আল আরাফাহ ইসলামি ব্যাংক প্রতি মাসে মুনাফা প্রদান করে মান্থলি প্রফিট ডিপোজিট স্কিমে। এক লক্ষ টাকা, দুই লক্ষ টাকা, তিন লক্ষ টাকা, চার লক্ষ টাকা, পাচ লক্ষ টাকা বা যেকোনো পরিমাণ অ্যামাউন্ট রাখতে পারবে। একাউন্টের মেয়াদ হয়ে থাকে দুই বছর মেয়াদী তিন বছর মেয়াদী এবং পাঁচ বছর মেয়াদি। একাউন্ট এর বিপরীতে মুনাফা প্রদান করা হয় ৬.২৫ শতাংশ হারে।
১ লাখ টাকার বিপরীতে প্রতি মাসে ৫২০ টাকা পাওয়া যায় প্রায়
২ লাখ টাকার বিপরীতে প্রতি মাসে ১০৪০ টাকা পাওয়া যায় প্রায়
৩ লাখ টাকার বিপরীতে প্রতি মাসে ১৫৬০ টাকা পাওয়া যায় প্রায়
৪ লাখ টাকার বিপরীতে প্রতি মাসে ২০৮০ টাকা পাওয়া যায় প্রায়
৫ লাখ টাকার বিপরীতে প্রতি মাসে ২৬০০ টাকা পাওয়া যায় প্রায়
একাউন্ট এর বিপরীতে কর্জ বা ঋণ সুবিধা গ্রহণ করা যায়। উপরে দেখানো প্রাপ্য মুনাফার বিপরীতে একাউন্ট খোলার সময় রিটার্ন প্রদানের প্রমাণ পত্র প্রদান করলে ১০% সোর্স ট্যাক্স কর্তন যোগ্য রিটার্ন প্রদানের প্রমাণপত্র প্রদান না করলে ১৫% সোর্স ট্যাক্স কর্তনযোগ্য।
কারা খুলতে পারবে এ একাউন্ট
১৮ বছর বয়স্ক বা প্রাপ্ত বাংলাদেশী নাগরিক। একাউন্ট খোলার জন্য একাউন্ট ধারীর ও নমিনীর দুই কপি পাসপোর্ট সাইজের ছবি এবং জাতীয় পরিচয় পত্র অথবা পাসপোর্টের ফটোকপির প্রয়োজন হবে