দেশে প্রথম লা রিবা ক্রেডিট কার্ড সুদমুক্ত আল আরাফা ইসলামী ব্যাংক । সুদ মুক্ত কার্ড কার্ড

আল আরাফাহ্ ইসলামি ব্যাংক লা রিবা ক্রেডিট কার্ড। প্রথম বছর কার্ড ফ্রী। এবং পররর্তী বছর থেকে ইয়ারলি ফি কার্ডের ক্যাটাগরি ভেদে আলাদা। তবে যেকোনো এমাউন্টের ১৮ টা ট্রানজেকশন করলে ১০০% ওয়াইভ হবে। ইভেন ১৮ বার ১০ টাকা করে মোবাইল রিচার্জ কিংবা বিকাশে এড মানি করলেও হবে। কোনো ওভার লিমিট, এসএমএস ১ বছর এ অনলি ২০০। এটিএম থেকে ২০,০০ টাকা উত্তোলন করা যায় ১৭৩ টাকা চার্জে। এবং কোন সুদ নেই। দেশে যতগুলো ইসলামিক ক্রেডিট কার্ড আছে তার মধ্যে এটি বেস্ট।


লা রিবা ক্রেডিট কার্ড কারা নিতে পারবে
সরকারি চাকুরীজীবি (সেলারি ২০০০০)
শিক্ষক(MPO/Govt)
ডাক্তার
ইন্জিনিয়ার
ব্যাংকার
প্রাইভেট চাকুরীজীবি (বেতন ৩০+)
এছাড়াও রয়েছে সবার জন্য FDR এর মাধ্যমে ক্রেডিট কার্ড পাওয়ার সুযোগ।


ইএমআই ০% সুবিধা আছে । প্লাটিনাম কার্ডে বছরে মাক্সীমাম ৬ টি লাউঞ্জ ফ্রি। সাপ্লিমেন্টরি কার্ড ও বছরে মাক্সীমাম ৬। ট্রানজেকশন ওটিপি + ট্রানজেকশন অ্যালার্ট ইমেল, এসএমএস দু মাধমেই পাওয়া যায়। ঢাকার মধ্যে থাকলে সরাসরি আমাদের কাছ থেকে সার্ভিস নিতে পারেন। আপনাকে আমাদের ব্যাংকে যেতে হবে না।


সাপ্লি কার্ডের ব্যবস্থা আছে। যার জন্য আলাদা ফি বা চার্জ নাই। ৬টি লাউঞ্জের সুবিধা আছে। পাসপোর্টের মেয়াদ পর্যন্ত ডলার এন্ড্রোস করে দেয়। এন্ডোসমেন্ট সিল টাও তুলনামূলক ছোট তাই পেজ নস্ট হয়না। ফরেইন কারেন্সি লেনদেন খুব নিরাপদ। OTP কোডের সুবিধা আছে।


খুবই ভাল রেট পাওয়া যায় ফরেইন ট্রানজেকশনে, যে দিন ট্রানজেকশন করবেন ওইদিনের ওই সময়েরই মাস্টারকার্ডের ডলার রেট অনুযায়ী চার্য কাটবে। ডায়নামিক কারেন্সি এর কার্ড এটি তাই ডলার কনভাট কোরার কোন ঝামেলা নাই। এবং বিল বিডিটি তে আসে সূতরাং usd পেমেন্টের আলাদা ঝামেলা নাই। স্টেটমেন্টে ডলার এন্ড্রোসমেন্টের ডিলেইলস দিয়ে দেয়। কত ডলার এন্ডোস করা হয়েছে, টোটাল কত খরচ হয়েছে এবং কত বাকি আছে ইত্যাদি দেয়া থকে প্রতি স্টেটমেন্টে।


NPSB, Nagad apps এর মাধ্যমে বিল পে করা যায়। NPSB এর মাধ্যমে পেমেন্ট করলে ইনস্যান্ট পেমেন্ট আপডেট হয়। এক্ষেত্রে পেমেন্ট করেই আবার সাথে সাথে সেই টাকা খরচ করা যায়। লা-রিবা ইসলামিক ক্রেডিট কার্ড সম্পূর্ণ শরিয়াহ সম্মত, সুদ (রিবা) মুক্ত কার্ড। এটি শুধুমাত্র শরিয়াহ অনুমোদিত পণ্য

লা-রিবা ক্রেডিট কার্ড চার্জ

error: Content is protected !!