ডিবিবিএল রকেট একাউন্টের আসল মালিক কে, যা জানা কিছুটা জটিল। ডাচ বাংলা ব্যাংক রকেট গ্রাহকদের সুরক্ষা পলিসির কারনে তা বলে দিবে না, ডাচ বাংলা ব্যাংকের হেল্প লাইনে ফোন দিলে। যদি জানতে ইচ্ছে করে কোন সিমে, কার নামে রকেট একাউন্ট নামে খোলা, কার জাতীয় পরিচয়পত্র দিয়ে খোলা তাও জানতে পারবেন এমন একটি মজার টিপস জানাবো।
তবে এজন্য ডাচ বাংলা ব্যাংকের Nexsus Pay Apps এর সাহায্যে নিতে হবে। গুগল প্লে স্টোর থেকে Nexsus Pay Apps নামিয়ে নিয়ে একাউন্ট খুলে খুব সহজে জানতে পারবেন, যেকোন সিমে কার নামে রকেট একাউন্ট খোলা রয়েছে। একাউন্ট খোলার সুবিধা বিনা পয়সায়।
ওপরের দিকে বামে 3 Bar অপশনে ক্লিক করুন। Send Money অপশন সিলেক্ট করুন।
৩টি কার্ড দেখতে পাবেন, তবে রকেটে এর যে কার্ড রয়েছে ৩ নাম্বার অপশনে তা সিলেক্ট করুন।
এরপর ওপর থেকে Other Account অপশন সিলেক্ট করুন। Type থেকে Rocket Mobile Number সিলেক্ট করুন
ওপরের ছবিতে Number অপশনে যেকোন বা যেকারো নাম্বার দিয়ে দিন, যার রকেট একাউন্টের মালিকানা দেখতে চান।
এরপর Account Name অপশনে ক্লিক করে জানতে পারবেন কার নামে, রকেট একাউন্ট খোলা রয়েছে।
আর এই নাম থেকেই জানতে পারবেন, আপনার কোন ফ্যামেলি মেম্বারের এনআইডি দিয়ে রকেট একাউন্ট খোলা রয়েছে।