গ্রামীণফোনের যারা গ্রাহক রয়েছে তাদের জন্য একটি প্রবাসী প্যাক নিয়ে আসা হয়েছে। তবে এই প্রবাসী প্যাকটা নিলে আপনি দেশের সিম বিদেশে ব্যবহার করতে পারলেও কিছুটা সীমাবদ্ধতা রয়েছে। আজকের ভিডিওতে ডিটেলসে বিষয়টা শেয়ার করব সুবিধায় এবং অসুবিধা। প্রবাসী প্যাকেট দুইটা প্যাকেজ রয়েছে একটি হচ্ছে তিন বছর মেয়াদী আরেকটা হচ্ছে ৫ বছর মেয়াদী। প্রবাসী প্যাক এর সুবিধা হল আপনি এই সিমটা বিদেশে নিয়ে গিয়েও বিদেশের গ্রামীণফোনের নেটওয়ার্ক পাবে, আপকামিং মেসেজ অপশন চালু থাকবে। অর্থাৎ বিকাশ রকেটের যে মেসেজ বা ওটিপি এর প্রয়োজন হয় বা ব্যাংকের মেসেজ ওটিপি বাস সোশ্যাল মিডিয়ার ম্যাসেজ ওঠে কি এগুলা আপনি পাবেন। তবে আপনি এখানে ভয়েস কল এবং ইন্টারনেট ডাটা ব্যবহারের ফিচার ব্যবহার করতে পাবেন না। অর্থাৎ আপনার স্ট্যান্ডার্ড রুম একটিভ হবে না, স্ট্যান্ডার্ড রোমিংয়ে ভয়েস এসএমএস প্লাস ডাটা তিনটাই একটিভ থাকে।
এক্ষেত্রে তিন বছরের প্যাকেজটা নিতে গেলে মোবাইলের রিচার্জ এর দোকান থেকে ৯৯৪ টাকা রিচার্জ করতে হবে ফ্লেক্সিলোড এর বিপরীতে আপনি ৩ জিবি পাবেন। আর পাচ বছরের প্যাকেজটা নিতে গেলে মোবাইলের রিচার্জ এর দোকান থেকে ১৪৯৪ টাকা রিচার্জ করতে হবে ফ্লেক্সিলোড এর বিপরীতে আপনি ৫ জিবি পাবেন। ৯৯৪ টাকায় ৩ জিবি ডাটা এবং ১৪৯৪ টাকা ৫ জিবি ডাটা শুধুমাত্র বাংলাদেশে থাকা অবস্থায় ব্যবহার করতে পারবেন বিদেশে থাকা অবস্থায় নয়।
আর যদি কেউ স্ট্যান্ডার্ড রোমিং একটিভ করতে চান তাহলে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন ০১৮৩৯১৬৩৯৬৮ এখানে একটিভ করে দেওয়া হয়। দেশেও বিদেশে থাকা অবস্থায় রোমিং একটিভ করে দেওয়া হয়। রোমিং অ্যাক্টিভ করার বিভিন্ন পদ্ধতি রয়েছে। পেইড প্যাকেজে রোমিং অ্যাক্টিভ করে দেওয়ার চার্জ প্রযোজ্য।
গ্রামীন ফোন দিয়ে তিন বছর ও ৫ বছরের প্রবাসী প্যাকেজ বের করেছে এটি শুধুমাত্র গ্রামীণের প্রিপেইড সিমগুলোতেই ইজি লোড করলে শুধু এসএমএস রোমিং একটিভ হবে। ইজিলোড বলতে এখানে সরাসরি মোবাইলের রিচার্জ এর দোকান বলা হয়েছে বিকাশ রকেট নগদ থেকে রিচার্জ করলে হবে না। জিপি বা গ্রামীনফোনের প্রিপেইড সিম ছাড়া পোস্ট পেইড সিম এবং স্কিটো সিমে রিচার্জ করে রোমিং একটিভ করা যাবে না।