ব্যাংকের গ্রাহক এর মৃত্যুতে ভোগান্তিতে পড়তে হয় ব্যাংক একাউন্ট তাদের পরিবারকে। কেননা মৃত ব্যক্তির ব্যাংক একাউন্টে টাকা থাকলে সেক্ষেত্রে সেটা কিভাবে উত্তোলন করতে পারবেন, এ সম্পর্কে অনেকেই জানেন না। অ্যাকাউন্টধারীর মৃত্যুতে একাউন্ট থেকে টাকা তোলার তেমন বড় কোন কঠিন বিষয় নয়। সামান্য কিছু কৌশল জানা থাকলেই নমিনী একাউন্ট থেকে টাকা উত্তোলনের সুযোগ-সুবিধা পাবেন।
বাংলাদেশ এ পর্যন্ত সরকারি-বেসরকারি মোট তফসিলি ব্যাংকের সংখ্যা প্রায় ৬১টি এর মত। অ্যাকাউন্ট ধারীর মৃত্যুতে নমিনী কর্তৃক টাকা উত্তোলন প্রত্যেকটি ব্যাংকের ক্ষেত্রে প্রায় একই নিয়ম প্রযোজ্য।
যেসব পেপারস দরকার বা প্রয়োজন
১) অ্যাকাউন্টধারীর ডেট সার্টিফিকেট বা মৃত্যু সনদ। যা রেজিস্টার্ড ডাক্তার ও পৌরসভা/ইউনিয়ন পরিষদ কর্তৃক ইস্যুকৃত হতে হবে।
২) নমিনী কর্তৃক ব্যাংক হতে টাকা তোলার বা উত্তোলনের আবেদন পত্র। যার ফরমেট দেখতে পাচ্ছেন নিচে
৩) নমিনীর জাতীয় পরিচয় পত্রের বা পাসপোটের ফটোকপি
৪) নমিনীর ২ কপি পাসপোর্ট সাইজের ছবি, যা অবশ্যই নমিনী কর্তৃক সত্যায়িত হতে হবে।
৫) এলাকার চেয়ারম্যান বা ব্যাংকের দুজন অফিসার বা ব্যাংকের দুই জন গ্রাহক কর্তৃক নমিনীকে ইনডিকেট করতে হবে।
৬) ক্ষেত্রবিশেষে ওয়ারিশ সনদ পত্রের প্রয়োজন হতে পারে। তবে কোন কোন ক্ষেত্রে ব্যাংক নাও চাইতে পারে এটি।
৭) ঐ ব্যাংকের ২ জন গ্রাহকের সাথে যৌথভাবে কর্তৃক ইনডেমিনিটি প্রদান করতে হবে।
over the counter diflucan 150