একটি জাতীয় পরিচয়পত্র বা ভোটার আইডি দিয়ে কয়টি রকেট একাউন্ট খোলা যায় ? একটি সিমে কয়টি রকেট একাউন্ট খোলা যায় ? অনেকের সাধারণ প্রশ্ন
রকেট হল বাংলাদেশর মোবাইল ব্যাংকিং ফিন্যান্সিয়াল সার্ভিস । যার মাধ্যমে ক্যাশ ইন, ক্যাশ আউট, টাকা পাঠানো, মোবাইল রিচার্জসহ বিবিধ দৈনিক লেনদেন সুবিধা দিয়ে থাকে।
বর্তমান সময়ে লক্ষ্য করতে পারি ২ ধরনের ভোটার কার্ড দেখা যায় ১) লেমিনিটিং জাতীয় পরিচয় পত্র, ২) স্মার্ট কার্ড । ২ ধরনের ভোটার কার্ড হওয়ার কারণে একই ব্যক্তির ২ ধরনের ভোটার কার্ডে ২টি ভিন্ন নাম্বার রয়েছে কোনটি ১৩ ডিজিট আবার কোনটি ১৬ ডিজিট ।
আমার বাস্তব অভিঙ্গতা থেকে দেখেছি যে, এই ২ ধরনের জাতীয় পরিচয় পত্র দিয়ে ২ সিমে ২ বিকাশ একাউন্ট খোলা যায়, তবে ১টি সিমে কখনোই ১টি এর রকেট একাউন্ট খোলা যায় না ।
যদি একই ব্যক্তির দুটি ধরনের ভোটার কার্ডের নাম্বার দুইটা রকেট একাউন্ট খোলা থাকে, পরবর্তীতে রকেট কৃতপক্ষ একাউন্ট ধারণকারীকে ফোন দিয়ে তথ্য হালনাগাদ করে যেকোন একটি রকেট একাউন্ট বন্ধ করার অনুরোধ করবে, আর সে ক্ষেত্রে ১টি অ্যাকাউন্ট সচল থাকবে ।