Mi 10i 5G 108MP Camera সস্তায় কতটা ভাল ? Mi 10i 5G Review Bangla

শাউমি Mi 10i 5G 108MP Camera সস্তায় কতটা ভাল ? Mi 10i 5G Review Bangla

২০২০ সাল শুরুর প্রথম দিকেই স্মার্ট ফোন কোম্পানিগুলো ৪৮ মেগাপিক্সেল ক্যামেরা স্মার্টফোনে নিয়ে হাজির হয়েছিল । কিন্তু ২০২১ সালে সেখানে কোম্পানি বাজেটের মাঝে এখন ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা, 120Hz ডিসপ্লে  সাথে 240 Hz টাচ স্যাম্পল রেট ও 5G  ফিচারস  বাজেটের মধ‍্যে দিচ্ছে । অনেকেই হাইলাইট ফিচারস গুলো উল্লেখ করলেও স্মার্টফোনের ডাউন দিক গুলো কখনোই উল্লেখ করছে না ।

 

Mi 10i 5G ফোনটির সামনে পিছনে গরিলা গ্লাস 5 ইউজ করা হয়েছে, এই দিক থেকে গ্রাহকরা কিছুটা সন্তুষ্ট থাকতেই পারে । 6.67inch আইপিএস ডিসপ্লে প্যানেল হবার ফলে ডিসপ্লের আশে পাশে ডার্ক এর মত লক্ষ্য করা যাবে ভিডিও কন্টেন্ট দেখার সময়, যেটি আমরা Realme 6 Pro ফোনেও লক্ষ‍্য করেছিলাম ।  395ppi density এর ডিসপ্লে হাওয়া শর্তেও ডাইরেক্ট সান লাইটে ভিজিবিলিটি বেশি হয়, চলে যাওয়ার মত ।

 

হাইব্রিড সিম স্লট ও ৬/১২৮ জিবি ও ৮/১২৮ জিবি টাইপে ফোন পাওয়া যাবে ।

যদিও 5G কথাটা শুনেই শুধুমাত্র অনেক স্মার্টফোন প্রেমী এই ফোনটি কেনার জন‍্য ঝাপিয়ে পড়বে, তবে একটি কথা বলতে চাই আমাদের দেশে 5G কানেক্টিভিটি পেতে হলে সর্বনিম্ন এক থেকে দেড় বছরের মতো সময় অবশ্যই লাগবে । তাই এটি অনেকটা স্মার্টফোনের ডিসপ্লেতে দিল্লিকা লাড্ডু দেখার মত । তাই একটু ওয়েট করা ভাল, কেননা দেখা যাবে কিছু সময় পর 5G ফোন গুলো ১৪ থেকে ১৫ হাজার বাজেটের মাঝে আসবে ।

 

ফ্রন্টে ব্যবহার করা হয়েছে ১৬ মেগাপিক্সেলের (1080p@30fps, 720p@120fps) ক্যামেরা অ্যাপাচার f/2.45, এই বাজেটের মধ্যে যেখানে অন্য কম্পিটিটর কোম্পানি অ্যাপাচার ওপেনিং দিচ্ছে  f/2.2 বা f/2.0 ( Moto 5G 16MP f/2.2)  । লো লাইটে অনেকটাই বেশি স্ট্রাগল করবে তাই নিঃসন্দেহে বলা যায় ।

 

বর্তমান সময়ে শাওমির চেষ্টা করছে তাদের স্মার্টফোনগুলোর লুক অপ্পো ভিভোর ফোনের মত আকর্ষণীয় দেওয়ার জন‍্য,  সে দিক থেকে চিন্তা করলে দেখা যাবে স্মার্টফোনটি লুকস এবং ডিজাইন নিয়ে কারো মধ্যেই কোন অসুবিধা থাকার কথা নয় । ফোনটির ওয়েট 214.5g হাতে নিয়ে ভারি ফিল পাবার কথা নয় ও 7.55mm পুরুত্ব হোওয়ার ফলে হ‍্যান্ড ফিল ভাল ।

 

অনেকে ভাবতে পারে Mi 10i 5G তে ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ইউজ করায় Samsung Galaxy S20 Ultra এর ক‍্যামেরায় তোলা ছবির মত কোয়ালিটি পাবে । এটি সম্ভব নয় কেননা ১ লাখ টাকার উপরের দামের ফোনের ক‍্যামেরার ও মিড বাজেটের মধ‍্যের একটি ফোনের ক‍্যামেরার কোয়ালিটি এক হবে না ।  যদি এখানেই ইউজ করা হয়েছে ১২ মেগাপিক্সেলের ক্যামেরা, তবে পিক্সেল বাইন করে, টেকনোলজির মাধ্যমে পিক্সেলের পরিমাণ থেকে বাড়িয়ে এটাকে ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা রূপান্তর করা হয়েছে । এখানে সেন্সর হিসেবে ইউজ করা হয়েছে স্যামসাংয়ের নিউ HM2 সেন্সর ।  ১০৮ মেগাপিক্সেল ক্যামেরায় অ্যাপেচার f/1.8 ( 4K@30fps, 1080p@30/60/120fps, 720p@960fps, gyro-EIS), ৮ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড এঙ্গেল লেন্স, টু মেগাপিক্সেল এর মাইক্রো এবং ডেপ্থ সেন্সর ক্যামেরা । শেষের দুইটা ক্যামেরা কোম্পানির জাস্ট একটা পলিসি শুধুমাত্র, যা ক্যামেরার সংখ্যাটাকে বাড়ায় । 

 

LPDDR4X Ram, UFS 2.2 Storage, Dual Stereo Speaker, Type c port, NFC, WLAN, Infrared Port, 3.5mm audio Jack ফিচার থাকছে । হাইব্রিড সিম স্লট ও ৬/১২৮ জিবি ও ৮/১২৮ জিবি টাইপে ফোন পাওয়া যাবে ।

 

Android 10 এর সাথে MIUI 12 এর সাপোর্ট, সাথে এড দেখার দুর্দান্ত সুযোগ । বাজেট অনুসারে স্নাপড্রাগনের 750G 5G চিপসেট ঠিকই রয়েছে এবং পারফরম্যান্স অনেকটাই ভালো দেবে  হাই গ্রাফিক্সের গেমসগুলোতে ।  তবে বেশি সময় ধরে গেমিং করলে ফোনটি অবশ্যই হিট হবে ও পারফরমেন্সে কিছুটা লস করবে । 4820mAh ব‍্যাটারির সাথে 33W এর ফাস্ট চার্জের সাপোর্ট । সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট, আনলক হবার স্প্রীড যথারীতি ভাল ।

error: Content is protected !!