পাসপোর্টে যদি পনেরো বিশ বা পঁচিশ বছরেও বয়স পরিবর্তন করার প্রয়োজন পড়ে এখন কিন্তু সেইটাও সম্ভব। পাসপোর্টে বয়স পরিবর্তন নিজের নামের বানান বা পিতা-মাতার নামের বানান সম্পূর্ণ বা আর যে অংশ পরিবর্তনের ক্ষেত্রেও এখন আর হলফনামার কোন ধরনের প্রয়োজন হবে না। এক্সট্রা করে পাঁচশো এক হাজার বা পঁচিশশো এরকম টাকারও আপনার প্রয়োজন হবে না। পাসপোর্টের তথ্য পরিবর্তনের সংশোধনের ক্ষেত্রেও অনেকেই কিন্তু এতদিন পর্যন্ত বিড়ম্বনার শিকার হচ্ছিলেন, তো তার ওই ডিসেম্বর পাসপোর্ট অধিদপ্তর থেকে এমন একটা যুগান্তকারী পরিপত্র জারি করা হয়েছে যার মাধ্যমে শুধুমাত্র দেশে নয় বিদেশেও কিন্তু কোনো পাসপোর্ট ধারী চাইলে তার পাসপোর্টের যে কোনো তথ্য পরিবর্তন করতে পারবে কোনো দালাল ধরতে হবে ।
পাসপোর্ট সংশোধনের পরিপত্রে বলা হয়ছে
বাংলাদেশের অভ্যন্তরে এবং বিদেশে বসবাসরত নাগরিকদের জাতীয় পরিচয় পত্র অর্থাৎ এনআইডি কার্ড ও পাসপোর্টের মধ্যে তথ্যের গরমিল হলে জাতীয় পরিচয় পত্রের প্রদত্ত তথ্য অর্থাৎ নিজের নাম পিতা মাতার নাম বা বয়স ইত্যাদি অনুযায়ী পাসপোর্ট রি ইস্যু করতে হবে তবে অপ্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে জন্ম নিবন্ধন সনদ বিবেচনা করা যেতে পারে।
অর্থাৎ যাদের জাতীয় পরিচয় পত্র রয়েছে তারা জাতীয় পরিচয় পত্র দিয়ে কোনো ধরনের হলফনামা ছাড়াই কিন্তু পাসপোর্টে যে কোনো ধরণের তথ্য নিজের নাম পিতার নাম মাতার নাম বা বয়স যেকোনো বিষয়ে সংশোধন করতে পারবেন
আর যে সকল মানুষের জাতীয় পরিচয় পত্র নেই যাদের বয়স আঠারোর কম তাদের জন্য এনআইডির পরিবর্তে বলা জন্ম নিবন্ধন দিয়ে কোন হলফনামা ছাড়াই পাসপোর্টে যে কোনো ধরণের তথ্য পরিবর্তন করতে পারবেন সেটা বয়স থেকে নাম থেকে বা যেকোনো বিষয়ে। এখানে আরো বলা হয়েছে প্রয়োজনীয় জেএসসি, জেডিসি, এসএসসি দাখিল বা উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বা যেকোনো একটি সনদ পত্র বিবেচনা করা যাবে।
সংশোধনের ক্ষেত্রে লিখিত আবেদন করতে হবে। যার ফরমেট নিচে
আবেদনের সাথে দপ্তরের ওয়েবসাইট বা সংশ্লিষ্ট পাসপোর্ট অফিসের প্রদত্ত নমুনা অনুযায়ী আবেদনকারীকে একটা অঙ্গীকারনামা যথাযথভাবে পূরণ করতে হবে এবং সেখানে স্বাক্ষর প্রবক দাখিল করতে হবে। অঙ্গীকারনামার ফরমেট নিচে
সব কিছু পেপারস যোগার হলে অনলাইনে আবেদন করে, ব্যাংকে ফি জমা দিয়ে আন্চলিক পাসপোর্ট অফিস যেতে হবে।
RELATED KEYWORD : পাসপোর্টে বয়স সংশোধন, passport correction fees,পাসপোর্টে নাম পরিবর্তন,পাসপোর্ট করতে কি কি লাগে,পাসপোর্ট সংশোধনের নতুন নিয়ম জারি,Online Passport,পাসপোর্টে মায়ের নাম পরিবর্তন,পাসপোর্টে পিতার নাম পরিবর্তন,passport age correction, বাংলাদেশ পাসপোর্ট অধিদপ্তর,passsport correction fees