শিক্ষাবৃত্তি প্রাপ্তির নিয়মাবলী ও যেসব কাগজপত্র প্রয়োজন
* শিক্ষার্থীর পিতা/মাতা প্রবাসী কর্মী হতে হবে;
* পিইসি,জেএসসি, এসএসসি/ ডিপ্লোমা/ ও লেভেল, এইচএসসি/এ লেভেল অথবা সমমান পরীক্ষায় আবেদনকারীর জিপিএ-৪.৮০/ও লেভেল এবং এ লেভেল এর ক্ষেত্রে বি গ্রেড। তবে প্রবাসে মৃত্যুবরণকারী কর্মীর সন্তানদের ক্ষেত্রে জিপিএ-৫ থাকতে হবে;
* শিক্ষার্থীকে ক্যাটাগরি পিইসি’র ক্ষেত্রে ৬ষ্ঠ শ্রেণি, জেএসসি’র ক্ষেত্রে নবম শ্রেণি, এসএসসি/ও লেভেল এর ক্ষেত্রে একাদশ এবং এইচএসসি/এ লেভেল অথবা সমমানের ক্ষেত্রে স্নাতক ১ম বর্ষ সেমিস্টারে অধ্যয়নরত থাকতে হবে;
* পরীক্ষার মূল নম্বর পত্রের সত্যায়িত ফটোকপি; (প্রতিষ্ঠান প্রধান/বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে বিভাগীয় প্রধান কর্তৃক সত্যায়িত);
* শিক্ষার্থীর ০৩ কপি পাসপাের্ট সাইজের সত্যায়িত ছবি (প্রতিষ্ঠান প্রধান/বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে বিভাগীয় প্রধান কর্তৃক সত্যায়িত);
* শিক্ষার্থীর মাতার ব্যবহৃত সঠিক মােবাইল নম্বর (মাতার অনুপস্থিতিতে পিতা অথবা উভয়ের অনুপস্থিতিতে আইনানুগ অভিভাবক) অবশ্যই ফরমে উল্লেখ করতে হবে। তবে শিক্ষার্থীর নিজস্ব মােবাইল নম্বর (যদি থাকে) তা দেয়া যেতে পারে।
* একজন প্রবাসি শ্রমিক বা কর্মীর সর্বোচ্চ ০২ জন ছেলে মেয়েকে শিক্ষাবৃত্তি দেওয়া হবে ।
* কর্মী হওয়ার স্বপক্ষে জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরাে কর্তৃক প্রদত্ত বহির্গমন ছাড়পত্র সম্বলিত পাসপাের্টের পৃষ্ঠা, স্মার্ট কার্ডের ফটোকপি (যদি থাকে) ও ভিসার ফটোকপি।
* অনাবাসী অনিবন্ধিত প্রবাসী বাংলাদেশি কর্মীদের ক্ষেত্রে বিদেশস্থ বাংলাদেশ মিশন কর্তক ওয়েজ আর্নার্স কল্যাণ বাের্ডের ডাটাবেজে অন্তর্ভুক্তির (মেম্বারশীপ) সনদ;
* প্রবাসে মৃত্যুবরণকারী কর্মীর সন্তানদের ক্ষেত্রে বাংলাদেশ মিশনসমূহ কর্তৃক ইস্যুকৃত NOC/আর্থিক অনুদান প্রাপ্তির প্রমাণপত্র।
* শিক্ষার্থীকে বিজ্ঞপ্তিতে উল্লিখিত নির্দেশনা অনুযায়ী নির্ধারিত আবেদন ফরম অথবা অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবেঃ
* নির্বাচিত শিক্ষার্থীদের মােবাইল ব্যাংকিং,চেকের মাধ্যমে ব্যক্তির অর্থ প্রদান করা হয়।
বৃত্তির পরিমাণ :
√ পিইসি/সমমান মাসিক ১,৫০০/- বই ও শিক্ষা উপকরণ কেনার জন্য ২০০০/- সময়কাল ৩ বছর
√ জেএসসি/সমমান মাসিক ১৫৫০/- বই ও শিক্ষা উপকরণ কেনার জন্য ২৫০০/- সময়কাল ২ বছর
√ এসএসসি/ডিপ্লোমা ও লেকল অথবা সমমান মাসিক ২,০০০/- বই ও শিক্ষা উপকরণ কেনার জন্য ৩৫০০/- সময়কাল ২/৪বছর
√ এইচএসসি/এ লেভেল বা সমমান মাসিক ২,৫০০/- বই ও শিক্ষা উপকরণ কেনার জন্য ৪০০০/- সময়কাল ৪/৫ বছর ।
Class 6 থেকে অনার্স পর্যান্ত একজন শিক্ষার্থী প্রায় ৩ লাখ টাকার কাছাকাছি পাবে ।
বিজ্ঞপ্তি প্রকাশ :
* পিইসি, জেএসসি, এইচএসসি/এ লেভেল অথবা সমমান ক্যাটাগরির ক্ষেত্রে প্রতি বছর জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে বহুল প্রচারিত কয়েকটি জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
* এসএসসি/ডিপ্লোমা/ও লেভেল অথবা সমমান ক্যাটাগরির ক্ষেত্রে পরীক্ষার ফলাফল প্রকাশের পর।
আবেদন ও বিজ্ঞপ্তি প্রাপ্তির স্থান
* জাতীয় দৈনিক পত্রিকা
* ওয়েজ আর্নার্স কল্যাণ বাের্ডের ওয়েবসাইট- www.wewh.gov.bd
* বিজ্ঞপ্তিটি জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, জেলা শিক্ষা অফিস এবং বিদেশস্থ বাংলাদেশ মিশনসমূহে প্রচারের জন্য প্রেরণ করা হয় আবেদনপত্র যথাযথভাবে পূরণ করে প্রয়ােজনীয় কাগজপত্রাদিসহ বিজ্ঞপ্তিতে উল্লিখিত তারিখ ও সময়ের মধ্যে সরাসরি/ডাকযােগে মহাপরিচালক ওয়েজ আর্নার্স কল্যাণ বাের্ড (লেভেল-৯), প্রবাসী কল্যাণ ভবন, ৭১-৭২ পুরাতন এলিফ্যান্ট রােড, ইস্কাটন গার্ডেন, রমনা, ঢাকা-১০০০ বরাবর প্রেরণ করতে হবে। বোর্ড প্রদত্ত যে কোন সেবা অথবা তথ্যের জন্য সরাসরি প্রবাসবন্ধু কল সেন্টার এর নম্বরে ফোন (০২-৯৩৩৪৮৮৮, ০১৭৮৪৩৩৩৩৩৩, ০১৭৯৪৩৩৩৩৩৩) করে বিস্তারিত সকল তথ্য জানা যাবে (সরকারি ছুটির দিন ছাড়া সকাল ৭ টা থেকে রাত ৯ টা পর্যন্ত)।
প্রবাসীর সন্তানের বৃত্তি ওয়েজ আর্নার্স কল্যাণ বাের্ড প্রবাসী দের সুযোগ সুবিধা সরকারি