রিসেন্টলি ব্যাংকে ডিপোজিটের উপর সর্বোচ্চ ৬ পার্সেন্ট ইন্টারেস্ট দেওয়ার নীতি পরিবর্তন করেছে বাংলাদেশ ব্যাংক। সোনালী ব্যাংকে তিন মাস মেয়াদী, ছয় মাস মেয়াদী এবং ১২ মাস মেয়াদী এফডিআরে কিছুটা পরিবর্তন এসেছে।
টাকার পরিমাণ | ৩ মাস ৬.৩৩% | ৬ মাস ৬.৩৪% | ১২ মাস ৬.৩৫% |
১,০০,০০০ | ১৫৮২ | ৩১৯৫.১২ | ৬৫০২.৮২ |
২,০০,০০০ | ১৩৬৫ | ৬৩৯০.২৪ | ১৩০০৫.৬৩ |
৩,০০,০০০ | ৪৭৪৭ | ৯৫৮৫.৩৭ | ১৯৫০৮.৪৫ |
৪,০০,০০০ | ৬৩৩০ | ১২৭৮০.৪৯ | ২৬০১১.২৬ |
৫,০০,০০০ | ৭৯১২ | ১৫৯৭৫.৬১ | ৩২৫১৪.০৪ |
চাইলে সর্বনিম্ন ৫০,০০০ টাকা থেকে শুরু করে সামর্থের উপর ভিত্তি করে যত ইচ্ছা টাকা আপনি এফডিআর একাউন্টে রাখতে পারবেন। উপরে উল্লেখিত ছকের মুনাফা থেকে ট্যাক্স কর্তন করবে, আয়কর রিটার্ন স্লিপ এফডিআর করার সময় ব্যাংক জমা প্রদান করলে মুনাফার টাকার ওপর ১০% সোর্স ট্যাক্স এবং আয়কর রিটার্ন স্লিপ ব্যাংকে জমা প্রদান না করলে মুনাফার টাকার ওপর ১৫% সোর্স ট্যাক্স কর্তন যোগ্য হয়ে থাকবে।