এখন চাইলে ১০ সেকেন্ড নগদ একাউন্ট খোলা যাবে জাতীয় পরিচয় পত্র ছাড়া । আর একাউন্টে যেকোন পরিমাণ লেনদেন করতে পারবে যেকোন গ্রাহক । সিম কেনার সময় যে জাতীয় পরিচয় পত্র দিয়ে সিম কেন হয়েছিল সেই নামে সরাসরি নগদ একাউন্টটি রেজিস্টার হয়ে যাবে । নগদে বর্তমানে প্রতি হাজারে ক্যাশ আউট চার্জ ৯.৯৯ + ১.৫০ সরকারি ভ্যাট (১১ টাকা ৪৯ পয়সা) দেশের সবচেয়ে কম মোবাইল ব্যাংকিং চার্জ বিকাশের থেকে ।
ন্যাশনাল আইডি কার্ড ছাড়া নগদ একাউন্ট খুলতে পারবে :
১) রবির গ্রাহক
২) এয়ারটেল গ্রাহক
৩) জিপি বা গ্রামীনফোন গ্রাহক
৪) টেলিটক গ্রাহক
নগদ একাউন্ট খোলার ধাপ :
প্রথমে ফোনের ডায়েল প্যাড অপশনে গিয়ে ডায়েল করুন #167#
এর পরবর্তীতে ৪ ডিজিটের একটি পিন সেট করুন । দ্বিতীয় বার আবার ঐ একই পিন সেট করুন কনফার্ম হওয়ার জন্য ।
এবার নিচের মত দেখতে পারবেন ডায়েল প্যাডে ।
এবার আপনার ফোনে দুটি SMS আসবে , একটি ভার্চুয়াল কার্ড নাম্বার দেওয়া হবে নগদ হতে । আপনার একাউন্ট খোলা সাকসেসফুল হয়েছে ।
এক ব্যক্তির একই নামে একাধিক নগদ একাউন্ট থাকলে কৃতপক্ষ বন্ধ করে দিতে পারে, তাই জাতীয় পরিচয় পত্র ছাড়া সরাসরি বেশি একাউন্ট না খোলার অনুরোধ । নগদ দেশে প্রথম মোবাইল ব্যাংকিং ডিপিএস এর মাধ্যমে সঞ্চয়ের সুবিধা এনেছে, যার সুবিধা অসুবিধা পরবর্তীতে কোন পোস্টে জানানো হবে ।