মুহূর্তেই টাকা পয়সা এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরে ক্ষেত্রে ডাক বিভাগের নগদ ব্যবহারে খরচ সবচেয়ে কম, এই জন্য সকলের পছন্দ এই নগদ। আপনার নগদ একাউন্টের আসল মালিক কে ? আপনার নগদ একাউন্ট কার নামে খোলা রয়েছে কিভাবে বুঝবেন ? অথবা আপনার নগদ একাউন্ট কার জাতীয় পরিচয় পত্র বা ভোটার আইডি দিয়ে খোলা রয়েছে ? সেটি খুব সহজে জানতে পারা যায় Nagad Apps ব্যবহার করে
এই জন্য প্রথমে নগদ এপপ্স এ ঢুকে লগইন করে নিতে হবে
লগইন হয়ে গেলে এর পরবর্তী সময়ে নগদ এপের নিচে গিয়ে আমার নগদ অপশন এ ক্লিক করুন
কেওয়াইসি পুনরায় জমা দেন অপশনে ক্লিক করুন
তাহলে নিচের মত নতুন একটা ইন্টারফেস ওপেন হবে যেখানে থেকে নগদ একাউন্ট কার জাতীয় পরিচয় পত্র রয়েছে সেখান থেকে ডিটেলস দেখতে পাবেন
Related Qustion নগদ একাউন্ট সফটওয়্যার, নগদ একাউন্ট কার নামে খোলা, নগদ কার নামে খোলা, নগদ কার জাতীয় পরিচয় পত্র দিয়ে খোলা, nagad account check, নগদ কার আইডি দিয়ে খোলা, নগদ একাউন্ট খোলার নিয়ম, আমার নগদ একাউন্ট কার নামে খোলা কিভাবে দেখবো, নগদ একাউন্ট রেজিস্ট্রেশন, napad apps, amar nagad, nagad kyc, nagad account kar nid diye khola, Nagad account কার আইডি দিয়ে খুলছি তা কিভাবে জানবো, mobile banking