ইসলামী ব্যাংক ডুয়েল কারেন্সি কার্ড
দেশ বা বিদেশে নিত্য প্রয়োজনীয় পন্য কেনা কেটায় প্রয়োজন হয় ডুয়েল কারেন্সি কার্ড, সেটি হতে পারে ভিসা বা মাস্টার কার্ড । ইসলামী ব্যাংক এবার অত্যাধুনিক সিকিউর চিপযুক্ত গোল্ড ডেবিট কার্ড আনলো, যেটি দেশ বা বিদেশে যে কোন জায়গায় ব্যবহার করা সম্ভব । এই কার্ড টি চাইলে ইসলামী ব্যাংকের সেভিং একাউন্টের বিপরীতেও নিতে পারবেন, এছাড়াও আল ওয়াদিয়া চলতি হিসাব, স্পেশাল সেভিং ডিপোজিট হিসাবের বিপরীতে গোল্ড কার্ড নেওয়া যায় ।একাউন্টে থাকা টাকার পাশাপাশি Gold Debit Card এ ডলার এনডোজমেন্ট করে ডলার ব্যবহার করা সম্ভব ।
Islami Bank Dual Currency Gold Debit Card এর সুবিধা
১) দেশি বিদেশি e-commerce সাইটে পন্য ক্রয় ও ডোমেইন হোস্টিং সাইট ক্রয় থেকে করা সম্ভব ।
২) ফেসবুক ইউটিউব ও সকল স্যোশাল মিডিয়া সাইটে ভিডিও বা প্রোডাক্ট প্রোমোট ও বুস্ট করা যাবে ।
৩) গুলল প্লে স্টোর থেকে অ্যাপ কেনা বা গুগলের প্লে স্টোরের সার্চ কনসল আইডি কেনা যাবে ।
৪) বিভিন্ন শোরম ও শপিং মল থেকে ইলেকট্রনিক পন্য কেনাকাটা, হোস্টেলের ও হসপিটালের সিট বুকিং ও বিল পে করা যাবে এছাড়াও সকল প্রয়োজনীয় জিনিস পত্র কেনা সম্ভব ।
৫) ২৪ ঘন্টা লেনদেন করা যাবে ।
৬) যেহেতু এটি ভিসা কার্ড তাই দেশ ও দেশের বাইরে ভিসা কার্ড সাপোর্টেড ATM Booth হতে অর্থ উত্তোলন করা যাবে ।
৭) মার্চেন্ট আউটলেটে সহজেই অর্থ প্রদান করা যায়
৮) হাসপাতাল বা চিকিৎসায় বিল পেমেন্ট করা যায়
৯) কমিউনিটি সেন্টারে প্রোগ্রাম বিল পেমেন্ট করা যায়
১০) জুয়েলারি ক্রয় করা যায়
১১) ইলেকট্রনিক্স আইটেম এবং কম্পিউটার ক্রয় করা যায়
১২) নিজস্ব ব্যাংকের এটিএম বুথ ছাড়া অন্যান্য ব্যাংকের এটিএম বুথ থেকে টাকা উত্তোলনের ব্যবহার করা যায় ।
১৩) ব্রাঞ্চ পচ এর মাধ্যমে ১০ লক্ষ টাকা পর্যন্ত উত্তোলন করা যায়
১৪) যেকোনো অপারেটরের মোবাইলে টপ-আপ করা যায়
১৫) নগদ টাকা উত্তোলন ঝুঁকি নেই
১৬) এটিএম বা সিআরএম থেকে টাকা উত্তোলন
১৭) লাইভ স্টাইল সমাধান পাওয়া যায়
১৮) ক্যাশলেস পেমেন্ট সুবিধা
১৯) এটিএম বুথ থেকে ব্যালেন্স চেক করা
ইসলামী ব্যাংক ঋণ নাকি সুদ মুক্ত ঋণের বিকল্প নিন আপনিও
কার্ডে ডলার লোড পদ্ধতি : Ibbl Visa Card
ধারণ ভাবে ইসলামী ব্যাংকের Gold Debit Visa Card টি স্টুডেন্ট একাউন্টের বিপরীতে নিলেও ডুয়েল কারেন্সি কার্ডে রুপান্তর করা সম্ভব হয় না । কার্ডে ডলার লোড করা জন্য পাসপোর্টের মেয়াদ থাকতে হবে ও প্রতি বছরে ১২,০০০ ইউএস ডলারের ওপর লোড করা সম্ভব নয় , এর সাথে ডলার লোড করার সময় কার্ড ধারীকে স্বশরীরে ব্যাংকে যেতে হবে । সরাসরি কার্ডে ডলার থেকে টাকা ও টাকা থেকে ডলারে রুপান্তর করা যাবে না । Islami Bank Visa Debit Card
কার্ডের মাধ্যমে লেনদেন লিমিট বা সীমা
১) বিদেশি সাইটগুলোতে প্রতিবারে সর্বোচ্চ ৩০০ ডলার ট্রানজিকশন করা যাবে, এর ওপরে সম্ভব নয় ।
২) ফান্ড ট্রান্সফার – ইসলামী ব্যাংক এবং অন্যান্য ব্যাংকে দৈনিক সর্বোচ্চ ২ লক্ষ টাকা, লেনদেন সংখ্যা দৈনিক সর্বোচ্চ ৫ বার ।
৩) শাখা POS থেকে দৈনিক নগদ টাকা উত্তোলন সর্বোচ্চ ১০ লক্ষ টাকা, লেনদেন সংখ্যা আনলিমিটেড ।
৪) ইসলামী ব্যাংকের এটিএম বুথের মাধ্যমে সর্বোচ্চ ১ লাখ টাকা এক দিনে উত্তোলন করা যায় । লেনদেন সংখ্যা সর্বোচ্চ একদিনে ৩০ বার ।
৫) দেশি সাইটে প্রতিবারে সর্বোচ্চ ১ লাখ টাকার
ট্রানজিকশন করা যাবে, এর ওপর না । তবে দৈনিক ক্রয়সীমা ই কমার্স ও পিওএস সর্বোচ্চ ২ লক্ষ টাকা, দৈনিক লেনদেন সীমা আনলিমিটেড ।
Gold Debit Card এর অসুবিধা বা সীমাবদ্ধতা
১) কার্ডে সরকারি কেউ ডলার লোড করতে পারবে না ইসলামী ব্যাংক কৃতপক্ষ ছাড়া ।
২) দেশের বাইরে গিয়ে কার্ডের পিন ব্লক হয়ে গেলে বা সমস্যা হলে ইসলামী ব্যাংকের একাউন্টের বিপরীতে , যে ফোন নাম্বার দেওয়া আছে, সে নাম্বার থেকে ফোন দিতে হবে । ঐ নাম্বারে রোমিং অপশন চালু না থাকলে অন্য কোন নাম্বার থেকে ফোন দিলে কোন সাহায্য পাওয়া যাবেনা কার্ডের ব্যপারে ।
৩) কার্ডে অবশিষ্ট ডলার চেক করার ক্ষেত্রে ব্যাংকের হট লাইনে ফোন দিয়ে অবশিষ্ট ব্যালেন্স জানতে পারবেন, এছাড়া চেক করা যাবে না ।
৪) ইসলামী ব্যাংক ছাড়া অন্য কোন সাইট থেকে কার্ডে ডলার ট্রান্সফার করা যাবে না । (যেমন skill, neteller, payoneer, paypal ইত্যাদি সাইট থেকে ডলার ট্রান্সফার করা যাবে না)
IBBL Gold Debit Card Charges
১) ইসলামী ব্যাংক গোল্ড ডেবিট কার্ড নিলে বাৎসরিক চার্জ দিতে হবে ৫৭৫ টাকা । প্রথম বছর কার্ড ইস্যু ফি সম্পূর্ণ ফ্রি ।
২) কার্ডের পিন হারিয়ে গেল বা ব্লক হলে কাস্টমার কেয়ারে ফোন দিয়ে পিন রিসেটের অনুরোধ করতে হবে, কার্ড এটিএম এ ডুকালে প্রায় ৫৮ কাটার মত চার্জ দিতে হবে পিন রিসেটের জন্য ।
৩) কার্ডটি রিপ্লেসমেন্ট ফি ৫৭৫ টাকা ।
৪) কার্ড ক্লোজিং ফি ২০০ টাকা ।
৫) ফরেন ট্রানজেকশন ফি এটিএম ব্যবহারে নগদ উত্তোলনে ২% ও পস ব্যবহারে ১% এর সাথে ভ্যাট যুক্ত হবে ।
৬) মিনিমাম এন্ডোর্সমেন্ট ৫০ ডলার এ ২০০ টাকা + ১৫% ভ্যাট এবং ৫০০ ডলার এর ওপরে এন্ডোর্সমেন্টে ৪০০ টাকা + ১৫% ভ্যাট ।
৭) Gold Debit Card এর মেয়াদ সর্বোচ্চ ৩ থেকে ৪ বছর ।
৮) কার্ডটি নিতে চাইলে ৫০০ টাকা জমা দিয়ে নরমাল সেভিং অ্যাকাউন্ট করা যাবে বা অনলাইনে অ্যাকাউন্ট করে, ব্যাংকে গিয়ে Gold Debit Card এর অর্ডার দিলে ২০ থেকে ২৫ কর্মদিবসের মধ্যে কার্ডটি হাতে পাওয়া যাবে ।
৯) ফরেন ট্রানজেকশন যেকোনো কেনা কাটায় ১% ও সাথে ভ্যাট ।
১০) ব্যালেন্স অনুসন্ধান ফি – অন্যান্য এটিএম নেটওয়ার্ক কিংবা অন্যান্য ব্যাংকের এটিএম বুথে ভিসা বা মাস্টার কার্ড বা এনপিএসবি বা অন্যান্য সার্ভিস প্রোভাইডারের সঙ্গে চুক্তি অনুযায়ী প্রযোজ্য হবে । যা সাধারণ ব্যালেন্স অনুসন্ধান ফি ৫ টাকা ।
১১) এছাড়াও সরকারের নিয়ম অনুসারে বিভিন্ন ফি ও চার্জের সঙ্গে ভ্যাট ও ট্যাক্স কর্তন যোগ্য
অন্য ব্যাংকের বুথ থেকে টাকা তোলার খরচ
যদি কার্ডটি হারিয়ে যায় বা চুরি হয়ে যায় সে ক্ষেত্রে অবশ্যই ইসলামী ব্যাংকের হেল্পলাইনে ফোন দিয়ে চুরি হয়ে যাওয়া বা হারিয়ে যাওয়া কার্ড সম্পর্কে অবগত করতে হবে । ইসলামী ব্যাংকের কতৃপক্ষ সাময়িকভাবে সে কার্ডের লেনদেন বন্ধ করে দিবে । পরবর্তীতে কার্ড রিপ্লেসমেন্ট ফি দিয়ে নতুন কার্ড গ্রাহকদের সংগ্রহ করতে হবে ।
ইন্টারন্যাশনাল ভিসা ডেবিট কার্ড ইসলামী ব্যাংক
ইসলামী ব্যাংক মাস্টার কার্ড দেয় কি ?
ইসলামী ব্যাংকের সব কার্ড ই ভিসা রিলেটেড, তাই তারা মাস্টার কার্ড দেয় না ।
বিস্তারিত জানতে
ব্যাংকের যেকোনাে শাখায় যােগাযোগ করুন
Islami Bank Bangladesh Help line
নাম্বার : ০২-৮৩৩১০৯০ অথবা ১৬২৫৯
ফ্যাক্স ৮৮০-২-৯৫৬৮৬৩৪, ৮৮০-২-৯৫৬৪৫৩২
ইমেইল info@islamibankbd.com
ওয়েবসাইট www.islamibankbd.com
সুইফট IBBLBDDH
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড