মোবাইল ফোনের মাধ্যমে পাওয়া যাবে ডিজিটাল ঋণ Mobile Banking Loan in BDDigital Loan

মোবাইল ব্যাংকিং এর গ্রাহকরা ঋণ পাবে এখন। সর্বনিম্ন ৫০০ টাকা থেকে সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত গ্রাহক পর্যায়ের গ্রাহকদের ঋণ দেওয়া হবে, এজন‍্য বাংলাদেশ ব্যাংক থেকে ১০০ কোটি টাকার তহবিল গঠন করা হয়েছে।

 

কত টাকা হবে ঋণের সুদের হার, কত সময়ের মধ‍্যে পরিশোধ করতে হবে, কোন কোন মোবাইল ব্যাংকের গ্রাহকরা ঋণ পাবে বিস্তারিত জানতে পারবেন।

 

সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীকে মুখ‍্য দেখিয়ে এ ঋণ চালুর ব‍্যবস্হা নেওয়া হয়েছে। যেহেতু ঋণের নাম ডিজিটাল ক্ষুদ্র ঋণ, তাই এই ঋণ দেওয়া হবে ইন্টারনেট ব্যাংকিং বা আই ব্যাংকিং, মোবাইল অ্যাপস, মোবাইল ব্যাংকিং একাউন্ট, ই ওয়ালেট এপের মাধ‍্যমে।

 

যেসব মোবাইল ব্যাংকিং এর মাধ‍্যমে ঋণ দেওয়া হবে তার মাঝে রয়েছে নগদ, বিকাশ, রকেট, উপায়, শিউর ক‍্যাশ, উপায়, টি ক‍্যাশ, এম ক‍্যাশ, ওকে ওয়ালেট, সেলফিন ইত‍্যাদি।

 

মোবাইল ব্যাংকিং ঋণের সুদ

এই ঋণ দেওয়া দেওয়া হবে ৯% সুদে, যা হবে বাৎসরিক সুদের হার। থাকবে না কোন সার্ভিস চার্জ, যার ফলে অতিরিক্ত খরচ পাতি দিতে হবে না গ্রাহকদের।

 

মোবাইল ব্যাংকিং ঋণ পরিশোধ সময়

গ্রাহকরা সর্বোচ্চ ৬ মাসে ৬ কিস্তি, মোবাইল ব্যাংকিং একাউন্টে টাকা জমা রেখেই ঋণ পরিশোধ করতে পারবেন।

 

মোবাইল ব্যাংকিং ঋণ প্রদান পদ্ধতি

ঋণ নিতে ব্যাংকে যেতে হবে না আর। মোবাইল ব্যাংকিং এর অ্যাপসে ঋণের আবেদন সাবমিট করে ঋণ নেওয়া যাবে। সুদি ব্যাংকের পাশাপাশি ইসলামি ব্যাংকগুলোও শরিয়াহ নীতি মেনেই ঋণের পরিবর্তে তাদের গ্রাহকদের বিনিয়োগ সুবিধা দিতে পারবে।

94 thoughts on “মোবাইল ফোনের মাধ্যমে পাওয়া যাবে ডিজিটাল ঋণ Mobile Banking Loan in BDDigital Loan”

  1. আমি নতুন ব্যবসা করতে চাই লোন নিয়ে নতুন ব্যবসা করব আমি ১০বছরের জন্য টাকা নিব ৪তেকে ৫লাক আমার ব্যাংক একাউন্ট ও বিকাশ একাউন্ট আছ

  2. আমার স্ত্রী খুবই অসুস্থ হাসপাতালে ভর্তি আছে,তাকে অপারেশন করতে হবে তাই এই মুহূর্তে ২০০০০/- টাকার প্রয়োজন। আমি আপনাদের সকল নিয়মনীতি মেনে নিবো বা সম্মতি আছে।

  3. আমি ফার্নিচার মিস্ত্রি ফার্নিচার এর কাজের জন্য বিশ হাজার টাকা লোন নিতে চাই আপনাদের সব সত্য বলি মেনে চলবে

  4. আমি ২০০০০ হাজার টাকা নিতে চাই ৬মাসের জন্য কি কি লাগবে আমার রকেট বিকাশ নগদ একাউন্ট আছে কি করে লোন পাবো????

  5. স্যার
    আমি ১ মাসের জন্য ৫০০০ টাকা লোন নিতে চাই

  6. আমি এক বছরের জন্যে 50,000 টাকা ঋণ নিতে চাই

    • আমি এক বছরের জন্য ৫০ হাজার টাকা ঋণ নিতে চাই

  7. আমি দুই বছরের জন্য মাসিক কিস্তি লোন নিতে চাই

  8. 50 হাজার টাকা এক বছরের জন্য লোন নিতে যাচ্ছি

  9. আমি 50000 টাকার লোন পেতে যাচ্ছি এক বছরের জন্য

  10. কুমিল্লা বা চাঁদপুরে মধ্যে এমন কোন ভাই বোন আছেন যে আমাকে 5 লাখ টাকার দুই বছরের কিস্তিতে একটা লোনের বেবস্থা করে দিবেন যে বেবস্থা করে দিয়ে পারবে  ডকুমেন্ট হিসেবে দিব ব্যবসার ট্রেড লাইসেন্স
    টিন সার্টিফিকেট
    ব্যাংক চেক
    ভোটার আইডি কার্ড
    পাসপোর্ট
    তবে অনলাইনে কোন কিছু দিব না যা যা লাগবে সব সরাসরি দিব। বেবস্থা করে দিবেন তাকে উপযুক্ত সম্মান করব

    • আমি জামগড়া আশুলিয়া সাভার থেকে বলছি রকেট থেকে আমার একটি লোনের ব্যবস্থা করে দিবেন প্রয়োজনে কাগজ পাতি সব দেব সার্টিফিকেট ভোটার আইডি কার্ড দোকানের ট্রেড লাইসেন্স আছে আমার বিকাশ আছে এজেন্ট আমার মুদির দোকানের ব্যবসা আছে যদি ভালো লাগে তাহলে আমাকে দুই থেকে আড়াই লক্ষ টাকা লোন দিবেন

  11. আমি ৩০০০০০০০ টাকা ৫বছরের জন্য নিতে চাই

  12. আমার জরুরী ভাবে একটা লোনের প্রয়োজন

  13. আমি দুই বছরের জন্য মাসিক লোন নিতে চাইলে আমাকে কি করতে হবে

  14. আমি কম্পানির আন্ডার এ চাকরি করি এস আর পোস্ট এ আমার ১৫০০০ টালা লোন দরকার আমি কি লোন পেতে পারি

  15. আমি এই ঋন নিতে চাই ১০০০০টাকা আমি কি নিতে পারবো

  16. আমি ওও লোন নিতে চাই কিন্তু কিভাবে নিবো যে আর কি কি জমা প্রধান করতে হবে
    আমার থেকে 100000 টাকা লাগবে

  17. আমি দোকান জন্য শোন নিতে চাই আমার থেকে ১লাখ টাকা প্রয়োজন দেবেন

  18. আমি লোন নিতে চাই ২০,০০০টাকা,,,,দিলে উপকার হতো আমার

Comments are closed.

error: Content is protected !!