ঘুষ ছাড়াই পদ্মা ব্যাংকের পদ্মা প্রয়োজন ঋণ Sorkari Padma Bank Pryojon Loan

 

রাজধানী ধানমন্ডির বিজিবি হল এ পদ্মা ব্যাংকের ঢাকা দক্ষিণ ব্রাঞ্চের উদ্যোগে আনুষ্ঠানিকভাবে উন্মোচন করে “পদ্মা প্রয়োজন লোন” এর মোরক। এছাড়া উদ্বোধন করা হয় অটোমেটেড বা অনলাইনে এ-চালান সিস্টেমের।

 

পদ্মা ব্যাংকের ঘুষ ছাড়া ঋণ নেওয়ার নিয়ম

ব্যাংক সূত্র জানায়, পদ্মা ব্যাংকে ব্যক্তিগত সেভিংস, পদ্মাবতী ও পদ্মা প্রতিদিন একাউন্ট থাকলে ও সেই অ্যাকাউন্টে সর্বনিম্ন ৫ হাজার টাকা ব্যালেন্স থাকলে এখন মিলবে ‘প্রয়োজন’ লোন। সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত এই ঋণ পাওয়া যাবে এই ঋণ প‍্যাকেজের বিপরীতে। যেকোন পেশাজীবী শ্রেণীর মানুষকে উদ্দেশ্য করে এই ঋণ সেবা চালু করা হয়ছে।

পদ্মা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা এ সময় উপস্থিত ছিল। প্রতি কিস্তি প্রতি হাজারে ৯০ টাকা দিতে হবে। অর্থাৎ ১০০০ টাকা ঋণ নিলে ১০০০ টাকার বিপরীতে ১০৮০ টাকা পরিশোধ করতে হবে এক বছরে।

পরিবারের যে কেউ একজন মানুষ গ্যারান্টার থাকলেই ঋণ নিতে পারবেন যেকউ। তবে যিনি ঋণ নিবেন ও যিনি গ‍্যারান্টর থাকবে তাকে উপার্জনশীল হতে হবে। নিয়মিত ঋণের কিস্তি পরিশোধ করলে পরবর্তী বছরে পাওয়া যাবে ৫০ হাজারের অধিক হারে ঋণ নেওয়ার সুবিধা।

 

উপরোক্ত ছবি থেকে বোঝা যায় যে, এই ঋণের সুদের হার ১৪.৪৫% হারে। এক হাজারে বছরে ৮০ টাকা সুদ হলে অতি সহজেই বের করা যাবে যে ৩০ বা ১৫ বা ৩৫ বা ৪০ হাজার বা আপনার টাকার প্রয়োজন অনুসারে কত টাকা সুদ হবে। এই ঋণ নেওয়ার পর মাসিক হারে কিস্তি পরিশোধ করতে হবে।

পদ্মা ব্যাংকের ওপর সাধারণ মানুষের আস্থা রাখায় গ্রাহকদের সম্মান জানানোর স্বার্থে ব্যতিক্রমী এই ঋণ সেবা চালু করা হয়েছে বলে জানান, ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা। বিস্তারিত তথ‍্যের জন‍্য পদ্মা ব্যাংকের আপনার নিকটবর্তী শাখায় যোগাযোগ করুন।

 

Need More Info, Contract Please
Corporate Head Office
Lotus kamal Tower – 2 (Level – 3) 59-61, Gulshan South Avenue, Gulshan – 1, Dhaka – 1212, Bangladesh.
info@padmabankbd.com
Padma Bank Helpline 02 222293375, 02 222293410, 02 222288068, 02 222293419, 02 222298070, 02 222293309, 02 222298037, 16612
error: Content is protected !!