সবার জন্য সিটি ব্যাংকের এর পারসোনাল লোন ।
লোন নেওয়ার যোগ্যতা : (City Bank)
যিনি ঋণ নিতে ইচ্ছুক তাকে প্রাপ্ত বয়স্ক মানে ২২ হতে ৬০ এর মাঝে বয়স হতে হবে ।
ঋণ গ্রহণের জন্য মাসিক ইনকাম হতে হবে সর্বনিম্ন:
চাকুরীজীবিদের জন্য : ২০,০০০ টাকা
বাড়িওয়ালার জন্য : ৩০,০০০ টাকা
চিকিৎসক, প্রকৌশলী, হিসাবরক্ষক, স্থপতি ইত্যাদি : ৫০,০০০ টাকা
ব্যবসায়ীদের জন্য : ৫০,০০০ টাকা
লোনের পরিমাণ : (Personal Loan)
১ লাখ হতে সর্বোচ্চ ২০ লক্ষ পর্যন্ত ঋণ প্রদান করা হয়
সুবিধা সূমহ :
কোন প্রক্রিয়া করণ ফি ২% ।
লোন টেক ওভার সুবিধা প্রসেসিং ফি ছাড়া।
ঋণ পরিশোধের সময় ১২ হতে ৬০ মাস ।
দেশের যেকোন স্হান হতে লোন গ্রহণ ও কিস্তি পরিশােধ করা যায় ।
ঋণ পরিশােধের নিয়মঃ মাসিক কিস্তি ।
সুদের হার সর্বোচ্চ ৯% থেকে ১২% হয়ে থাকে । ( Interest Rate )
আবেদন গ্রহন করতে কত দিন লাগবে :
সদ্য তোলা ১ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি
ভোটার আইডি বা পাসপোর্ট এর ফটোকপি ।
– অভিঙ্গতা ২ বছর ।
– ব্যবসায়ীদের ক্ষেত্রে আপডেট ট্রেড লাইসেন্স
– একটি ব্যবসায় সর্বনিম্ন ৩ বছরের অভিজ্ঞতা ।
৬ বা ১২ মাসের ব্যাংক হিস্টোরি ।
পার্সোনাল গ্যারান্টর ২ জন ।
খারাপ সিআইবি এবং কর্পোরেট রিপোর্ট থাকলে লোন পাবেন না ।
লোন নেওয়ার জন্য আবেদন করেছি
আমি লোন নিতে চাই সময় মতো ফিরিয়ে দিব
আমি যশোর শাখা থেকে পাছোনাল লোন নিতে চাই া কিন্তু আমি নিতে পারছি না
ami dhaka theke ami loan nite chai
লোন নিতে চাই
আমার কিছু টাকা লাগবে
Ami long nite chai
আমি লোন নিতে চাই আমি একজন কর্মজিবি
মেহেরপুর জেলা গাংনি থানা ধানখোলা বাজাী
আমি সিটি ব্যাংকে লোন নিতে চাই। সময় মতো ফেরত দিব।আমি একজন কমজিবি।
আমি লোনের জন্য আবেদন করতে চাই
আমি লোন নিতে চাই
আমি লোন নিব