২০২১ সালের নভেম্বর মাসে বাজারে চালু থাকা প্রবাসী বাংলাদেশিদের জন্য প্রবাসী বন্ড জাতীয় সঞ্চয় অধিদপ্তর অনলাইনে সিস্টেমের আওতায় নিয়ে আসে। যার ফলে প্রবাসী বন্ড এ বিনিয়োগে জাতীয় পরিচয়পত্র বাধ্যতামূলক করা হয়। কিন্তু বেশিরভাগ প্রবাসীদের জাতীয় পরিচয়পত্র নেই, এর ফলে অনেকেই প্রবাসী বন্ডে বিনিয়োগ করতে পারতো না।
এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংক ২৪ অক্টোবর সার্কুলার জারি করে ইউএস ডলার প্রিমিয়াম বন্ড ও ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ড এ বিনিয়োগে জাতীয় পরিচয়পত্র আর বাধ্যতামূলক নয়। এখন হতে প্রবাসীরা পাসপোর্ট ব্যবহার করে বন্ডে বিনিয়োগ করতে পারবে। পাসপোর্ট নম্বরকে ইউনিক আইডিন্টিফিকেশন নম্বর হিসেবে ব্যবহার করেই ব্যাংক থেকে এই বন্ড ক্রয় করতে পারবে।
প্রবাসীরা নিজ নামে বা পরিবারের সদস্যদের নামে ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ড কিনতে পারে। কিন্তু
ইউএস ডলার প্রিমিয়াম বন্ড ও ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ড প্রবাসীরা শুধু নিজ নামে ক্রয় করতে পারে।
এসব বন্ডে বিনিয়োগ করলে প্রতি লাখে মুনাফার পরিমাণ প্রায় ৫৫০০ টাকা করে। বন্ডের মেয়াদ সাধারণত ৩ বছর মেয়াদী হয়ে থাকে। যা বৈদেশিক মুদ্রায় ক্রয় করতে হয়। ১ লাখ ডলার হতে শুরু করে ৫ লাখ ডলারের বেশি বিনিয়োগের সুবিধা আছে। তবে লিমিটের ওপর ডিপেন্ড করে মুনাফার পরিমাণ কম বেশি করেছে জাতীয় সঞ্চয় অধিদপ্তর।
বন্ড কোথায় কিনতে পাওয়া যায়
বাংলাদেশের সরকারি বেসরকারি তফসিল ব্যাংকের AD শাখা বা জেলা ভিত্তিক শাখা, বাংলাদেশ ব্যাংকের দেশি বিদেশি শাখা, এক্সচেঞ্জ হাউস, এক্সচেঞ্জ কোম্পানি তে এসব বন্ড কেনা যায় ।
RELATED Word : প্রবাসী বন্ড কি,wage earner bond bangladesh, প্রবাসী সঞ্চয়পত্র, probashi fixed deposit, প্রবাসী কল্যাণ বন্ড, প্রবাসি বন্ডের নিয়ম,ইউ এস ডলার ইনভেস্টমেন্ট বন্ড নতুন নিয়ম, ইউ এস ডলার প্রিমিয়াম বন্ড,প্রবাসী বন্ড লোন, fdr, প্রবাসী বন্ড কিনতে কি কি কাগজপত্র লাগে, probashi bond rules 2022, probashi bond interest rate 2022
Very helpful content 😌