সঞ্চয়পত্র টাকা ব্যাংক মেরে দিবে ? সঞ্চয়পত্র একটিভ হতে কত দিন সময় লাগে ?সঞ্চয়পত্র কেনার নিয়ম ২০২২

২০২২ সালের বর্তমান সময়ে এসে সঞ্চয় পত্র ক্রয় প্রক্রিয়া অনেকটা জটিল হয়ে দাঁড়িয়েছে ব্যাংক। সঞ্চয়পত্র কেনার ক্ষেত্রে বর্তমান সময়ে লিমিট এর উপর ডিপেন্ড করে আয়কর রিটার্ন জমা দিতে হবে তার বাধ্যবাধকতা রয়েছে।

সঞ্চয়পত্র ক্রয়ের ব্যাংক প্রমাণ
সঞ্চয়পত্র কেনার জন্য ব্যাংকে চেক জমা দিচ্ছেন, ব্যাংক থেকে কি প্রমান পত্র দেয়া হবে যে সে টাকা আপনার ই? সঞ্চয়পত্র ক্রয়ের সময় ব্যাংকের চেক প্রদান করলে অবশ্যই a/c payeer ক্রস করে দিবেন। যার ফলশ্রুতিতে কেউ এই চেক ক‍্যাশ করে পারবে না কেউ। এর ফলশ্রুতিতে আপনার টাকা গুলো মার যাওয়ার কোনো সম্ভাবনা থাকেনা। কারন সঞ্চয়পত্র কেনার সময় ব্যাংকের চেক জমা দিলে এর বিপরীতে আপনাকে কোন এভিডেন্স দেওয়া হবে না। যদিও বাংলাদেশের সরকারি বেসরকারি সকল ব্যাংক সিসিটিভি ক্যামেরা যুক্ত, ফলে আপনার টাকা থাকবে সিকিউর।

সঞ্চয়পত্র ক্রয় হতে কতদিন সময় লাগে ?
সঞ্চয় পত্র নিয়ে বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ আপডেট সার্কুলার পড়ছে সঞ্চয় পত্র ক্রয় সঞ্চয় পত্র অ্যাক্টিভাতে সর্বোচ্চ এক কর্মদিবসের মত সময় লাগে। কিন্তু বাস্তবিক পক্ষে সঞ্চয়পত্র ক্রয় ও অ্যাক্টিভ হতে বাংলাদেশের তফসিলি সরকারি বা বেসরকারি ব্যাংক থেকে সর্বোচ্চ তিন দিনের মতো সময় লেগে যাচ্ছে। যদি একদিনের মধ্যে সঞ্চয়পত্র ক্রয় করতে চান সে ক্ষেত্রে ব্যাংক বা পোস্ট অফিস ব্যতীত নিকটবর্তী জেলা সঞ্চয় অধিদপ্তর থেকে সঞ্চয়পত্র ক্রয় করতে পারেন, তাহলে একদিনের মধ্যেই সঞ্চয়পত্র ক্রয় এবং একটিভ হয়ে যাবে।

সকল পেপারস পূরণ করে চেক জমা দেওয়ার পরবর্তীতে গ্রাহকদের ব্যাংক একাউন্ট থেকে প্রথমে টাকা কেটে নেওয়া হবে বা ডেবিট করা হবে জাতীয় সঞ্চয় অধিদপ্তর এর ব্যাংক একাউন্টে। এর অর্থ এই নয় যে ঐ সময় হতে গ্রাহকদের সঞ্চয়পত্র টি অ্যাক্টিভ হয়ে গেল। একাউন্ট থেকে ডেবিট হওয়ার কিছু সময় পরে নিচের ছবির মত দুই নাম্বার মেসেজ যদি আপনার ফোনে আসে তাহলে ভাববেন সঞ্চয়পত্রটি ক্রয় করা হয়ছে ও একটিভ হয়ে গিয়েছে ।


সঞ্চয়পত্র ভেদে তিন থেকে পাঁচ বছর পরবর্তী সময়ে, আবার ঐ একই তারিখ, একই সময়ে গ্রাহকরা সঞ্চয়পত্রের মূল টাকা টি গ্রাহকদের ব্যাংক একাউন্টে ফেরত পেয়ে যাবেন।

error: Content is protected !!