দেশের পল্লি অঞ্চল এবং শিল্প ও বাণিজ্যিক এলাকাসমূহে সীমিত আয়ের মানুষের জন্য আবাসন সুবিধা সহজীকরণে ইসলামী ব্যাংকের রয়েছে সেমিপাকা গৃহায়ন বিনিয়োগ প্রকল্প স্বপ্নকুটির।
যারা ইসলামী ব্যাংকের বাড়ি নির্মাণ ঋণ বিনিয়োগ পাবেন
বসবাসের উপযোগী ও সহজে ভাড়ারযোগ্য এলাকার জমির মালিক। জমির মালিক আবেদনকারীর বয়স ২১-৭০ বছর হতে হবে।
ইসলামী ব্যাংকের ঋণ বিনিয়োগ যে কাজে পাবেন
নিজ জমিতে সেমিপাকা বাড়ি নির্মাণের জন্য অথবা সেমিপাকা বাড়ি সম্প্রসারণ ও সংস্কার সাধনের জন্য বা সেমিপাকা বাড়ি ক্রয় এর জন্য
ইসলামী ব্যাংকের বাড়ি নির্মাণ ঋণ বিনিয়োগ সীমা
সর্বোচ্চ ৩০ লক্ষ টাকা তবে নির্মাণ/ক্রয় বাবদ ব্যয় এর সর্বোচ্চ ৭০% পর্যন্ত। অর্থাৎ বাড়ি করার জন্য গ্রাহকের ১০ লাখ টাকার দরকার হলে, গ্রাহকের কাছে ৩ লাখ টাকা থাকলে ব্যাংক গ্রাহককে ৭ লাখ টাকা দিবে। ইক্যুইটি – ব্যাংক : গ্রাহক = ৭০:৩০
ইসলামী ব্যাংকের বাড়ি নির্মাণ ঋণ বিনিয়োগের মেয়াদ
১০ লক্ষ টাকা পর্যন্ত সর্বোচ্চ ১০ বছর মেয়াদের মাঝে ব্যাংকের টাকা পরিশোধ করতে হবে, আর ১০ লক্ষ টাকার উর্ধ্বে সর্বোচ্চ ১৫ বছর মেয়াদের মাঝে ব্যাংকের টাকা পরিশোধ করতে হবে। সর্বনিম্ন মাসিক আয় ৩০ হাজার টাকা
৬ মাস ড্রেস অর্থাৎ ব্যাংক থেকে টাকা নিয়ে ৬ মাস এ ঋণের টাকা দিতে হবে না। বাড়ি তৈরি হওয়ার ছয় মাস পর থেকে মাসিক কিস্তি প্রদান করতে হবে
ইসলামী ব্যাংকের বাড়ি নির্মাণ ঋণ বিনিয়োগের পদ্ধতি
এইচ পি এস এম (হায়ার পারচেজ আড্ডার শিরকাতুল মিল্ক) । মুনাফা বা ভাড়ার হার হবে ব্যাংকের থেকে গ্রাহকদের ৯% যা পরিবর্তনযোগ্য।
এ বিনিয়োগ নিতে ব্যক্তিগত জামানত দিতে হবে। অথবা বিনিয়োগকৃত জমি ও স্থাপনার উপর রেজিস্টার্ড মর্টগেজ রাখতে হবে ব্যাংকের কাছে, আস্তে আস্তে মাসিক কিস্তি শোধ করে গ্রাহকের নামে সম্পত্তি হবে।
অন্যান্য ডকুমেন্টস
বি.এস.সি ইঞ্জিনিয়ার কর্তৃক প্রদত্ত বাড়ির নকশা গ্রহণযোগ্য। যথাযথ কর্তৃপক্ষের নিকট থেকে জমি ব্যবহারে অনাপত্তি সনদ বা ল্যান্ড ইউটিলাইজেশন সার্টিফিকেট।
যোগাযোগের ঠিকানা
ইসলামী ব্যাংকের যেকোন শাখা বা উপ শাখায়
কন্ট্যান্ট সেন্টার: ১৬২৫৯ বা ০২-৮০০১০৯০