বাংলাদেশের তাহলে কি পেপ্যাল চলে আসলো? ইতিমধ্যেই ইন্টারনেট দুনিয়ায় খুবই চর্চা হচ্ছে পেপ্যাল নিয়ে।
পেপ্যাল কি?
আন্তর্জাতিক ভাবে অর্থ আদান প্রদানের মাধ্যমে হচ্ছে পেপ্যাল। দেশ বিদেশের যেকোন জায়গায় বসে যে কোনো কারেন্সি তে কনভার্ট করা যায় পেপালে অর্থ । ইতিমধ্যে অনেক বাংলাদেশিরা পেপ্যালের ফেসবুক পেজে ম্যাসেজ করে জানতে চেয়েছেন বাংলাদেশে পেপ্যাল সত্যি কি আসছে।
মেসেজের জবাবে পেপ্যাল বলেছে বাংলাদেশে বর্তমানে পেপ্যাল চালু নেই, তবে চালু হলে শিগগিরই জানানো হবে। যেহেতু বাংলাদেশ সরকারের সঙ্গে অফিশিয়ালি পেপাল প্রথমে চুক্তি করবে তার পরবর্তীতে পেপাল এর পক্ষ থেকে সরাসরি ঘোষণা আসবে যে পেপ্যাল লন্স হবে কি হবে না বাংলাদেশে। সেক্ষেত্রে অবশ্যই ডিসেম্বর মাস অব্দি আমাদেরকে অপেক্ষা করতে হবে।
পেপাল গঠনের কাজ করতেছে প্রযুক্তিযোদ্ধারা, যাদেরকে পেপাল মাফিয়া বলা হয়। বর্তমান সময়ে পেপালের মালিকানা রয়েছে ইবের। সরাসরি সাংবাদিকদের সামনে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান পেপ্যাল চালুর ব্যাপারে কথা বলেছেন গণমাধ্যমের সাথে। তার বলা কথা অনুযায়ী ডিসেম্বর মাসে চালু হতে পারে বাংলাদেশে পেপ্যাল।