রাষ্ট্রীয় মালিকানাধীন সোনালী ব্যাংকের ওপর সবার ভরসা রয়েছে যেহেতু এটি সরকারি ব্যাংক। প্রয়োজন এর স্বার্থে আমরা ব্যাংকিং ব্যবস্থায় অভ্যস্ত হয়ে পড়েছি। সোনালী ব্যাংকের সেভিং একাউন্টে বিপরীতে চার্জ কি রকম রয়েছে এবং সোনালী ব্যাংকের সেভিং একাউন্ট কিভাবে খুলবেন ? তার সব কিছু জানাবো।
সেভিং একাউন্ট ১০০০ টাকা জমা দিয়ে খুলতে পারবেন সরাসরি সোনালী ব্যাংকের যেকোন শাখাতে। চাইলে Sonali eSheba অ্যাপস এর মাধ্যমে সোনালী ব্যাংকের একাউন্ট খুলতে পারবেন।
সেভিং একাউন্টে বিপরীতে কার্ড ব্যবহার করা যায়। তবে কার্ডের ধরনের উপর ভিত্তি করে তাদের চার্জ ভিন্ন রকম হতে পারে।
ডেবিট কার্ড নর্মাল ৪০০ টাকা + ৬০ টাকা ভ্যাট।
স্টুডেন্ট ডেবিট কার্ড ২০০ টাকা + ৩০ টাকা ভ্যাট।
ক্রেডিট কার্ড ৫০০ টাকা + ৭৫ টাকা ভ্যাট।
Sonali Bank Debit Card Details with Charge ক্লিক করুন
একাউন্ট রক্ষণাবেক্ষণ চার্জ বা অ্যাকাউন্ট মেইনটেইন চার্জ যা ৬ মাস পর পর বছরে দুই বার কর্তন যোগ্য
১) ০ থেকে ১০ হাজার টাকা একাউন্ট মেইনটেইন চার্জ ফ্রী।
২) ১০ হাজার টাকার অধিক কিন্তু ২৫ হাজার টাকা পর্যন্ত গড় আমানত স্হিতির জন্য সর্বোচ্চ ১০০ টাকা + ১৫% ভ্যাট।
৩) ২৫ হাজার টাকার অধিক কিন্তু ২ লক্ষ টাকা পর্যন্ত গড় আমানত স্হিতির জন্য সর্বোচ্চ ২০০ টাকা + ১৫% ভ্যাট।
৪) ২ লক্ষ টাকার অধিক কিন্তু ১০ লক্ষ টাকা পর্যন্ত গড় আমানত স্হিতির জন্য সর্বোচ্চ ২৫০ টাকা + ১৫% ভ্যাট।
৫) ১০ লক্ষ টাকার অধিক গড় আমানত স্হিতির জন্য সর্বোচ্চ ৩০০ টাকা + ১৫% ভ্যাট।
একাউন্ট বন্ধের নিয়ম
সেভিং একাউন্ট বন্ধের জন্য চার্জ ২০০ টাকা + ১৫% ভ্যাট।
SMS Charge যা ৬ মাস পর পর বছরে দুই বার কর্তন যোগ্য
এসএমএস চার্জ (ট্রানজেকশন এলার্ট) ৫০ টাকা + ৮ টাকা ভ্যাট ।
Excise Duty Charge যা বছরে একবার কর্তন যোগ্য
১) ০,০০ টাকা থেকে ১,০০,০০০ টাকা পর্যন্ত ফ্রি
২) ১,০০,০০১ থেকে ৫,০০,০০০ পর্যন্ত ১৫০ টাকা
৩) ৫,০০,০০১ থেকে ১০,০০,০০০ পর্যন্ত ৫০০ টাকা
৪) ১০,০০,০০১ থেকে ১,০০,০০,০০০ পর্যন্ত ৩,০০০ টাকা
৫) ১,০০,০০,০০১ থেকে ৫,০০,০০,০০০ পর্যন্ত ১৫,০০০ টাকা
৬) ৫,০০,০০,০০১ থেকে তদুর্ধ্ব ৪০,০০০ টাকা
চেক বুক চার্জ
১) ১০ পাতা পর্যন্ত Non MICR চেক বুক চার্জ ২৫ টাকা। প্রতি পাতায় Non MICE চার্জ ২.৫০ টাকা।
২) ২০ পাতা পর্যন্ত MICR চেক বুক চার্জ ৮০ টাকা। প্রতি পাতায় MICR চার্জ ৪ টাকা।
হিসাব সংক্রান্ত ও অন্যান্য
১) স্থিতি নিশ্চিতকরণ সনদ ফি (Balance Confirmation Certificate Fee): ষান্মাসিক ও বাসরিক ভিত্তিতে
অর্থাৎ বছরে দু’বার ব্যাংকের আমানত হিসাবধারী প্রত্যেক গ্রাহককে হিসাবের স্থিতি নিশ্চিতকরণ সনদ (হিসাব বিবরণীসহ) প্রদানের জন্য কোন চার্জ/ ফি আদায় করা যাবে না। তবে, গ্রাহককে বছরে দুবারের বেশী এ সনদ (হিসাব বিবরণীসহ) গ্রহণ করতে হলে সে ক্ষেত্রে প্রতিবার সর্বোচ্চ ১০০/-টাকা চার্জ/ ফি আদায় করা যাবে।
২) স্বচ্ছলতা সনদ (Solvency Certificate) ও স্বচ্ছলতা সনদ প্রদানের ক্ষেত্রে প্রতিবার সর্বোচ্চ ২০০/-টাকা
চার্জ/ ফি আদায় করা যাবে।
৩) চেক ফেরতের ক্ষেত্রে প্রতিবার সর্বোচ্চ ৫০/-টাকা চার্জ/ ফি আদায় করা যাবে।
৪) বিও একাউন্ট খােলার ক্ষেত্রে বিও সনদ প্রদানের চার্জ সর্বোচ্চ ১০০/-টাকা আদায় করা যাবে।
৫) অর্থ প্রদান নির্দেশনা স্থগিতকরণ (Stop Payment Instruction) গ্রাহক কর্তৃক হিসাব/ চেকে প্রদত্ত অর্থ প্রদান নির্দেশনা (Payment Instruction) স্থগিতকরণ চার্জ প্রতিবার অনুরােধের ক্ষেত্রে সর্বোচ্চ ১০০/-টাকা এক অর্থ প্রদান নির্দেশনা স্থগিতকরণ বাতিলের ক্ষেত্রে প্রতিবার অনুরােধে সর্বোচ্চ ৫০/-টাকা আদায় করা যাবে।
৬) পে-অর্ডার (PO) ইস্যুর ক্ষেত্রে অনাধিক ১,০০০/-টাকা পর্যন্ত সর্বোচ্চ ২০/-টাকা, ১,০০১/-হতে অনাধিক ১,০০,০০০/-টাকা পর্যন্ত সর্বোচ্চ ৫০/-টাকা এবং ১,০০,০০০/-টাকার অধিক পরিমাণের ক্ষেত্রে সর্বোচ্চ ১০০/ টাকা চার্জ/ ফি আদায় করা যাবে। পে-অর্ডার বাতিলের ক্ষেত্রে প্রতিবার সর্বোচ্চ ৫০/-টাকা চার্জ/ ফি আদায় করা যাবে।
৭) ডিমান্ড ড্রাফট (DD), টেলিগ্রাফিক ট্রান্সফার (TT), মেইল ট্রান্সফার (MT ‘) প্রভৃতি ইন্সট্রুমেন্ট ইস্যুর ক্ষেত্রে অনধিক ১,০০০/-টাকা পর্যন্ত সর্বোচ্চ ২০/-টাকা, ১০০১/-হতে অনধিক ১,০০,০০০/-টাকা পর্যন্ত সর্বোচ্চ ৫০/-টাকা ১,০০,০০১/-হতে অনধিক ৫,০০,০০০/-টাকা পর্যন্ত সর্বোচ্চ ১০০/ -টাকা, ৫০০.০০১/-হতে অনধিক ১০,০০,০০০/-পর্যন্ত সর্বোচ্চ ২০০ টাকা এবং ১০,০০,০০০/-টাকার অধিক পরিমাণের ক্ষেত্রে সর্বোচ্চ ৩০০/-টাকা
চার্জ/ ফি আদায় করা যাবে। ইন্সট্রুমেন্টসমূহ বাতিলের ক্ষেত্রে প্রতিবার সর্বোচ্চ ৫০/-টাকা চার্জ/ ফি আদায় করা যাবে।
একটি সেভিংস একাউন্ট ও ডি পি এস এবং সাথে e Wallet use করলে বাৎসরিক কত কাটবে?
no charge