ্চয়পত্র কিনতে পারবে ।

 

পরিবার সঞ্চয়পত্র :
১৮ বছর বা এর বেশি বয়সের নারী, ১৮ বছর বা এর বেশি বয়সের ছেলে বা মেয়ে প্রতিবন্ধী, ৬৫ বা এর বেশি বয়সের পুরুষ এ সঞ্চয়পত্র কিনতে পারবে ।

 

পেনশনার সঞ্চয়পত্র :
১) সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে যারা চাকরি করেন তাদের পেনশনের টাকা দিয়ে সঞ্চয় পত্র ক্রয় করা যাবে ।
২) সামরিক বাহিনীতে চাকরি করেছেন, সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত আইনজীবী তাদের পেনশনের টাকা দিয়ে সঞ্চয়পত্র কিনতে পারবে ।
৩) পেনশনার ব্যক্তি মারা গেলে সেই ক্ষেত্রে পরিবারের সদস্য পিতা-মাতা, ভাই, বোন প্রভিডেন্ট ফান্ড বা পেনশনের টাকা দিয়ে এ সঞ্চয়পত্র কিনতে পারবেন ।

 

পোস্ট অফিস ফিক্সড ডিপোজিট
ডাকঘর এর আন্ডারে রয়েছে ডাকঘর সঞ্চয় স্কিম । ১৮ বা এর বেশি বয়সী বাংলাদেশের নাগরিক নারী ও পুরুষ এ সঞ্চয়পত্র কিনতে পারে ।

error: Content is protected !!