ডাচ বাংলা ব্যাংক সেভিং একাউন্ট চার্জ সুবিধা অসুবিধা
ব্যাংকে টাকা রাখলে কত টাকা চার্জ কাটে ? এটি ব্যাংক একাউন্ট করে নেওয়ার আগেই জেনে নেওয়া উচিত, আপনি যে ব্যাংকে অ্যাকাউন্ট করেছেন । বিভিন্ন ব্যাংকের ক্ষেত্রে বিভিন্ন প্রকার চার্জ রয়েছে, তবে আজকে আমরা ডাচ বাংলা ব্যাংকে একাউন্ট থাকলে সে ক্ষেত্রে আপনার কি প্রকার চার্জ করতে পারে এবং কত প্রকার চার্জ রয়েছে সেগুলো জানাবো । বিভিন্ন ধরনের ব্যাংক অ্যাকাউন্ট থাকতে পারেন তবে তার মধ্যে জনপ্রিয় অ্যাকাউন্ট হচ্ছে সেভিং একাউন্ট ও স্টুডেন্ট একাউন্ট ।
ডাচ বাংলা ব্যাংক একাউন্ট মেইনটেন্স চার্জ
২) সেভিং একাউন্টে প্রতি ৬ মাস পর পর নিম্নবর্ণিত হারে একাউন্ট মেইনটেন্যান্স ফি
(ক) ১০,০০০/-টাকার বেশি কিন্তু ২৫,০০০/-টাকা মধ্যে গড় আমানত স্থিতির জন্য সর্বোচ্চ ১০০/-টাকা + ১৫% সরকারি ভ্যাট মাত্র;
(খ) ২৫,০০০/-টাকার বেশি কিন্তু ২ (দুই) লক্ষ মধ্যে গড় আমানত স্থিতির জন্য সর্বোচ্চ ২০০/-টাকা + ১৫% সরকারি ভ্যাট মাত্র;
(গ) ২ (দুই) লক্ষ টাকার অধিক কিন্তু ১০ (দশ) লক্ষ মধ্যে গড় আমানত স্থিতির জন্য সর্বোচ্চ ২৫০/-টাকা + ১৫% সরকারি ভ্যাট মাত্র;
(ঘ) ১০ লক্ষ টাকার বেশি আমানত স্থিতির জন্য সর্বোচ্চ ৩০০/-টাকা + ১৫% সরকারি ভ্যাট মাত্র;
মেইনটেন্যান্স চার্জ জানিয়ে দেওয়ার আগে একটা বিষয় জানিয়ে দেওয়া উচিত, আপনার ব্যাংক একাউন্টে একটি বছরে কোন দিন যদি একটা নির্দিষ্ট সীমা মানে নিন্মে বর্ণিত সীমা অতিক্রম করে সেক্ষেত্রে চার্চ কর্তন করা হবে । এমনকি কোন বছরের একদিনের মধ্যে যদিও এক ঘন্টা বা পয়েন্ট ০.১ সেকেন্ডও যদি আপনার একাউন্টে নির্দিষ্ট সীমার উপর এ টাকা অতিক্রম করে তাহলেও চার্জ কর্তন করা হবে ।
ঙ) তবে শুধুমাত্র স্টুডেন্ট একাউন্ট এর ক্ষেত্রে প্রতি বছরে একাউন্টে গড় স্হিতির পরিমাণ ৪৯৯৯ টাকা বা এর কম হলে চার্জ কাটবে না । অনেকে বলে স্টুডেন্ট একাউন্ট এর ক্ষেত্রে একাউন্ট মেইনটেন্স চার্জ কাটে না । তবে এটা নিয়ে আমার ক্ষেত্রে ভিন্ন মত পোষণ রয়েছে । যদি স্টুডেন্ট একাউন্ট করেন সেক্ষেত্রে ২৫,০০০ টাকা পর্যন্ত একাউন্টে ব্যালেন্স থাকলে কোন প্রকার একাউন্ট মেইনটেন্স চার্জ কাটে না, তবে ২৫ হাজার টাকার উপরে ব্যালেন্স থাকলে স্টুডেন্ট একাউন্ট এর ক্ষেত্রেও একাউন্ট চার্জ প্রযোজ্য হবে উপরের সেভিং একাউন্ট অনুসারে ।
৩) কারেন্ট বা ব্যবসায়ী একাউন্টে একাউন্ট মেইনটেন্যান্স ফি প্রতি ছয় মাস পর পর সর্বোচ্চ ৩০০/-টাকা + ১৫% সরকারি ভ্যাট মাত্র।
Dutch Bangla Bank Card Services Charge
প্রত্যেকটি ব্যাংকে ডেবিট কার্ড ক্রেডিট কার্ড প্রদান করে থাকে । কোন গ্রাহক চাইলে ডেবিট কার্ড টি নিতে পারে আবার নাও নিতে পারে, যদি ডেবিট কার্ডে নিয়ে থাকে সে ক্ষেত্রে অবশ্যই কার্ড দিয়ে লেনদেন করুক বা না করুক ব্যাংক চার্জ কেটে নিবে প্রত্যেক বছরে । ডেবিট কার্ডের বাৎসরিক চার্জ ৪৬০ টাকা, যা ডিসেম্বরে একবার কেটে নিবে প্রতি বছরে । কার্ড না নিলে তাদের জন্য এই চার্জ নেই । যদি নরমাল ডেবিট কার্ড ইউজ না করে, ডাচ বাংলা ব্যাংকের ভিসা বা মাস্টার কার্ড ইউজ করতে চান সে ক্ষেত্রে প্রতি বছরের চার্জ দিতে হবে ৮৬৩ টাকা প্রায় । এটিএম কার্ড বা ভিসা মাস্টার কার্ড শুধুমাত্র সিঙ্গল কারেন্সি কার্ড, ডুয়েল কারেন্সি কার্ড ব্যবহার করতে হয় সে ক্ষেত্রে ভিন্ন চার্জ প্রযোজ্য হবে । এটিএম ব্যবহার করে ডিবিবিএলের বুথ থেকে প্রতিবার যেকোন পরিমাণ টাকা উত্তোলন করলে ১০ টাকা + ভ্যাট চার্জ কাটবে । ডাচ বাংলা ব্যাংক ব্যতীত অন্য যেকোনো ব্যাংকের এটিএম বুথ থেকে টাকা উত্তোলন করলে সে ক্ষেত্রে প্রতি ট্রানজেকশনের ক্ষেত্রে ২.৫০% সরকারের কর্তন করা হবে । শুধুমাত্র সিঙ্গেল কারেন্সি কার্ডের মাধ্যমে বাংলাদেশি যেকোনো ই-কমার্স সাইটে পেমেন্ট করা যাবে ।
পুরাতন যে সেভিং অ্যাকাউন্ট শুরু হয় 157 এবং 158 দিয়ে সে সকল একাউন্ট থেকে প্রতি মাসে সর্বোচ্চ ১০ বার টাকা উত্তোলন করতে পারেন গ্রাহক এটিএম হতে। ১০বারের পরবর্তীতে গ্রাহক টাকা উত্তোলন করতে পারেন না এটিএম থেকে। প্রতিমাসে ১০ বারের অধিক এটিএম থেকে টাকা উত্তোলনের জন্য এখন থেকে গ্রাহককে চার্জ গুনতে হবে, ১০ বারের পরে প্রতি বার এটিএম থেকে টাকা উত্তোলনে চার্জ সর্বোচ্চ ৫ টাকা অর্থাৎ ৫০০ টাকা উত্তোলনে চার্জ ৫ টাকা, তেমনি ১০ হাজার বা ২০ হাজার টাকা এটিএম থেকে উত্তোলনেও চার্জ ৫ টাকা। Update Dec
Bangla Bank ATM Charges
যদি ডেবিট কার্ড নিয়ে থাকেন এবং ডাচ বাংলা ব্যাংকের এটিএম ব্যবহার করে টাকা উত্তোলন করে থাকেন এজন্য বছরে ১ বার চার্জ কর্তন করা হবে । ডাচ বাংলা ব্যাংক এইটাকে বলে থাকে ডেবিট কার্ড এটিএম নেটওয়ার্ক ফি যা ২৩০ টাকা ।
DBBL Cheak Book Charge
অনেকে আছে যারা ডেবিট কার্ড ইউজ না করে সরাসরি চেকের মাধ্যমে লেনদেন করে, সেভিং একাউন্ট এর ক্ষেত্রে চেক বই প্রতি চার্জ ৬০ টাকা + ১৫% ভ্যাট যুক্ত ও এমাইসিআর চেক বই এর পাতা প্রতি চার্জ ৩ টাকা + বই প্রতি ১৫% ভ্যাট যুক্ত । একাউন্ট ধারী চাইলে ১০ বা ২০ পৃষ্ঠার চেকবুকে অর্ডার করতে পারে ।
সরকারি চার্জ আবগারি শুল্ক বা Excise Duty
১) ব্যালেন্স ১ লাখের বেশি হলে এর জন্য ১৫০ টাকা চার্জ
২) ব্যালেন্স ৫ লাখের বেশি হলে এর জন্য ৫০০ টাকা চার্জ
৩) ব্যালেন্স ১০ লাখ লাখের বেশি হলে এর জন্য ৩,০০০ টাকা চার্জ
৪) ব্যালেন্স ১ কোটির বেশি হলে এর জন্য ১৫,০০০ টাকা চার্জ
৫) ব্যালেন্স ৫ কোটির বেশি হলে এর জন্য ৪০,০০০ টাকা চার্জ
বাৎসরিক ব্যালেন্সে লেনদেন যদি এক লাখ টাকার মধ্যে থাকে সে ক্ষেত্রে কোন আবগারি শুল্ক কাটা হবে না । তবে একাউন্টে যদি বছরের একদিন এক মিনিট বা ০.১ সেকেন্ডের জন্যও ব্যালান্স ১ লাখের ওপর হয় তবে, আবগারি শুল্ক কাটা হবে।
শুল্ক সম্পূর্ণই সরকারি একটি চার্জ, এটি সরকারি কোষাগারে চলে যায় ব্যাংক অ্যাকাউন্ট থেকে কাটার সঙ্গে সঙ্গে
DBBL Saving Account Closing Charge
যে কেউ চাইলে যেকোনো সময় বন্ধ করতে পারবে তবে, একাউন্ট বন্ধ করার জন্য নরমাল সেভিং একাউন্টে এবং স্টুডেন্ট একাউন্ট এর ক্ষেত্রে চার্জ হয়ে থাকবে ২০০ টাকা + এর সঙ্গে সরকারি ১৫% ভ্যাট ।
SMS Charge & Online Banking Charge
এছাড়াও প্রত্যেকটি ব্যাংক এসএমএস ব্যাংকিং বলে একটি চার্জ রয়েছে । ব্যাংকিং খুবই গুরুত্বপূর্ণ কেননা যেকোনো সময় বোঝা যায় যে আপনার অ্যাকাউন্ট থেকে একে কোথায় থেকে টাকা তুলেছে এটা আপনার স্মার্টফোনের সরাসরি এসএমএস চলে আসে । অনুরূপ ইন্টারনেট ব্যাংকিং ব্যবহার করাও ফ্রী । ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে আপনি চাইলে ইউটিলিটি বিল বা বিভিন্ন কোম্পানির বিল প্রদান করতে পারবেন । তাঁর সঙ্গে মোবাইল টপ-আপ করা যায়, এটি ফ্রী । একটি ব্যাংকের একাউন্ট থেকে অন্য ব্যাংকের একাউন্টে টাকা ট্রান্সফার করা যায় তবে টাকা ট্রান্সফারের ক্ষেত্রে চার্জ প্রযোজ্য হয়ে থাকে ।
অনেকেই বলতে পারেন একাউন্ট করার জন্য কি কি প্রয়োজন হবে ?
২) গ্রাহক এবং নমিনির জাতীয় পরিচয় পত্র/পাসপোর্ট/ড্রাইভিং লাইসেন্স এর ফটোকপি ।
৩) যিনি একাউন্ট করবেন তার ঠিকানা প্রমাণের জন্য, তিনি যেখানে বসবাস করেন সেই বাসার গ্যাস/পানি/বিদ্যুৎ বা টেলিফোন বিল যেকোনো একটা প্রয়োজন হবে ।
Dutch Bangla Bank Saving Account Interest Rate
ব্যাংকে টাকা রাখলে প্রত্যেকটা ব্যাংক ইন্টারেস্ট দিয়ে থাকে বা সুদ প্রদান করে থাকে । ডাচ বাংলা ব্যাংক ও তার ব্যতিক্রম নয়, নরমাল সেভিং একাউন্ট এর বিপরীতে সুদের পরিমাণ সর্বোচ্চ ২% হারে । ব্যাংক তাদের গ্রাহকের অ্যাকাউন্টে কি পরিমাণ মুনাফা প্রদান করবে তা অবশ্যই প্রতিটি গ্রাহকের অ্যাকাউন্টে ডিপোজিট এর পরিমাণের উপর ডিপেন্ড করবে । বছরের জুন এবং ডিসেম্বরে এই সুদের টাকা প্রদান করা হয় প্রতি একাউন্টে । অ্যাকাউন্ট করার সময় যদি টিন সার্টিফিকেট প্রদান করা হয় তাহলে ১০% ট্যাক্স কর্তন করা হয় সুদের টাকার ওপর থেকে, একাউন্ট করার সময় টিন সার্টিফিকেট প্রদান না করা হলে সুদের টাকার উপর থেকে ১৫% সরকারি ট্যাক্স কর্তন করা হয় ।
vai amr student accout tarpor o maintanance fee sms fee card fee dia 500tk kete nise, 😔 tk rakha ki thik hobe?