বাংলাদেশের বেশির ভাগ নাগরিক সেবা নেওয়ার জন্য জাতীয় পরিচয়পত্র গুরুত্বপূর্ণ ডকুমেন্ট। লেমিনিটিং যুক্ত এনআইডির পর বর্তমানে স্মার্ট কার্ড প্রদান করা হচ্ছে। স্মার্ট কার্ড কিছু ব্যহিক তথ্য থাকলেও চিপের মধ্যে অতিরিক্ত আরো কিছু তথ্য হিসেবে চোখের আইরিশের ছাপ ও হাতের আঙ্গুলের ছাপ থাকে।
স্মার্ট কার্ড হারিয়ে গেলে বা নস্ট হলে বা চুরি হলে কিভাবে সহজ উপায়ে পাওয়া সম্ভব ?
স্মার্ট কার্ড হারিয়ে গেলে বা নস্ট হলে বা চুরি হলে প্রথমেই নিকটবর্তী থানায় জিডি করতে হবে এনআইডির নাম্বার উল্লেখ করে। এর পরবর্তীতে services nidw gov bd ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে, এনআইডি নাম্বার জন্ম সাল তারিখ মাস দিয়ে। যাতে এনআইডি কার্ড রিইস্যু করা যায়।
এখন NID Wallet অ্যাপ দিয়ে নিজের ফেস স্ক্যান করতে হবে, আলো সম্পূর্ণ জায়গায়। এখন এনআইডি কার্ড রিইস্যু এর জন্য সরকার নির্ধারিত ফি ইসি অফিসে জমা দিতে হবে। যা বিকাশ বা নগদে পে করা যায়।
তবে হাতে এনআইডি কার্ড পেতে নিচের ভিডিও দেখে পরবর্তী প্রসেস অনুসরণ করুন
Related Keyword :
জাতীয় পরিচয়পত্র হারিয়ে গেছে,স্মার্ট কার্ড হারিয়ে গেলে পাওয়ার সহজ উপায়, smart card lost bangla, ভোটার কার্ড হারিয়ে গেলে কি করতে হবে, ভোটার আইডি ডাউনলোড, how to get lost nid card, smart nid card, nid card, smart card hariye gele ki korbo,স্মার্ট কার্ড ফি, স্মার্ট কার্ড হারিয়ে গেলে আবার স্মার্ট কার্ড পাওয়া যায় কি, এনআইডি কারেকশন,Smart NID Card Lost