শুধু শহরের মানুষ উন্নত ব্যাংকিং সেবা গ্রহণ করবে এমন তো হতে পারে না। তাই ঘরে ঘরে ব্যাংকিং সেবা পৌছে দেওয়ার লক্ষ্যে সিটি ব্যাংক এনেছে সিটি ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেবা। গ্রাহকের সকল ধরনের ব্যাংকিং, লেনদেন সহজ করণ এবং ব্যাংকিং, সেবাসমূহ সাধারণ মানুষের দোর গোড়ায় পৌঁছে দেওয়াই সিটি এজেন্ট ব্যাংকিং-এর প্রধান লক্ষ্য ও উদ্দেশ্য।
সিটি এজেন্ট ব্যাংকিং পূর্ণাঙ্গ ব্যাংকিং সেবাসূমহ
১) সেভিংস একাউন্ট, কারেন্ট একাউন্ট, স্টুডেন্ট একাউন্ট, কৃষক একাউন্ট, গার্মেন্টস শ্রমিক একাউন্ট খোলা হয়।
২) প্রবাসীদের বিদেশ হতে পাঠানো টাকা সহজে তোলা বা উত্তোলন করা যায়।
৩) আঙ্গুলের ছাপ দিয়ে নিরাপদে নিশ্চিন্তে ব্যাংকি সহজে।
৪) DPS একাউন্ট বা FDR একাউন্ট খোলা হয়, যার মাধ্যমে উচ্চ হারে ভাল মুনাফা।
৫) সাধারণ ব্যাংকিং এর পাশাপাশি ঋণ প্রদান করা হয়।
৬) নগদ টাকা জমা এবং উত্তোলন করা যায়।
৭) ডেবিট কার্ড এবং চেক বই প্রদান করা হয়।
৮) কোন ব্যাংকে সহজে টাকা পাঠানো ফান্ড ট্রান্সফার এর মাধ্যমে, একাউন্ট খোলার প্রয়োজন নেই।
৯) ফ্রী যেকোন একাউন্টের মিনি স্টেটমেন্ট ইস্যু করা।
১০) বিদ্যুৎ বিল প্রদান করা যায়
১১) বিদেশ হতে সরাসরি সিটি ব্যাংক সূমহের এজেন্ট ব্যাংকিং Exehange Hause মাধ্যমে টাকা আসলে ৩% বোনাস পাবে গ্রাহক।
১২) একদম ফ্রী ব্যালেন্স অনুসন্ধান হয়।
পূর্ণাঙ্গ ব্যাংকিং সেবা নিয়ে সিটি এজেন্ট ব্যাংকিং, যেহেতু হাতের আঙ্গুলের ছাপে একাউন্ট খোলা, টাকা জমা ও উত্তোলন পদ্ধতি তাই টাকা পয়সা সিকিউর। বিস্তারিত তথ্যের জন্য ১৬২৩৪ ফোন করুন ।