অনেকেই আছে যারা ক্রেডিট কার্ড নিতে চায়, তবে অনেক কারনে ক্রেডিট কার্ড নিতে পারেন না। তাদের কথা চিন্তা করেই ডাচ বাংলা ব্যাংক নিয়ে এল প্রিপ্রেইড কার্ড এবার। ক্রেডিট কার্ডের সাথে তুলনা করলাম এ কারণে যে, ক্রেডিট কার্ডে যা যা সুযোগ সুবিধা থাকে তার সব এ কার্ড দিয়ে করতে পারবেন। তফাৎ একটাই ক্রেডিট কার্ডে আগেই থেকে একটি লিমিট নির্ধারিত অ্যামাউন্ট থাকে, আর প্রি-পেইড কার্ডে আগে অ্যামাউন্ট লোড করতে হয়। তারপর সেটা ক্রেডিট কার্ডের মত করে ব্যবহার করা যায়।
ডিবিবিএল প্রিপেইড কার্ডের ধরনগুলো হলো
1.Campus Card- (Duel Currency)
2. Haji Card- (Duel Currency)
3. Travel Card- (Duel Currency)
4. Payroll Card- (Duel Currency)
5. Femina Card- (Duel Currency)
6. Gift Card (Currrency Only BD)
ডাচ বাংলা ব্যাংকের ট্রাভেল কার্ড যেকোনো শ্রেণি পেশার মানুষের জন্য। তবে ছাত্র-ছাত্রী শিক্ষার্থীদের জন্য রয়েছে ক্যাম্পাস কার্ড সুবিধা।
ডিবিবিএল প্রিপেইড কার্ড কারা নিতে পারবেন?
১. যেকোনো বাংলাদেশী নাগরিক
২. যাদের ১৮ বছর বার এর বেশি বয়সের মানুষ
৩. জাতীয় পরিচয়পত্র/ জন্ম নিবন্ধন কার্ড আছে
৪. Traveller/E-commerce Developer/Freelancer/ Land Lord/ Land Lady/ Businessman
৫. যারা জব করেন অথচ কম সেলারীর জন্য ক্রেডিট কার্ড নিতে পারেন না
ডিবিবিএল প্রিপেইড কার্ডের কি কি সুবিধা
১. কার্ডটি হবে মাল্টিকারেন্সি তাই টাকাকে ডলারে কনভার্ট করে, সরাসরি এনডোজমেন্ট করা যায়।
২. দেশি বিদেশি যেকোন ই-কমার্সের যাবতীয় কাজ করতে পাবেন
৩. বিভিন্ন ধরনের অনলাইন পেইজের বুষ্টিং করাতে পারবেন
৪. নেটেলার/স্কিলে ডলার ডিপোজিট করা যাবে না। কারণ তা বাংলাদেশে অবৈধ।
৫. কেনাকাটার সুযোগ দেশ বিদেশে
৬. দেশের বাহিরে অবস্থানকালে ক্রেডিট কার্ডের মাধ্যমে যাবতীয় বিল পরিশোধের সুযোগ
৭. বার্ষিক কোন ফি নেই
৮. এসএমএস এলার্ট ফি নেই
৯. টাকা বা ডলার রি-লোড ফি নেই
১০. মাসিক স্টেটমেন্ট ফি নেই
১১. এ কার্ডের মাধ্যমে সব ধরনের বিল যেমন বিদ্যুৎ, গ্যাস, টিউশন ফি, ফরম ফিলাপ ইত্যাদি প্রদান করা যাবে।
কার্ডের ব্যালেন্স দেখবেন কিভাবে
ডাচ বাংলা ব্যাংক এর হেল্প লাইনে ফোন দিয়ে কার্ডের ব্যালেন্স দেখতে পারেন অথবা যেই ব্রাঞ্চ থেকে কার্ডটি নিয়েছেন ডাচ বাংলা ব্যাংকের ঐ ব্রাঞ্চ গিয়ে ব্যালেন্স দেখতে পারবেন অথবা ডাচ বাংলা ব্যাংকের এটিএম বুথে গিয়েও কার্ডের অবশিষ্ট ব্যালেন্স দেখতে পারবেন
ডাচ বাংলা ব্যাংক ক্যাম্পাস কার্ড অথবা ট্রাভেল কার্ডের চার্জ
১. কার্ড ইস্যুর সময় মাত্র মোট ৫৭৫ টাকা সরকারি ভ্যাট সহ দিতে হবে। এই ফি দেয়ার পর আর কোন ধরনের অতিরিক্ত বার্ষিক ফি দিতে হবে না ডিবিবিএলে।
২. কার্ড রিপ্লেসমেন্ট ফি ৪০০ টাকা। মেয়াদ শেষ হয়ে গেলে।
৩. কার্ড ক্লোজে চার্জ বা ফি নেই
৪. ব্যালেন্স স্টেটমেন্ট ফি ১০০ টাকা
৫. প্রথবার ফ্রী, তবে পিন ভুলে গেলেপিন রিপ্লেসমেন্ট ফি ২০০ টাকা
ডাচ বাংলা ব্যাংক ক্যাম্পাস কার্ড অথবা ট্রাভেল যে ডকুমেন্টস লাগবে?
১. জাতীয় পরিচয় পত্র/ জন্ম নিবন্ধন কার্ড
২. ১ কপি ছবি
৩. স্টুডেন্ট আইডি কার্ড (For Campus Card)
৪. নমিনির আইডি কার্ড
৫. নমিনির ১ কপি ছবি
৬. পাসপোর্ট কপি (only for endorsement)
কার্ড অ্যাক্টিভ এর জন্য প্রথমবার ৫০০০ টাকা ঐ কার্ডে ঢুকাতে হবে এ টাকা পরবর্তীতে সম্পূর্ণটাই তুলতে পারবেন গ্রাহকরা। ডুয়েল কারেন্সি তে কনভার্ট করার জন্য পাসপোর্ট এর প্রয়োজন হবে, তবে কার্ড নিতে গেলে জাতীয় পরিচয় পত্র অথবা জন্ম নিবন্ধন কার্ডের ফটোকপি দেওয়া যাবে
Related Keyword :
dutch bangla bank dual currency card, dutch bangla bank prepaid card, atm card, dutch bangla bank account, ডাচ বাংলা ব্যাংক ক্যাম্পাস কার্ড, visa card, ডাচ বাংলা ব্যাংক ট্রাভেল কার্ড, dbbl campus card charges,ডাচ বাংলা ব্যাংক কার্ড সুবিধা, dbbl travel card details, Multicurrency prepaid card, dbbl student card dual currency, dutch bangla bank, dbbl visa card charge, prepaid card, student card bd
I want to get dbbl customer helpline no. please send me that no.
আমি ডুয়েল কারেন্ছি মাস্টার কাড নিতে চাই
tell me the difference between travel card & Campus card.
And which one is better for me as a student?
কার্ড ছাড়া campus card এ টাকা জমা কিভাবে দিব? কেননা এই কার্ডের কোন একাউন্ট নম্বর নেই
Card numbar diye