ডিজিটাল ব্যাংকিং ব্যবস্হা বর্তমান সময়ে গুরুত্ব পাচ্ছে। তাই ডেবিট কার্ড বর্তমান সময়ে টাকা উত্তোলনে বেশি ব্যবহার হচ্ছে। সোনালী ব্যাংকের ডেবিট কার্ড সোনালী ব্যাংকের নিজস্ব এটিএম বুথ বা Q-Cash ATM বুথে ব্যবহার করা যাবে। বর্তমানে ডিজিটাল লেনদেনে অভ্যস্ত গ্রাহক কার্ড ছাড়া নিজ একাউন্টের লেনদেনের কথা চিন্তা করতে পারেন না।
সোনালী ব্যাংকের ডেবিট এটিএম কার্ডের চার্জ
বাৎসরিক ফি ৪০০ টাকা + ১৫% ভ্যাট
কার্ড রিপ্লেসমেন্ট ফি প্রতিবার ১০০ টাকা + ১৫% ভ্যাট
পিন রিপ্লেসম্যান্ট ফি প্রতিবার ১০০ টাকা + ১৫%ভ্যাট
যে সুবিধা পাবেন সোনালী ব্যাংকের ডেবিট এটিএম কার্ডে
– যেকোন সময় টাকা উত্তোলনের সুবিধা
– Ecommerce Transaction ও POS Transaction সুবিধা
– Bkash/Nagad একাউন্টে টাকা ট্রান্সফারের সুবিধা
– Income Tax, Vat, Travel Tax, Passport Fee সহ বিভিন্ন ধরনের ফি প্রদান করার সুবিধা
– মোবাইল রিচার্জ করার সুবিধা
– একাউন্টের ব্যালেন্স চেক করা সহ আরো অনেক কিছু সুবিধা।
এটিএম বুথ থেকে টাকা উত্তোলন চার্জ
সোনালী ব্যাংকের এটিএম থেকে টাকা উত্তোলন সম্পূর্ণ ফ্রি।
Q-Cash ATM থেকে উত্তোলন ১০ টাকা + ১৫% ভ্যাট।
NPSB ATM এর জন্য ১৫ টাকা + ১৫%ভ্যাট।
VISA ATM এর জন্য ৪৫ টাকা + ১৫% ভ্যাট।
POS ট্রানজেকশন সম্পূর্ণ ফ্রি।
ইসলামী ব্যাংক ঋণ নাকি সুদ মুক্ত ঋণের বিকল্প নিন আপনিও
এটিএম থেকে টাকা উত্তোলন লিমিট
ATM বুথ থেকে সোনালী ব্যাংকের ডেবিট কার্ড ব্যবহার করে প্রতিবার ২০ হাজার টাকা উত্তোলন করা যাবে, এর বেশি নয়। তবে প্রতিদিন সর্বোচ্চ ৫০ হাজার টাকা উত্তোলন করতে পারবে গ্রাহক।
তবে বর্তমান কোভিড-১৯ পরিস্থিতিতে বাংলাদেশ ব্যাংক এর নির্দেশনা অনুযায়ী প্রতিবার ট্রানজেকশনে ৩০ হাজার টাকার বেশি নয়। দৈনিক লিমিট সর্বোচ্চ ১ লক্ষ টাকায় উন্নীত করা হয়েছে যা
ব্যালেন্স চেক ও ব্যালেন্স স্টেটমেন্ট চার্জ
Sonali Bank ATM থেকে ব্যালেন্স চেক ও স্টেটমেন্ট সম্পূর্ণ ফ্রি।
Q-Cash ATM থেকে ব্যালেন্স চেক ও স্টেটমেন্ট সম্পূর্ণ ফ্রি।
NPSB ATM থেকে ব্যালেন্স চেক ও স্টেটমেন্ট ৫ টাকা + ১৫% ভ্যাট
VISA ATM থেকে ব্যালেন্স চেক ও স্টেটমেন্ট ৫ টাকা + ১৫% ভ্যাট
যেসব ব্যাংকের এটিএম ও Q-Cash Network ATM থেকে টাকা উত্তোলন সুবিধা পাবেন
• সোনালী ব্যাংক লিমিটেড
• আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেড
• আইএফআইসি ব্যাংক লিমিটেড
• অগ্রণী ব্যাংক লিমিটেড
• বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেড
• বাংলাদেশ কৃষি ব্যাংক
• ব্যাংক এশিয়া লিমিটেড
• বেসিক ব্যাংক লিমিটেড
• এক্সিম ব্যাংক লিমিটেড
• ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড
• যমুনা ব্যাংক লিমিটেড
• জনতা ব্যাংক লিমিটেড
• ন্যাশনাল ক্রেডিট এন্ড কমার্স ব্যাংক লিমিটেড
• এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেড
• এনআরবি গ্লোবাল ব্যাংক লিমিটেড
• ওয়ান ব্যাংক লিমিটেড
• মেঘনা ব্যাংক লিমিটেড
• মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড
• মিডল্যান্ড ব্যাংক লিমিটেড
• মধুমতি ব্যাংক লিমিটেড
• ন্যাশনাল ব্যাংক লিমিটেড
• রূপালী ব্যাংক লিমিটেড
• শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড
• সীমান্ত ব্যাংক লিমিটেড
• ইউনিয়ন ব্যাংক লিমিটেড
• উত্তরা ব্যাংক লিমিটেড
• সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড
• সাউথ বাংলা এগ্রিকালচার এন্ড কমার্স ব্যাংক লিমিটেড
• স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড
• ট্রাস্ট ব্যাংক লিমিটেড
• উরি ব্যাংক লিমিটেড
Ecommerce Transaction
Ecommerce Transaction এ লেনেদেন সবার ১০ হাজার টাকা লিমিট দেওয়া থাকে। গ্রাহক চাইলে তার নিজ শাখায় আবেদন করে লিমিট ৫০ হাজার টাকা পর্যন্ত করতে পারবেন।
POS Transaction
ভিসা সাপোর্ট করে এমন POS মেশিন এ লেনদেন লিমিট প্রতিদিন সর্বোচ্চ ১,৫০,০০০/- তবে প্রতিবার সর্বোচ্চ ৫০,০০০/- টাকা, তবে এর বেশি নয়।
গুরুত্বপূর্ণ তথ্য
– নেটওয়ার্ক সমস্যা বা যান্ত্রিক ত্রুটি জনিত কারণে অনেক সময় দেখা যায় যে কার্ড পাঞ্চ করার পর গ্রাহকের একাউন্ট হতে টাকা কর্তন হয়েছে, তবে মেশিন থেকে গ্রাহক কোন টাকা রিসিভ করেনি। এমন হলে চিন্তার কোন কারণ নেই। আপনি ঘড়িতে তখনকার সময় খেয়াল করুন, প্রয়োজনে নোট করে রাখুন। এবার আপনার মোবাইলে চেক করে দেখুন কোনো রিভার্সাল মেসেজ এসেছে কিনা? যদি অটো রিভার্সাল মেসেজ আসে তাহলে কোনো আর কোনো চিন্তার দরকার নেই। আর যদি মেসেজ না এসে থাকে তবে সোনালী ব্যাংকের যেকোন শাখায় বা সংশ্লিষ্ট শাখাতে গিয়ে বিষয়টি জানান ও ATM Dispute ফরমে প্রয়োজনীয় সব তথ্য দিয়ে ফরম পূরণ করে শাখায় জমা দিন। আপনার পূরণ করা ফরম শাখা থেকে সাথে সাথে প্রধান কার্যালয়ে পাঠিয়ে দেয়া হবে ও সর্বোচ্চ ৪৫ কর্ম দিবসসের মাঝে ঐ পরিমাণ টাকা গ্রাহকের একাউন্টে জমা হয়ে যাবে।
– কার্ড হারিয়ে গেলে প্রথমেই সোনালী ব্যাংকের গ্রাহকের নিজ শাখার কার্ড ডিভিশনে বিষয়টি প্রাথমিকভাবে জানাবেন, এতে করে তারা সেই হারিয়ে যাওয়া কার্ড এর সব ট্রানজেকশন বন্ধ করে দিবে। কোন কোন ক্ষেত্রে লিখিত আবেদনের প্রয়োজন হতে পারে শাখা ভেদে।