প্রবাসীদের বৈধ পথে পাঠানো অর্থ যে শুধু প্রবাসীদের পরিবারের ভাল জীবন যাপনে ভূমিকা রাখে এমনটা নয়, কেননা দেশের অর্থনীতিতে জিডিপি এর মান উন্নয়নেও তা ভূমিকা রাখে। প্রবাসীদের কষ্টার্জিত অর্থ তাদের অ্যাকাউন্টে সংরক্ষণ করে, সেই অর্থ বিভিন্ন ব্যবসায় বিনিময়োগ করে তা হতে প্রবাসীদের ভাল পরিমাণ লাভ দিতে ইসলামী ব্যাংক এনেছে মুদারাবা এনআরবি সেভিংস বন্ড স্কিম।
এই স্কিমের উদ্দেশ্য
১) প্রবাসীদের কষ্টার্জিত বৈদেশিক মুদ্রা বাঁচাতে বিশেষ সুবিধা প্রদান করা।
২) এনআরবিদের বৈধ ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে তাদের অর্থ দেশে পাঠাতে উৎসাহিত করা।
৩) অন্যান্য আমানত পণ্যের চেয়ে প্রবাসীদের আরও ভাল সুযোগ সুবিধা প্রদান করতে।
যোগ্যতা
১) ১৮ বছর বা তার বেশি বয়সী অনাবাসী বাংলাদেশি অর্থাৎ যেসব প্রবাসী বিদেশে চাকরি করেন বা করছেন তারা বন্ড ক্রয় করতে পারবে।
২) প্রবাসীর পাঠানো অর্থ দিয়ে পরিবারের সদস্যদেরাও বন্ড ক্রয় করতে পারবে।
৩) প্রবাসীর চাইলে তার নাবালক বা নাবালিকা সন্তানের নামে এ বন্ড ক্রয় করতে পারবে।
তবে এ বন্ড ক্রয় এর সময় ব্যাংকের দায়িত্বশীল কর্মকর্তা কর্মচারীদের রেমিট্যান্সের সত্যতা সম্পর্কে প্রমাণ দিতে হবে।
বন্ডের ক্রয় মূল্য
ছয় ধরনের বাংলাদেশী মূল্যের বন্ড
i) 25,000 টাকা
ii) 50,000 টাকা
iii) 1,00,000 টাকা
iv) 2,00,000 টাকা
v) 5,00,000 টাকা
(vi)10,00,000 টাকা
এই বন্ড এর মেয়াদ
১) ৫ বছরের বন্ড।
২) ১০ বছরের বন্ড।
অ্যাকাউন্ট খোলা
১৮ বছর বা তার বেশি বয়সের বাংলাদেশী নাগরিক থাকা একজন প্রবাসী ব্যাঙ্কের নির্ধারিত আবেদনপত্র পূরণের মাধ্যমে এই স্কিমের অধীনে অ্যাকাউন্ট খুলতে পারেন। আবেদনকারীকে ইসলামী ব্যাংকের যেকোনো শাখার একজন প্রকৃত অ্যাকাউন্টধারী বা একজন প্রবাসী অ্যাকাউন্টধারী হতে হবে, তাহাকে বাংলাদেশ দূতাবাস বা ব্যাংকের কাছে পরিচিত ও গ্রহণযোগ্য কোনো সম্মানিত ব্যক্তি দ্বারা পরিচয় করিয়ে দিতে হবে। বিদেশে ইসলামী ব্যাংকের কোনো কর্মকর্তা/প্রতিনিধির পরিচয়ও গ্রহণযোগ্য হবে।
১) অ্যাকাউন্ট খোলার সময় প্রবাসীর ২ কপি পাসপোর্ট সাইজের ছবি, পাসপোর্টের ফটোকপি, ভিসা, ওয়ার্ক পারমিট এর ফটোকপি জমা দিতে হবে।
২) বিদ্যমান নিয়ম অনুযায়ী তাদের বাবা/মা/স্ত্রী/নাবালক সন্তানদের নামে এই অ্যাকাউন্ট খুলতে পারে।
৩) বন্ড অ্যাকাউন্টটি ব্যাংকের এক শাখা থেকে অন্য শাখায় স্থানান্তর করা যাবে না।
একাউন্টে টাকা জমা প্রদান পদ্ধতি
ক) বন্ডের প্রকৃত মূল্য নগদে জমা করতে পারবে বা চাইলে প্রাপক চেক/ডিডি/পিও-এর মাধ্যমে জমা করতে পারবে।
খ) বন্ড অ্যাকাউন্ট খোলার পর ব্যাংকের সংশ্লিষ্ট শাখা প্রয়োজনীয় কাজ সম্পন্ন করে বন্ডের সকল তথ্য বিদেশে বসবাসকারী প্রবাসী অ্যাকাউন্ট ধারকের কাছে একটি ই-মেইল পাঠাবে।
মুনাফা
৫ বছর মেয়াদী এনআরবি বন্ডে মুনাফার হার ৫% ও ১০ বছর মেয়াদী এনআরবি বন্ডে মুনাফার হার ৫.৫%।
অর্থাৎ প্রতি লাখ টাকায় মুনাফা প্রায় ৫ হাজার টাকা হতে সাড়ে ৫ হাজার টাকা এর মত। তবে মুনাফার হার যেকোন সময় পরিবর্তন হতে পারে।
নমিনী
বন্ডের মেয়াদের সময় একাউন্ট ধারীর মৃত্যু হলে বন্ডের অর্থ গ্রহণ করার জন্য নমিনী নির্বাচন করতে হয়। চাইলে প্রাপ্ত বয়স্ক বা অপ্রাপ্ত বয়স্ক কে নমিনী দেওয়া যাবে।
নমিনীকে অ্যাকাউন্টের ব্যালেন্স পাওয়ার জন্য নিম্নোক্ত কাগজপত্র জমা দিতে হবে:
১) মনোনীত/মনোনীত/মনোনীত অভিভাবকের আবেদন।
২) মৃত বন্ড ধারক সংক্রান্ত ডেথ সার্টিফিকেট। যদি বন্ড/অ্যাকাউন্টধারীর বিদেশে মৃত্যু হয় তাহলে মৃত্যু শংসাপত্রটি অবশ্যই সংশ্লিষ্ট হাইকমিশনার/রাষ্ট্রদূত/বাংলাদেশ হাইকমিশন/দূতাবাসের অনুমোদিত কর্মকর্তার পাল্টা স্বাক্ষর করতে হবে এবং সেটি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদিত কর্মকর্তার দ্বারা যথাযথভাবে সত্যায়িত হতে হবে।
৩) মনোনীত ব্যক্তির পক্ষে শনাক্তকরণ শংসাপত্র, দুইজন মূল্যবান ক্লায়েন্ট বা ব্যাঙ্কের দুজন কর্মকর্তা বা স্থানীয় ইউপি/পৌরসভার চেয়ারম্যান বা কাউন্সেলরের কাছ থেকে মনোনীত।
৪) মনোনীত/মনোনীত ব্যক্তি বা মনোনীত অভিভাবকের পাসপোর্ট সাইজের ছবি গেজেটেড অফিসার/স্থানীয় ইউপি/পৌরসভার চেয়ারম্যান/কাউন্সেলর দ্বারা যথাযথভাবে সত্যায়িত।
৫) ক্ষতিপূরণ বন্ড মনোনীত/মনোনীত/ মনোনীত অভিভাবক এবং শাখায় গ্রহণযোগ্য ২ জামিন/মূল্যবান ক্লায়েন্টের দ্বারা যৌথভাবে সম্পাদিত।
অ্যাকাউন্ট বন্ধ
একাউন্টধারী যেকোন সময়ে অ্যাকাউন্ট ক্লোজিং চার্জ এবং অ্যাকাউন্ট রক্ষণাবেক্ষণ ফি ছাড়া দিয়ে লিখিত আবেদনের মাধ্যমে অ্যাকাউন্ট বন্ধ করতে পারেন।
Related Word : প্রবাসী বন্ড, probashi bond, ইসলামী ব্যাংক প্রবাসী একাউন্ট, সুদমুক্ত বন্ড, nrb account islami bank, islami bank dps, ইসলামী ব্যাংক ঋণ পদ্ধতি, sud mukto bond, dps vs fdr, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, প্রবাসীদের সুখবর, islamic bank fixed deposit,প্রবাসী সঞ্চয়পত্র, islami bank nrb bond, বন্ড,