কেন ল্যাপটপ কুলিং প্যাড ব্যবহার করবেন ?
দিন যত যাচ্ছে প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান গুলো ইলেকট্রনিক পন্যের আকার ছোট করে ফলছে । বর্তমানে ল্যাপটপ ও নোটপ্যাডের থিকনেস কমে যাচ্ছে । সিপিইউ এবং জিপিইউ ঠান্ডা করার বিষয় গুলো ক্রমশ চ্যালেঞ্জিং হয়ে উঠছে, এই অংশগুলি কর্মক্ষমতা নিয়ন্ত্রণ করে থাকে ল্যাপটপের । মোটা মুটি সবার সাধ্যের মাঝের দীর্ঘস্হায়ী কুলিং প্যাডের পরি করে দিব আজকে ।
ল্যাপটপ কুলিং প্যাডের উপকারিতা বা সুবিধা
ডেস্কপট কম্পিউটারকের সিপিওকে শীতলকরণ করার জন্য যেমন ফ্যান দরকার হয় , ঠিক তেমনি ল্যাপটপকে শীতলীকরণ করার জন্য ল্যাপটপ কুলিং প্যাড ব্যবহার করা হয় । একটি অবসাবধানতার কারণে আপনার প্রিয় ল্যাপটপ নস্ট হতে সময় লাগবে না, খুব সহজেই মাদারবোর্ড পুড়ে যাবে যদি না ল্যাপটপ তার নিজের হিট কন্ট্রোল করতে না পারে ।
Laptop Cooling Pad Price in Bangladesh
অনেক সময় দেখা যায় কুলিং প্যাডগুলি একটি ফ্যান – বা একাধিক ছোট ছোটগুলি দিয়ে চালিত হয় – যা বেশ কিছুটা হিট রিডিওস করে । তবে ডবল ফ্যানের কুলিং প্যাড নেওয়া ভাল । ল্যাপটপ কুলিং প্যাড ল্যাপটপের অতিরিক্ত হিটকে কমাতে সহয়তা করে, এটি আপনার ল্যাপটপের দীর্ঘায়ু দীর্ঘায়িত করতে পারে। যদি ক্রমাগত অতিরিক্ত তাপমাত্রায় চালিত না হয় তবে সেই সিপিইউ এবং জিপিইউ দীর্ঘস্থায়ী হবে।
ল্যাপটপ কুলিং প্যাডের কানেক্টিভিটি
কুলিং প্যাডের বিল্ড কোয়ালিটি মোটামুটি ভাল মানের । যেকোন সমতল অবস্থানে কুলিং প্যাড ব্যবহার করা যায় । বেশিরভাগ ক্ষেত্রে কুলিং প্যাড গুলো কালো রঙের হয়ে থাকে । ল্যাপটপের জন্য কোন আকারের কুলিং প্যাডের দরকার তা নির্ভর করে ল্যাপটপটের আকারের ওপর । এটি ব্যবহার করা যায় খুব সহজেই, USB 2.0 পোটের মাধ্যমে এটি চালিত হয়ে থাকে, বেশিরভাগ নোটবুকে এটি থাকে, USB 2.0 থেকে USB 2.0 তে ক্যাবলটি লাগিয়ে কুলিং প্যাডের সুইচ অন করে দিলে এটি চলতে থাকবে । তবে এর সাথে দেওয়া USB 2.0 ক্যাবলটির কোয়ালিটি বেশি ভাল হয় না, কিছু মাস ব্যবহারের পর ক্যাবলটি নস্ট হয়ে, যাওয়ার সম্ভাবনা থাকে ।
ল্যাপটপ কুলিং প্যাডের ওজন ও স্প্রীড
কুলিং প্যাড ওয়েট ১ কেজির কাছাকাছি হয়ে থাকে, ফ্যানগুলোর স্পিড যথারিত ভাল মানের হয় । কুলিং প্যাডের ফ্যানের সাউন্ড থাকেনা বললেই চলে, বলা যেতে পারে সাইলেন্ট । একটু কুলিংয়ের জন্য অল্প কিছু অর্থ ব্যয় আপনার নোটবুকের/ল্যাপটপের সুরক্ষা দিবে, ফলে পরবর্তীতে বেশি পরিমাণ অর্থ ব্যায় করতে হবে না । Laptop Cooling Pad Daraz BD
একটি ল্যাপটপ কুলিং প্যাড কত দিন ব্যবহার করা যায় ?
কুলিং প্যাড যখন ব্যবহার করছেন তখন এটি নোটবুককে অতিরিক্ত ভাবে গরম হতে বাধা দেয়। অনেকেই বলতে পারে এটি কতদিন ব্যবহার করা যাবে, সত্যি বলতে কি আপনি যতটা যন্তে কোন গ্যাজেট ব্যবহার করবেন তা তত বেশি সার্ভিস ভাল দিবে আপনাকে । এটির বেলায় ও কথা টা তেমনি সত্য, যদিও প্রতিটি কুলিং প্যাডের নির্দিষ্ট সময় উল্লেখ থাকলেও হঠাত নস্ট হয়ে গেলে কিছু করার ই থাকবে না । তবুও কুলিং প্যাডের পিছনে লিখে দেওয়ায় থাকে কত ঘন্টা ব্যবহার করা যাবে , আমার কেনা কুলিং প্যাডে লেখা ছিল ২০ হাজার ঘন্টা ব্যবহার করা যাবে, আমি এখনো তা ব্যবহার করছি । যেসব কুলিং প্যাডের সামনের দিকে ল্যাপটপ আটকানোর স্ট্রিপ থাকে সেগুলো কেনা ভাল, এতে ল্যাপটপ কুলিং প্যাড থেকে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে না
ল্যাপটপ কুলিং প্যাড ব্যবহারের নিয়ম
আপনার নোটবুক কুলিং প্যাডের ওপর রেখে, আপনার সুবিধা মত কুলিং প্যাডের স্টান্ড রেখে সমস্যা ব্যতিরতেই ইজিতে ব্যবহার করতে পারবেন , এটি স্লিপারি নয়, যার ফলে নোটবুককে দুর্ঘটনা বসত পড়ে যাওয়া বাধা দেয় । Best Cooling Pad Review