বর্তমান সময়ে বেসরকারি ব্যাংকের তুলনায় সরকারি ব্যাঙ্কেই মানসিক ডিপোজিট করতে বেশি স্বাচ্ছন্দ বোধ করে। আজকে কথা বলবো সরকারি অগ্রনী ব্যাংকের এফডিআর প্যাকেজ নিয়ে। অগ্রণী ব্যাংকে বর্তমান সময়ে তিন মাস ছয় মাস বার মাস বা এর চেয়ে বেশি সময় মেয়াদী এফডিআর করা যাচ্ছে। ভালো সুবিধাও দিচ্ছে তারা।
বর্তমান সময়ে তিন মাস মে দিয়ে পিয়ারে ৮.৫০% রেট, ৬ মাস মেয়াদী এফডিআরে ৮.৭৫% রেট, ১২ মাস মেয়াদী এফডিআরে ৯% রেট।
বর্তমান সময়ে তিন মাস মে দিয়ে পিয়ারে ৮.৫০% রেট, ৬ মাস মেয়াদী এফডিআরে ৮.৭৫% রেট, ১২ মাস মেয়াদী এফডিআরে ৯% রেট।
পরিমাণ |
৩ মাস ৮.৫০% |
৬ মাস ৮.৭৫% |
১২ মাস ৯.০০% |
১ লাখ |
২১২৫ |
৪৩৭৫ |
৯০০০ |
২ লাখ |
৪২৫০ |
৮৭৫০ |
১৮০০০ |
৩ লাখ |
৬৩৭৫ |
১৩১২৫ |
২৭০০০ |
৫ লাখ |
১০৬২৫ |
২১৮৭৫ |
৪৫০০০ |
৭ লাখ |
১৪৮৭৫ |
৩০৬২৫ |
৬৩০০০ |
৯ লাখ |
১৯১২৫ |
৩৯৩৭৫ |
৮১০০০ |
১০ লাখ |
২১২৫০ |
৪৩৭৫০ |
৯০০০০ |
টিডিএস কাটার পরবর্তী মুহূর্তে কি পরিমান মুনাফা দেওয়া হবে দেখে নিন। অ্যাকাউন্ট খোলার পরবর্তীতে রিটার্ন প্রদানের প্রমাণপত্র সাবমিট করলে ১০% হারে আয়কর কর্তন করবে। অ্যাকাউন্ট করার পরবর্তীতে রিটার্ন প্রদানের প্রমাণপত্র সাবমিট না করলে ১৫% ছাড়ে আয়কর কর্তন করবে।
পরিমাণ |
৩ মাস ৮.৫০% |
৬ মাস ৮.৭৫% |
১২ মাস ৯.০০% |
প্রতি লাখে |
২১২৫ |
৪৩৭৫ |
৯০০০ |
১০% TDS পর |
১৯১২ |
৩০৯৩ |
৮১০০ |
১৫% TDS পর |
১৮০৬ |
৩৬৮৩ |
৭৬৫০ |
মেয়াদ শেষ হবার আগে যদি এফডিআরটি ভাঙ্গেন তাহলে সঞ্চয় হিসাবের হারে মুনাফা পাবেন। তবে তিন মাসের আগে এফ ডি আর ভাঙ্গালে কোন ধরনের মুনাফা পাবেন না।
এফ ডি আর খোলার জন্য যা যা লাগবে
গ্রাহক এবং নমিনীর দুই কপি পাসপোর্ট সাইজের ছবি। গ্রাহক এবং নমিনির এনআইডি কার্ড পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স এর ফটোকপি। গ্রাহকের বাসার ইউটিলি বিল এর ফটোকপি। অগ্রণী ব্যাংকের একটি সেভিংস একাউন্ট। ১০ লক্ষ টাকার বেশি বিনিয়োগের ক্ষেত্রে রিটার্ন প্রদানের প্রমাণ পত্র।