লেনদেনের ধরণ গ্রাহকের চার্জ
নগদ জমা
নিজস্ব এজেন্ট আউটলেট একাউন্টে —- ফ্রী
অন্যান্য এজেন্ট আউটলেট একাউন্টে —- ০.২৫% (কমপক্ষে ১০ টাকা, সর্বোচ্চ ১০০ টাকা)
এজেন্ট আউটলেট হতে শাখার একাউন্ট —- ০.২৫% (কমপক্ষে ১০ টাকা, সর্বোচ্চ ১০০ টাকা)
শাখা হতে এজেন্ট আউটলেট —- ফ্রী
নগদ উত্তোলন
নিজস্ব এজেন্ট আউটলেট একাউন্ট হতে —- ফ্রী
অন্যান্য এজেন্ট আউটলেট একাউন্ট হতে —- ০.২৫% (কমপক্ষে ১০ টাকা, সর্বোচ্চ ১০০ টাকা)
শাখা হতে —- ফ্রী
নিজস্ব এটিএম হতে —- ফ্রী
এনপিএসবি/ভিসা/মাস্টার কার্ড এটিএম হতে —- ১৫ টাকা
অর্থ স্হানান্তর
নিজস্ব এজেন্ট আউটলেট একাউন্টে —- ফ্রী
অন্যান্য এজেন্ট আউটলেট/শাখার একাউন্টে —- ০.২৫% (কমপক্ষে ১০ টাকা, সর্বোচ্চ ১০০ টাকা)
BFTBN/NPSB এর মাধ্যমে — ০.২৫% (কমপক্ষে ১০ টাকা, সর্বোচ্চ ১০০ টাকা)
আরটিজিএস এর মাধ্যমে — ১৫০ টাকা।
বিকাশ, রকেট, নগদ ও অন্যান্য ওয়ালেট — ব্যাংক কর্তৃক নির্ধারিত।
ইউটিলিটি বিল
০ টাকা থেকে ৬০০ টাকা পর্যন্ত — ৫ টাকা
৬০১ টাকা থেকে ১২০০ টাকা পর্যন্ত — ১ টাকা
১২০১ টাকার ওপর যেকোন পরিমাণ — ১২ টাকা
বৈদেশিক রেমিটেন্স
পিন এর মাধ্যমে ও একাউন্টের মাধ্যমে উত্তোলন — ফ্রী
এটিএম কার্ড
কার্ডের ওপর ভিত্তি করে এটিএম কার্ডের বাৎসরিক চার্জ ভিন্ন হবে। সুবিধা যত বেশি, চার্জ তত বেশি।
ক্রেডিট কার্ডের বিল গ্রহণ —- ফ্রী
এটিএম কার্ড যেহেতু বিভিন্ন ধরনের হয়, তাই কার্ডের ওপর ভিত্তি করে, পিন রিসেট ফি ভিন্ন হবে।
একাউন্ট মেইনটেইন চার্জ
সঞ্চয়ী হিসাবে ৫০০০ টাকা পর্যন্ত ফ্রী, তার অনুধ্ব ব্যালেন্স থাকলে , ব্যাংক কতৃক চার্জ নিধারিত।
চলতি হিসাবের ফ্রী —- ব্যাংক কতৃক চার্জ নিধারিত।