বিদেশ গিয়ে বিকাশ ব‍্যবহার কার যাবে সুখবর । বিদেশ থেকে বিকাশ একাউন্ট খোলার নিয়ম সুবিধা ও অসুবিধা

প্রবাসী ভাই এবং বোনেদের দীর্ঘদিনের দাবি ছিল বিদেশে বসে যেন বিকাশ অ্যাপস বৈধভাবে ব্যবহার করতে পারে। জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বিকাশ কর্তৃপক্ষ বিদেশ থেকেও বিকাশ অ্যাপস বৈধভাবে ব্যবহারের পারমিশন দিচ্ছে। এক্ষেত্রে বিদেশে যারা কাজের উদ্দেশ্যে গিয়েছে তারা কিন্তু এটা ব্যবহার করতে পারবে। তবে সামান্য কিছু সীমাবদ্ধতা রয়েছে সম্পূর্ণ বিষয়গুলি জানিয়ে দেওয়ার চেষ্টা করব।


যেসব দেশ থেকে বিকাশ অ্যাপ ব‍্যবহার করা যাবে
সৌদি, আরব আমিরাত, যুক্তরাজ‍্য, কানাডা, নেপাল, ওমান, বাহারাইন, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইতালি, কাতার ও কুয়েত।


বিকাশ অ্যাপে গিয়ে নাম্বার পরিবর্তন অপশনে গিয়ে, যে দেশে আছেন সেই দেশ সিলেক্ট করে সেই দেশের নাম্বার দিয়ে পরবর্তী অপশনে গিয়ে আপনার দেশের বিকাশ একাউন্ট বিদেশে চালু করতে পারবেন। এক্ষেত্রে পাসপোর্টে ইমিগ্রেশনের সিল দেওয়া ছবি তুলে অনলাইনে সাবমিট করতে হবে। এছাড়া আপনার এনআইডি এর উভয় পাশের ছবি তুলে ও সেলফি দিয়ে সাবমিট করলেই অনলাইনে বিদেশে বিকাশ একাউন্ট খোলা যাবে।


বিদেশি বিকাশ একাউন্টের সীমাবদ্ধতা
বিদেশে থাকা অবস্থায় এই অ্যাকাউন্টের কিছু সীমাবদ্ধতা রয়েছে। অ্যাকাউন্ট থেকে শুধু সেন্ড মানি বিদেশ থেকে দেশে করা যাবে, মোবাইল রিচার্জ করা যাবে ও রেমিটেন্স অপশন ব‍্যবহার করার যাবে। রেমিটেন্স বিকাশ একাউন্ট থেকে শুধু দেশে ব‍্যবহৃত যেকোন বিকাশে টাকা পাঠানো যাবে, কিন্তু দেশে ব‍্যবহৃত বিকাশ থেকে সেন্ড মানি বিদেশি নাম্বার দিয়ে খোলা একাউন্টে করা যাবে না।


বিদেশি নাম্বার দিয়ে খোলা বিকাশ একাউন্টে কিভাবে টাকা তুলবেন ঢুকাবেন
বিকাশের সাথে বিভিন্ন দেশে বেশ কিছু মানি এক্সচেঞ্জ হাউস ও এমটিও এর চুক্তি আছে। আপনি বিদেশে যা আয় করেন সে দেশের মুদ্রা ঐ সব দেশের মানি এক্সচেঞ্জ হাউস ও এমটিও গিয়ে দিয়ে আপনার বিকাশ নাম্বার বলবেন বিদেশি বিকাশ নাম্বারে ক‍্যাশ ইন করবেন, তাহলে বিদেশি নাম্বার দিয়ে খোলা বিকাশ একাউন্টে তারা টাকা ক‍্যাশ ইন করে দিবে বা ডুকিয়ে দিবে। আর এই টাকা আপনি দেশের যেকোন বিকাশ নাম্বারে সেন্ড মানি করে পাঠিয়ে দিতে পারবেন।


Money Exchange House & MTO List


আবার যখন বিদেশ থেকে দেশে আসবেন তখন বিকাশ অ্যাপে গিয়ে নাম্বার পরিবর্তন অপশন থেকে দেশের আপনার নাম্বার দিবেন। তখন বিদেশে নাম্বার পরিবর্তন হয়ে দেশি টাইপের বিকাশ একাউন্ট পাবে। তবে এই একাউন্টে ওপরে বলা সীমাবদ্ধতা থাকবে না। বিদেশি বিকাশ নাম্বার থেকে দেশি বিকাশ নাম্বারে কনভার্ট করলে, বিদেশের বিকাশ নাম্বারে যে পরিমাণ টাকা ছিল তা দেশি বিকাশ নাম্বারে চলে আসবে

 

error: Content is protected !!