ব্যাংকের দীর্ঘ মেয়াদী আমানতের পরিমাণের ধারাবহিকতা/ আমানতের ভিত্তি সুদৃঢ় করা ও দেশের সর্বস্তরের অধিকতর সঞ্চয় সুবিধা প্রদানের লক্ষ্যে বর্তমানে এ ব্যাংকের চলমান অন্যান্য ডিপোজিট স্কিমসমূহের মুনাফার হার বিবেচনা করে ২৮ ফেব্রুয়ারি ২০২৩ তারিখে অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের ৮১০তম সভার অনুমোদনক্রমে ৩(তিন) ও ৫(পাঁচ) বছর মেয়াদের জন্য “অনন্যা সোনালী সঞ্চয় স্কিম নামে একটি নতুন ডিপোজিট স্কিম চালু করা হয়েছে।
হিসাবের মেয়াদকাল ৩(তিন) ও ৫ (পাঁচ) বছর। মাসিক কিস্তির পরিমাণ ১,০০০ টাকা কিংবা এর গুণিতক, সর্বোচ্চ ১০,০০০.০০ টাকা।
মুনাফার হার ৩(তিন) বছর মেয়াদের জন্য ৮.২৫% ও ৫(পাঁচ) বছর মেয়াদের জন্য ৮.৫০% বার্ষিক সরল হারে। তবে FDR এর উপর প্রদেয় সুদের হার পরিবর্তনের সাথে সাথে আলোচ্য স্কিমের সুদ/ মুনাফার হার পরিবর্তিত হবে। প্রতিটি হিসাবে প্রতি ডিসেম্বর মাসের শেষ কর্মদিবসে মুনাফা প্রদেয় হবে। কিস্তি প্রদানের তারিখ প্রতি মাসের ১ থেকে ৩০ তারিখের মধ্যে যে কোন সময় দেয়া যাবে
0.
হিসাব খোলার নিয়মাবলী
১৮ বা তদূর্ধ্ব বয়সের সুস্থ যে কোন বাংলাদেশী নারী নিজ নামে এই হিসাব খুলতে পারবে। হিসাব খোলার সময় গ্রাহকের সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের ২কপি সত্যায়িত ছবি লাগবে। কোন প্রতিষ্ঠানের নামে হিসাব খোলা যাবে না। উক্ত হিসাব খোলার সময় গ্রাহকের এ ব্যাংকে অবশ্যই একটি Settlement Account (সঞ্চয়ী / চলতি হিসাব) থাকতে হবে (হিসাব না থাকলে নতুন করে খুলতে হবে)। তবে এক্ষেত্রে আমানতকারীকে উক্ত সঞ্চয়ী/চলতি হিসাবে পর্যাপ্ত স্থিতি সংরক্ষণ করতে হবে এবং স্থায়ী নির্দেশের জন্য কোনো ধরণের ফি/চার্জ কর্তন করা হবে না।
এই হিসাবের গ্রাহকের মৃত্যুতে বা ছয় মাসের অধিক কিস্তি জমা না করলে হিসাবটি স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে। একই ব্যক্তি নিজ নামে বা যৌথ নামে একই মেয়াদের একাধিক হিসাব খুলতে পারবেন না। হিসাব ধারীর মৃত্যুর পর নমিনী কর্তৃক হিসাবে কিস্তির অর্থ জমাদান পূর্বক হিসাব অব্যাহত রাখা যাবে না। নমিনী বাধ্যতামূলক।
কিস্তি খেলাপী হলে মাসিক কিস্তি জমা দানে ব্যর্থ হলে নিম্নোক্ত জরিমানাসহ পরবর্তী মাসের কিস্তির সঙ্গে খেলাপী কিস্তি জমা দেয়া যাবে।
নিয়মিত ২(দুই) মাসের অধিক কিন্তু ৬ (ছয়) মাস পর্যন্ত কিস্তি খেলাপী হলে : জরিমানার অতিরিক্ত হিসেবে প্রতি হিসাবে ২৫০.০০ টাকা প্রদান পূর্বক ব্যবস্থাপকের অনুমোদনসাপেক্ষে হিসাবটি পুনরায় চালু করা যাবে। জরিমানার টাকা গ্রাহকের হিসাবে জমা করতে হবে এবং পুনঃচালুকরণ ফি শাখার কমিশন হিসাবে জমা করতে হবে(ভ্যাট আদায়যোগ্য)। ৬ (ছয়) মাসের অধিক কিস্তি খেলাপী হলে হিসাবটি স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে।
মেয়াদ পূর্তিতে পরিশোধ পদ্ধতি এককালীন
মেয়াদ উত্তীর্ণের পূর্বে হিসাব বন্ধ
হিসাব খোলার ৬ (ছয়) মাসের কম সময়ের মধ্যে বন্ধ করা হলে গ্রাহক কেবলমাত্র জমাকৃত মূল অর্থ ফেরত পাবেন। হিসাবের মেয়াদ ৬ (ছয়) মাস এবং তদুর্ধ্ব কিন্তু ১ (এক) বছরের পূর্ব পর্যন্ত গ্রাহক ৪% হারে সরল মুনাফাসহ জমাকৃত আসল টাকা ফেরত পাবেন। হিসাবের মেয়াদ ১ (এক) বছর এবং তদুর্ধ্ব কিন্তু মেয়াদপূর্তির পূর্বে গ্রাহক ৪.৫০% হারে সরল মুনাফাসহ জমাকৃত আসল টাকা ফেরত পাবেন।
ডিপিএস ঋণসুবিধা
হিসাবের মেয়াদ কমপক্ষে ১ (এক) বছর পূর্ণ হতে হবে ওভার ড্রাফট ঋণ দেয়া যাবে। হিসাবের স্থিতির সর্বোচ্চ ৮০% ঋণ দেয়া যাবে। এই স্কীমভুক্ত আমানতের বিপরীতে ঋণ প্রদানের ক্ষেত্রে গ্রাহককে প্রদত্ত সুদ হার অপেক্ষা ৩.০০% বেশি, তবে সর্বোচ্চ SMART + 3.75%। এই ঋণে কোন ধরনের Installment ধাৰ্য্য নেই। ঋণের মেয়াদ ১ বছর। যদি সংশ্লিষ্ট ডিপোজিটের মেয়াদ ১ বছরের কম থাকে, তবে ঋণের মেয়াদও তাই হবে। ঋণের মেয়াদের মধ্যে কিস্তিতে কিংবা এককালীন পরিশোধযোগ্য।