ডিপিএস মানে ভবিষ্যতের জন্য একটু একটু করে সঞ্চয় করে রাখা, যা পড়ে কাজে দিবে দরকারে । ডাচ বাংলা ব্যাংক ডিপিএস লাভ কত ? ডাচ বাংলা ব্যাংক ডিপিএস রেট ? ডাচ বাংলা ব্যাংক ডিপিএস কিভাবে খুলবো ? ডাচ বাংলা ব্যাংক ডিপিএস খোলার নিয়ম ? হ্যা আপনার প্রশ্ন এই রকম হয়ে থাকলে পোস্টটি ফুল পড়ে নিন, আপনার ধারণা ক্লিয়ার হয়ে যাবে ।
ডিপিএস অ্যাকাউন্ট খোলার জন্য যোগ্যতা
ক) কেবলমাত্র ১৮ বছর বা বছরের বেশি বয়সী গ্রাহকরা (প্রতিষ্ঠান নয়) অ্যাকাউন্টটি খুলতে পারবেন ।
খ) কোন ব্যক্তি এক ডিপিএসের বেশি কিন্তু ব্যাংকের যে কোনও শাখায় সর্বোচ্চ ৫টি এক ক্যাটাগরির ডিপিএস খুলতে পারবেন।
গ) গ্রাহক চাইলে সেভিং একাউন্ট বা কারেন্ট একাউন্ট খুলে সেখান থেকে ডিপিএস একাউন্টের টাকা ব্যাংকে না গিয়ে ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে কিস্তিতে পরিশোধ করতে পারবেন । এই জন্য কোন চার্জ প্রযোজ্য হবে না ।
ঘ) প্রতি মাসে মাসিক কিস্তি নির্দিষ্ট তারিখের মধ্যে দেওয়া উচিত। কিস্তি পরিশোধে বিলম্ব করলে ব্যাংককে ৫০/-মাসে চার্জ প্রদান করতে হবে ।
নমিনী
ক) প্রতিটি অ্যাকাউন্টের জন্য অ্যাকাউন্টধারীর দ্বারা কেবল ০১ জন (একজন) ব্যক্তি মনোনীত নমিনি বা উত্তরাধিকার হতে পারবেন ।
খ) যদি অ্যাকাউন্টধারীর জীবনকালীন সময়ে মনোনীত নমিনি বা উত্তরাধিকার মারা যায় তবে মনোনয়ন বাতিল হবে। এ ক্ষেত্রে অ্যাকাউন্টধারীরা লিখিতভাবে পরামর্শ দেবেন একটি নতুন মনোনীত নমিনি দেওয়া যাবে ।
গ) অ্যাকাউন্টধারীর মৃত্যু ঘটলে, তার মনোনীত নমিনি বা উত্তরাধিকারী অ্যাকাউন্ট চালিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হবে না এবং তার আগে জমা দেওয়া টাকার পরিমাণের সাথে ব্যাংকের প্রচলিত নিয়ম অনুসারে নমিনিকে সনাক্তকরণের পরে অর্থ প্রদান করা হবে ।
ডিপিএস এ কিস্তির পরিমাণ ও মেয়াদ
১) ডিপিএস টি খোলা যাবে ৩ বছর / ৫ বছর / ৮ বছর / ১০ বছর মেয়াদ ভিত্তিতে, এর চেয়ে বেশিও না কমও নয় ।
২) অ্যাকাউন্ট খোলার সময় আবেদনকারী দ্বারা নির্বাচিত প্রাথমিক আমানতের কিস্তির পরিমাণ পরবর্তীতে পরিবর্তন করা যায় না।
৩) অ্যাকাউন্ট খোলার সময় আবেদনকারী দ্বারা নির্বাচিত মেয়াদ পরবর্তীতে পরিবর্তন করা যাবে না।
৪) ডিপিএসের পরিপক্কতার পরে বা মেয়াদ শেষে ব্যাংকে রক্ষিত আবেদনকারীর অ্যাকাউন্টে সুদের পাশাপাশি মূল পরিমাণ প্রদান করবে ।
৫) মাসিক কিস্তির পরিমাণ সর্বনিম্ন ৫০০ টাকা বা এর গুণিতক সর্বোচ্চ ৫০ হাজার টাকা ।
মেয়াদ শেষ হওয়ার আগে ডিপিএস অ্যাকাউন্ট বন্ধকরণ নিয়ম
ক) অ্যাকাউন্টধারক লিখিত আবেদনের মাধ্যমে যেকোন সময় (পরিপক্কতার পূর্বে) অ্যাকাউন্টটি বন্ধ করতে পারেন এবং আবেদনটি আবেদনকারী কর্তৃক যথাযথভাবে স্বাক্ষরিত হতে। এই ক্ষেত্রে অ্যাকাউন্ট থেকে ক্লোজিং চার্জ ১০০ টাকা।
খ) যদি অ্যাকাউন্টটি ৬ মাসের মধ্যে বন্ধ করে, তবে অ্যাকাউন্টধারীরা কেবলমাত্র স্ব-জমা জমা পরিমাণ ফেরত পাবেন এবং কোনও সুদ পাবে না।
গ) যদি অ্যাকাউন্টটি ৬ মাস পরে কিন্তু ৩ বছরের মধ্যে বন্ধ করলে ব্যাংকের প্রচলিত সঞ্চয়ী অ্যাকাউন্টের বিপরীতে সুদের হার অনুসারে মূল টাকা সহ সুদ দেওয়া হবে ।
ঘ) যদি অ্যাকাউন্টটি ০৩ বছর পরে বন্ধ করলে অ্যাকাউন্টধারীরা প্রচলিত সুদের হারের সাথে স্ব-জমা দেওয়া অর্থ ফেরত পাবেন ।
ডাচ বাংলা ব্যাংকের ব্রাঞ্চের আন্ডারে সর্বনিম্ন ৫০০ টাকায় ডিপিএস করার সুবিধা থাকলেও, ডাচ বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিং এর আন্ডারে সর্বনিম্ন ১০০ টাকায় ডিপিএস খোলা যায় । DEPOSIT PLUS SCHEME (DPS) ডাচ বাংলা ব্যাংক ডিপিএস ও ডাচ বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিং ডিপিএস লাভের হার
EMI/Tenor | 3 Years | 5 Years | 8 Years | 10 Years |
---|---|---|---|---|
500 | 19,747 | 35,000 | 61,552 | 82,064 |
1000 | 39,493 | 70,000 | 123,105 | 164,128 |
1500 | 59,240 | 105,002 | 184,658 | 246,192 |
2000 | 78,986 | 140,003 | 246,211 | 328,256 |
2500 | 98,733 | 175,004 | 307,764 | 410,320 |
3000 | 118,480 | 210,005 | 369,317 | 492,384 |
4000 | 157,973 | 280,007 | 492,423 | 656,513 |
5000 | 197,467 | 350,009 | 615,529 | 820,641 |
10000 | 394,934 | 700,018 | 1,231,059 | 1,641,282 |
15000 | 592,402 | 1,050,027 | 1,846,588 | 2,461,924 |
30000 | 1,184,804 | 2,100,054 | 3,639,177 | 4,923,848 |
50000 | 1,974,674 | 3,500,090 | 6,155,295 | 8,206,413 |
ক) এই প্রকল্পের আওতায় একাউন্ট খুললে মুনাফার টাকার ওপর সরকারি ট্যাক্স প্রযোজ্য হবে । একাউন্ট খোলার সময় টিন দিলে ১০% ট্যাক্স আর টিন না দিলে ১৫% ট্যাক্স ।
খ) অ্যাকাউন্টধারীদের কোনও চেক বই / পাস বই দেওয়া হবে না ।
গ) অ্যাকাউন্টধারীরা মূল পরিমাণের ৯০% অবধি ঋণ সুবিধা অর্জন করতে পারে এবং ঋণের মেয়াদ সর্বাধিক ৫ বছর ও ব্যাংকের শর্তাদি প্রযোজ্য ।
বিস্তারিত জানতে
ব্যাংকের যেকোনাে শাখায় যােগাযোগ করুন
ডাচ বাংলা ব্যাংক লিমিটেড হেল্পলাইন নাম্বার ১৬২১৬ দেশের বাহির থেকে ফোন দিতে পারেন ০৯৬৬৬৭১৬২১৬
Dutch Bangla Bank Limited
Related Questions :
কোন ব্যাংকে ডিপিএস লাভ বেশি, ডাচ বাংলা ব্যাংক ডিপিএস মুনাফা, dps sts rate, ডাচ বাংলা ব্যাংক ডিপিএস সুদ, dutch bangla bank dps interest rate, student account interest rate, ব্যাংক ডিপিএস, ব্যাংক ডিপিএস খোলার নিয়ম, dbbl , পোষ্টঅফিস ডিপিএস, ডাচ বাংলা ব্যাংক ডিপিএস খোলার নিয়ম, dps kholar niyom, bank
Hmm
Yeas
আমি আরো বিস্তারিত জানতে চাই।