সবার জন্য সিটি ব্যাংকের এর পারসোনাল লোন ।
লোন নেওয়ার যোগ্যতা : (City Bank)
যিনি ঋণ নিতে ইচ্ছুক তাকে প্রাপ্ত বয়স্ক মানে ২২ হতে ৬০ এর মাঝে বয়স হতে হবে ।
ঋণ গ্রহণের জন্য মাসিক ইনকাম হতে হবে সর্বনিম্ন:
চাকুরীজীবিদের জন্য : ২০,০০০ টাকা
বাড়িওয়ালার জন্য : ৩০,০০০ টাকা
চিকিৎসক, প্রকৌশলী, হিসাবরক্ষক, স্থপতি ইত্যাদি : ৫০,০০০ টাকা
ব্যবসায়ীদের জন্য : ৫০,০০০ টাকা
লোনের পরিমাণ : (Personal Loan)
১ লাখ হতে সর্বোচ্চ ২০ লক্ষ পর্যন্ত ঋণ প্রদান করা হয়
সুবিধা সূমহ :
কোন প্রক্রিয়া করণ ফি ২% ।
লোন টেক ওভার সুবিধা প্রসেসিং ফি ছাড়া।
ঋণ পরিশোধের সময় ১২ হতে ৬০ মাস ।
দেশের যেকোন স্হান হতে লোন গ্রহণ ও কিস্তি পরিশােধ করা যায় ।
ঋণ পরিশােধের নিয়মঃ মাসিক কিস্তি ।
সুদের হার সর্বোচ্চ ৯% থেকে ১২% হয়ে থাকে । ( Interest Rate )
আবেদন গ্রহন করতে কত দিন লাগবে :
সদ্য তোলা ১ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি
ভোটার আইডি বা পাসপোর্ট এর ফটোকপি ।
– অভিঙ্গতা ২ বছর ।
– ব্যবসায়ীদের ক্ষেত্রে আপডেট ট্রেড লাইসেন্স
– একটি ব্যবসায় সর্বনিম্ন ৩ বছরের অভিজ্ঞতা ।
৬ বা ১২ মাসের ব্যাংক হিস্টোরি ।
পার্সোনাল গ্যারান্টর ২ জন ।
খারাপ সিআইবি এবং কর্পোরেট রিপোর্ট থাকলে লোন পাবেন না ।
লোন নেওয়ার জন্য আবেদন করেছি
Ami long nite chai