পাসপোর্টে নাম বয়স ভুল সংশোধনের সরকারি নিয়ম । অনলাইনে পাসপোর্ট সংশোধন পদ্ধতি Passport Correction Online 2022 পাসপোর্ট সংশোধন করতে কত টাকা লাগে

পাসপোর্ট সংশোধন বর্তমান সময়ে জনগণের একটা দাবি হয়ে দাঁড়িয়েছে। এ বিষয়টি বাংলাদেশের ইমিগ্রেশন এবং পাসপোর্ট অধিদপ্তর বুঝতে পেরে পাসপোর্টে বয়স সংশোধনের জন্য সুযোগ দিচ্ছে। যারা বর্তমান সময়ে দেশে অবস্থান করছেন বা বিদেশে অবস্থান করছেন। তাঁরা কিন্তু তিনে নভেম্বর ২০২২ সালের যে প্রজ্ঞাপন পাসপোর্ট অধিদপ্তর প্রকাশ করেছে. তা অনুসরণ করে একদম ইজিতেই পাসপোর্টে বয়স সংশোধনের বিষয়টি করে নিতেই পারেন।



পাসপোর্ট কখনো ডিলিট বা বাতিল করা যায় না। চলুন কিভাবে বাংলাদেশের ইমিগ্রেশন এবং পাসপোর্ট অধিদপ্তর কিভাবে বলছে পাসপোর্টে আপনি আপনার বয়স ও নাম সংশোধন করতে পারবেন জেনে নেই।


পাসপোর্টে বয়স সংশোধনের জন্য অবশ্যই কিন্তু আপনাকে প্রথমে পাসপোর্ট রিইসু করে নিতে হবে। ইস্যুর জন্য আবেদন আপনি অনলাইনেই করতে পারেন।


দেশ ও বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিক পাসপোর্ট আবেদনকারীর জাতীয় পরিচয় পত্রের তথ্য অনুযায়ী পাসপোর্ট প্রদান প্রসঙ্গে পরিপত্র।


যারা বিদেশে অবস্থান করছেন যাদের এনআইডি কার্ড বা জাতীয় পরিচয় পত্র নেই তারাও কিন্তু বিদেশে অবস্থান করে জাতীয় পরিচয় পত্র করে নিতে পারেন


বাংলাদেশের অভ্যন্তরে এবং বিদেশে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের জন্য আবেদনকারীর এনআইডি ও পাসপোর্টের মধ্যে তথ্যের গরমিল হলে এনআইডি অনুসারে প্রদত্ত তথ্য সেটির নাম নিজের নাম বা পিতা মাতার নাম বয়স ইত্যাদি অনুযায়ী পাসপোর্ট প্রদান করা যাবে ২৮ এপ্রিল ২০২২ সালে জারিকৃত পরিপত্ অবশ্যই অনুসরণ করতে বলা হয়েছে। এছাড়াও সুরক্ষা বিভাগ হতে ০৯/১২/২০২১ সালে জারিগত পরিপত্রটি বাতিল বলে ঘোষণা করা হয়েছে

 

পাসপোর্টে নিজ নাম বা পিতা মাতার নাম বা বয়স সংশোধনের জন্য কি কি ডকুমেন্টস আমাদের কাছ থেকে চাওয়া হচ্ছে তা ২৮ এপ্রিল ২০২২ সালে পরিপত্রে বলা হয়ছে।


১) প্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে জাতীয় পরিচয় পত্র অথবা যদি জাতীয় পরিচয় পত্র না থাকে সেক্ষেত্রে জিএসটি জেডিসি বা এসএসসি এইসএসসি বা দাখিল কারিগরি অথবা উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সমমানের সনদপত্র অবশ্যই কিন্তু প্রয়োজন হয়ে থাকবে। এখানে সাত থেকে আটটার মতো পেপারসের কথা বলা হয়েছে, সাত থেকে আটটার মধ্যে যেকোনো একটা থাকলেই চলবে।


২) যাদের ওপরে বলা ঐ ধরনের সনদ নেই, তাদের জন‍্য জন্ম সনদ বা বার্থ সার্টিফিকেটটা যেটা রয়েছে সেটার প্রয়োজন হবে।


৩) পাসপোর্টে এর বয়স পরিবর্তনের ক্ষেত্রে সর্বোচ্চ পাঁচ বছরের ব্যবধান প্রযোজ্য বিবেচনা করা যেতে পারে। সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্তই বয়স পরিবর্তন করা যাবে বর্তমান সময়ের এই যে পরিপত্র ৩ নভেম্বর ২০২২ সালে জারি করা হয়েছে সেখান থেকে স্পষ্টভাবে বলা হচ্ছে। অনেকেরই হয়তো বা এর চেয়ে বেশি বয়স গ্যাপ রয়েছে, তারা কিন্তু আর কমাতে পারবেন না বা সংশোধন করতে পারবেন না বয়স।


৪) সরকারি চাকুরিজীবীরা চাকুরিতে প্রবেশের পর পাসপোর্ট করলে তথ্য সংশোধন করতে পারবে না, তবে চাকুরীর পূর্বে পাসপোর্ট গ্রহণ করেছেন যারা তাদের প্রমানক পরীক্ষা নিরীক্ষা করে তথ্য সংশোধন করা যাবে।


৫) বিদেশস্ত দূতাবাসে আবেদন করা হলে আবেদন পত্রের সঙ্গে অবশ্যই সংশ্লিষ্ট দেশে অবস্থান বা বসবাসের প্রমানক ছবি নাম এবং বয়স সংবলিত প্রমানক যেমন পার্মানেন্ট রেসিডেন্সিয়াল কার্ড অথবা আইডি অথবা স্টুডেন্ট আইডি কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্স ইত্যাদি কপি জমা দিয়ে তথ‍্য সংশোধন করতে হবে।


৬) দূতাবাসের সংশ্লিষ্ট কর্মকর্তা কর্তৃক সকল ডকুমেন্ট সত্তায়িত হতে হবে


৭) আবেদনকারীকে তথ্য সংশোধনের জন্য লিখিত আবেদন করতে হবে এবং হলফনামা প্রদান করতে হবে। ভবিষ্যতে কোনো আইনি জটিলতা হলে আবেদনকারী অবশ্যই দায়ী থাকবে এ মর্মে ঘোষণা দিতে হবে আবেদন পত্রে।


পাসপোর্ট রিইস‍্যু এর জন‍্য অনলাইনে আবেদন করে, পাসপোর্ট ফি রেগুলার ৪১২৫ টাকা ব্যাংকে জমা দিয়ে উপরোক্ত যে সকল প্রয়োজনীয় পেপারস বা কাগজপত্র নিজেই পাসপোর্ট অফিসে গিয়ে জমা দিবেন। উপরোক্ত কাজ করতে আপনাকে আর দালাল ধরতে হচ্ছে না, বাংলাদেশ সরকারের ইমিগ্রেশান এবং পাসপোর্ট ওই দপ্তরের নতুন এই পরিপত্র অনুযায়ী।

 

 

RELATED WORD : পাসপোর্ট, passport songshodhon, সংশোধন, online, পাসপোর্টে নাম পরিবর্তনের নিয়ম,পাসপোর্টে বয়স পরিবর্তন, পাসপোর্টে সংশোধন নিয়ম ২০২২,Passport Correction Online BD, অনলাইনে পাসপোর্ট সংশোধন ২০২২, passport korte ki lage, epassport, mrp passport correction,

error: Content is protected !!